![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত ৮-১১-১৫ তারিখে আমি একটি মিটিং (সম্মেলন) এ উপস্হিত হওয়ার জন্য অাশুলিয়া থেকে তেজগাও যাওয়ার জন্য রওনা দিলাম। সম্মেলন সকাল ১১ টা, অাশুলিয়া থেকে রওনা হলাম সকাল ৯, ৩০ টায়, কিন্তু বনানী যাওয়ার পর অনেক জ্যাম এ পরলাম, তখন সময় প্রায় ১১ টা । এজন্য বাস থেকে নেমে বনানী হয়ে গুলশান এর ভিতর দিয়ে তেজগাও যাওয়ার জন্য রিক্শা নিলাম বনানী মাঠ পযর্ন্ত । বনানী রাস্তা পার হয়ে এক রিক্শাওলার সাথে দরদাম করে ৩৫ টাকায় রাজি হল (গুলশান ১)। যদিও সে ৪০ টাকা ভারা চেয়েছিল। রিক্শায় উঠার পর দেখলাম যে রিক্শাওলার একটি হাত গামছা দিয়ে ঢাকা, আমি প্রথমে বুঝতে পারিনি যে তার একটি হাত নাই। বুঝতে পারার পর প্রথমে আমার মন খারাপই লাগল যে, আজ হয়ত আর সময় মত যেতে পরব না। রিক্শা কিছু দুর যাওয়ার পর চিন্তা করতে লাগলাম যে, এই লোকটি রিক্শা না চালিয়ে ভিক্ষা করে ক্ষেতে পারত, কিন্তু ষে তা না করে কষ্ট করে রিক্শা চালিয়ে উপার্জন করতেছে। আমার মন থেকে সম্মেলন এর চিন্তা উধাও হয়ে গেল। যতক্ষন সময় লাগে লাগুক। আর চিন্তা করতে লাগলাম তাকে ৪০ টাকাই দিব কিনা। ভাড়া থেকে ৫ টাকা বেশি দিলে হয়ত করুনা করা হবে, এজন্য ৩৫ টাকাই দিয়েছি। অবশেষে ১১।৩৫ এ উপস্হিত হলাম এবং সম্মেলন শুরু হল ১২ টায়। আসলে মানুষ ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারে এবং সৎ পথে উপার্জন করার জন্য ও ইচ্ছা শক্তিই যথেষ্ট।
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৬
প্রামানিক বলেছেন: সুন্দর একটি ঘটনা উল্যেখ করেছেন।