নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজিজার

আজিজার

আজিজার › বিস্তারিত পোস্টঃ

১০ টাকাই কেনা দু্রঘটনা !!

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৭

গত ২৭/১১ (শুক্রবার) নওগাঁ থেকে ঢাকার উদ্দেশ্যে বাস যোগে রওনা হলাম। বাস শান্তাহার রেল ক্রসিং এ আসার পর থেমে গেল। কারণ হিসাবে জানা গেল যে ট্রেন আসতেছে এজন্য গেট বন্ধ। ২ মিঃ অপেক্ষা করার পরও ট্রেন আসতেছেনা দেখে আমাদের বাস ড্রাইভার সুপারভাইজারকে বলল গেটম্যান কে ১০ টাকা দিতে এবং সুপারভাইজার গেটম্যান কে ১০ টাকা দিল, এর পর গেটম্যান গেট উঠিয়ে নিল। আমাদের গাড়ি সহ অনেক গাড়িই পার হল। সুপারভাইজারও বলল এই ব্যাটা এরকম কাজ প্রায় দিনই করে। এর পর আমি চিন্তা করতে লাগলাম যদি রেল ক্রসিংয়ের উপর বাস বন্ধ হয়ে যেত আর ট্রেন এসে পরত তহলে কি হত। এই অনাকাঙক্ষিত দু্রঘটনার জন্য কে দায়ি হত ?

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭

উচ্ছল বলেছেন: ঠিক লিখেছেন। টাকা দিয়ে দুর্ঘটনা কেনা।

২| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

আরণ্যক রাখাল বলেছেন: ১০ টাকায় কেনা আর তাহলে!
ঠিক করে নিন।
এভাবে ১০/১০০/২০০ টাকার জন্য যে কত প্রাণ যায়! যতদিন না ওদের নিজের কেউ অক্কা পাচ্ছে, ব্যাটারা ঠিক হবে না।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

সুমন কর বলেছেন: বিষয়টি তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ।

যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.