নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যান্বেষী

আবেদ আল ইসলাম

আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা!

আবেদ আল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

আচরণে পশু হলে মানুষ হয়ে লাভটা কী?

২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬


একটা চড়ের দাম কতো হতে পারে বলুন তো? তাও যদি পূর্ণ বয়স্ক কোন মানুষ কষে দেয়? ভাবছেন পাগল হয়ে গেলাম কিনা! চড়ের কোন মূল্য হয় নাকি? হয়। আলবৎ হয়।

চট্টগ্রাম শহরে যারা থাকেন, সবাই জানেন- গত শনিবার বিকেলে প্রবল বর্ষণে শহরের প্রায় সব রাস্তাই পানিতে তলিয়ে যায়। সেই সন্ধ্যায় ঘুটঘুটে অন্ধকারে হাঁটুজল ভেঙে বের হয়েছিলাম বাসার কাছাকাছি মুদি দোকানে কিছু কেনাকাটা করতে। তো পথে দেখি একলোক সেই হাঁটু পানিতে হাত-পা ছড়িয়ে বসে আছে। পাশে রিকশা দাঁড়ানো। ভাবলাম মেগাসিটির গাড্ডায় পড়ে হয়তো বেচারা ভূপাতিত হয়েছে। আশেপাশে মোটামুটি মানুষের জটলা। বাঙালি আবার কাউকে হেনস্থা হতে দেখলে যথেষ্ট পুলকিত হয়!

খানিক বাদে এক জোয়ান লোক রাস্তায় পড়ে থাকা লোকটাকে হিড়হিড় করে টেনে নিয়ে আসলো পাশের একটি ধর্মীয় উপাসনালয়ের আঙিনায়। যাক, ভালোই হলো। সাহায্য করার মতো একজনকে তো পাওয়া গেলো! মনে মনে যখন একথা ভাবছি, তখনই ঠাস ঠাস চড়ের আওয়াজ। সাথে খাঁটি আঞ্চলিক ভাষায় খিস্তি- মা...র পোলা, তোরে রিকসা চালানো শিখাইছে কেডা? তোর মালিক রে খবর দে... ইত্যাদি ইত্যাদি।

বুঝতে পারলাম রাস্তায় পড়ে থাকা লোকটি রিক্সাওয়ালা। উদ্ধারকারী লোকটিই তার উপর মহাখাপ্পা! ঘটনার অাকস্মিকতায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। ইতোমধ্যে হুজুর টাইপের এক লোক এসে আক্রমনকারীকে সরিয়ে নেয়। আমিও হাঁটুজল ভেঙে দোকানের দিকে রওনা দিই।

ফেরার পথে দেখি লোকটি অজ্ঞান হয়ে পড়ে আছে। মারের চোটে রিক্সাওয়ালা অজ্ঞান হয়ে পড়ে আছে। আরেক দফা টর্নেডো নিশ্চয়ই বইয়ে দিয়েছিলো। পাওয়ারফুল লোকদের এটা পাওয়ারতান্ত্রিক অধিকার। ক্ষমতাহীনদের তারা চাইলে যখন-তখন রামধোলাই করতে পারে। এই পাওয়ার বংশানুক্রমে বা পাওয়ারফুল লোকদের সংস্পর্শে সংক্রমিত হয়।

এ ঘটনাপ্রবাহ আমার চোখের সামনে। এর পেছনে আছে আরো করুণ কাহিনি। ঘটনাস্থলে উপস্থিত দুজন জানালো- রিক্সাওয়ালার দাবীকৃত ভাড়া পছন্দ না হওয়ায় লোকটি তাকে লাথি দিয়ে রিক্সা থেকে রাস্তায় ফেলে দেয় এবং পরে চড়-থাপ্পড মারা লোকটিই সেই লোক।

আচ্ছা, রিক্সাওয়ালা কত টাকা বেশি দাবী করতে পারে? ১০/২০ টাকাই তো। তার জন্য এতোটা অমানবিক আচরণ করতে হবে? উনার কথার উপর একজন রিক্সাওয়ালা কথা বলবে সেটা তিনি সহ্য করতে পারেননি। ইগো হার্ট হয়েছিলো। কেন বাবা? তোর এতো ইগোর কারণটা কী? রিক্সাওয়ালার চেয়ে তোর কোন একটা অঙ্গ বেশি আছে? নেই। তাইলে কিসের ইগো রে তোর? দশ টাকা না হয় বেশি চাইলো, তার জন্য নিরিহ রিক্সাওয়ালাকে ফ্রি কিক দিয়ে রাস্তায় ফেলে দিতে হবে? এজন্য তাকে পাঞ্চ ব্যাগ বানিয়ে ফ্রি স্টাইল মারামারির ( মারামারি না বলে শুধু মার বলা উচিত) প্র্যাকটিস চালাতে হবে?

বলুন এবার, একটা চড়ের দাম কতো? চড় পড়বে কঠিন, কিন্তু টাকা বায়বীয়! যারটা তার পকেটেই থাকবে। মাঝখান থেকে দূর্বল লোকেরা মার খেয়ে যাবে। এই ভদ্রলোকেরা বলেন- ছোটলোকদের মাঝেমধ্যে মার না দিলে নাকি বেয়াদব হয়ে যায়! আপনি বলুন তো, আসল ছোটলোক কে বা কারা?

