নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজিজার

আজিজার

আজিজার › বিস্তারিত পোস্টঃ

জি ডি (জেনারেল ডাইরী) করতে কোন থানায় কত টাকা লাগে ?

০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

ব্লগার ভাইয়েরা জি ডি করতে থানায় কোন টাকা দিতে হয় কি না। আজ জরুরী ভিত্ততে একটি জি ডি করতে হবে (কোন কাগজ হারিয়েছে এ রকম)। অফিসের সবাই বলতেছিল টাকা ছাড়া জি ডি হবেনা। যদি টাকা লাগে কত টাকা লাগতে পারে।



মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

মহসিন৭১ বলেছেন: না ভাই জিডি করতে কোনো টাকা লাগে না। আপনার সংশ্লিষ্ট থানায় গিয়ে বিনা পয়সায় জিডি করতে পারবেন। তবে যে স্থানে ঘটনাটি ঘটেছে ওই থানায় যেতে হবে। আর বিষয়টি সুন্দর ‍ও সঠিকভাবে লিখতে হবে। যদি নিজে না লিখতে পারেন সেক্ষেত্রে কাউকে দিয়ে লেখাতে হয়তো কিছু টাকা দেয়া লাগতে পারে। তবে জিডির জন্য থানায় সরকারি কোনো ফি নেই।

২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

shabbir077 বলেছেন: সঠিক ভাবে লিখতে ফি দিতে হয়।

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

মহসিন৭১ বলেছেন: না সেটা বলছি না। বলছি আপনি নিজে সঠিকভাবে লিখতে পারলেই হবে।

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৯

কিছু শিক্ষতে চাই বলেছেন: বাংলাদেশে থানা মানে টাকা, বিনামূল্যে সেবা পাওয়া গুজব মাত্র।

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৫

কালীদাস বলেছেন: লিগালি লাগার কথা না। এখন জন্মগতভাবে যেহেতু বাংলাদেশি নাগরিক, কপালের কারণে লাগতেও পারে।

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৯

আরজু পনি বলেছেন:

আমার জিডি করার অভিজ্ঞতা আছে।
একবারও কোন টাকা লাগে নি ।

প্রয়োজনে ওরা সাহায্য করে কীভাবে জিডি লিখতে হয় । আমার অভিজ্ঞতা তেমনই ।

@কিছু শিক্ষতে চাই, আপনার কখনো টাকা লেগেছে জিডি করতে ? গুজব যাচাই করার সুযোগ থাকলে যাচাই করা দরকার।

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৬

আজিজার বলেছেন: গত ২০১৪ সালে উত্তরা থানাতে একটি জিডি করে ছিলাম, তখন কোন টাকা লাগেনি, কিন্তু এবার অন্য একটি থানাতে টাকা দিতে হয়েছে।

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৭

প্রামানিক বলেছেন: থানায় জিডির জন্য কোন টাকা লাগে না তবে স্পীড মানি দিলে কাজটা দ্রুত হবে।

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৮

আজিজার বলেছেন: প্রামানিক ভাই, আসলেই স্পীড মানি এখন বৈধ হয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.