ছবি পরিচিতিঃ রাস্তায় পড়ে থাকা রিক্সাওয়ালা। মারের এবং অজ্ঞান অবস্থার ছবি তুলতে পারিনি। উন্মত্ত দু-পেয়ে হায়েনার পাশে থেকে ছবি তোলার সাহস হয়নি আমার।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

ভুয়া মফিজ বলেছেন: এরা মানুষ না, জানোয়ার। এদের স্বভাব ঠিকমতো জানার জন্যই বাঘের রুপ ধারন করছি। আপনেও তো দেখি বাঘ!!!
আসেন বাঘে বাঘে কোলাকুলি করি...... =p~

২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

আবেদ আল ইসলাম বলেছেন: বাঘ আর হতে পারলাম কই? চোখের সামনে এতোসব ঘটে গেলো, অথচ কিছু করতে পারলাম না!

২| ২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১০

মরুচারী বেদুঈন বলেছেন: শুধু ঐ লোক না।
একবার আপনি বিপদে পড়ে দেখুন। তাহলেই বুঝবেন আশেপাশের লোক গুলো কতটা হিংস্র।



★★বিজ্ঞানের অগ্রগতি হচ্ছে রকেটের গতিতে আর মানবতার পতন হচ্ছে উল্কার গতিতে......

৩| ২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১১

দ্বিতীয়ার চাঁদ বলেছেন: এদেরকে চিনলেননা? এরা হইলো সেই সব জানোয়ার! এদের মত লোকেরাই ক্ষমতা পেলে বুস হয়, হিটলার হয়, অং সান সু চী হয়!
মিয়ানমারের সামরিকজান্তা হয়! তবে দুঃখের বিষয় কি জানেন? এদের মত লোক রিকশাওয়ালাদের মাঝেও আছে। ছোট বড় সবখানেই সবার মাঝেই এরা আছে! এদর জন্যই পৃথিবীটা কখনো কখনো জাহান্নাম হয়ে যায়!

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০২

আবেদ আল ইসলাম বলেছেন:

৪| ২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

ভুয়া মফিজ বলেছেন: বাঘের একটা আভিজাত্য আছে। ছোটখাটো জানোয়ারের সাথে মারামারি করা মানায় না। আর কিছু করতে পারেন নাই কে বললো? এই যে পোষ্ট দিলেন, সচেতনতা বাড়াতে ভূমিকা রাখলেন.....এটা অনেক কিছু। নরমালী এসব ঘটনা সবাই ভূলে যায়, আপনি ভূলেন নাই। বিবেকের দংশনে আপনি এই পোষ্ট লিখতে বাধ্য হয়েছেন.....এটা ক'জন করে?
আপনার এই আচরনই হলো প্রকৃত মানুষের আচরন। হ্যা, জানোয়ারটাকে শাস্তি দিতে পারলে ভালো হতো। কিন্তু কি আর করা, সব সময় তো সবকিছু সম্ভব হয় না!!!!!!

২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

আবেদ আল ইসলাম বলেছেন: খুব খারাপ লেগেছে, ভাই। এই তিনদিনে আমি বিষয়টা কখনো ভুলতে পারিনি।

৫| ২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

আবেদ আল ইসলাম বলেছেন: আশেপাশের মানুষের ভাব দেখে মনে হয় বিনা টিকিটে শো দেখাটা খুব উপভোগ করছে

৬| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৮

আহমেদ শামস্‌ বলেছেন: ভাই আবেদ, আপনার লেখার মাধ্যমে আপনি অনেক কিছুই করে ফেলেছেন। যা সবাই করতে পারে না। বিশেষ করে নিজের ব্যর্থতার গ্লানি প্রকাশ করতে বাঘের মতই সাহস লাগে। তবে যদি একটু সাহস করে প্রতিবাদ করতে পারতেন তাহলে দেখতেন আশেপাশের বিনা টিকিটে শো দেখা মানুষ গুলোই একেক জন মাইক টাইসন বনে গেছে। আসলে এ ধরনের পরিস্থিতিতে শুধু একজন সাহস করে শুরুটা করে দিতে হয়।

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৮

আবেদ আল ইসলাম বলেছেন: ঠিক বলেছেন। এমন পরিস্থিতিতে আগে পড়িনি। ঘটনার আকস্মিকতায় বিবেচনাবোধ হয়তো চলে গিয়েছিলো।

৭| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১০

মরুচারী বেদুঈন বলেছেন: মাঝে মাঝে ইচ্ছা হয় দেশের প্রশাসনরে গালি দিই। কিন্তু গালি দিয়ে কি হবে। ওইখানেওতো ভরে গেছে এই ধরণের জানোয়ারে।



কেউ দুঃখ পাইলে বলিয়েন....

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৯

আবেদ আল ইসলাম বলেছেন: দেখা যাবে ওরাই প্রশাসনকে শাসন করে!

৮| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৪

মরুচারী বেদুঈন বলেছেন: জ্বি। ঠিক বলেছেন।
তা না হলে দেশে এত অপরাধ হয় কেমনে?

৯| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এগুলো একদম ছোটলোকী কাজ। তবে জেনে রাখবেন যে লোক এই কাজটা করলো, সে কিন্তু সুখী নয়। তার পরিবার, চাকুরি, জীবন খুব একটা সুখের নয়...

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২০

আবেদ আল ইসলাম বলেছেন: মনের অশান্তি থেকেই তারা আরো বেশি হিংস্র হয়ে উঠে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.