![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগার ভাইয়েরা জি ডি করতে থানায় কোন টাকা দিতে হয় কি না। আজ জরুরী ভিত্ততে একটি জি ডি করতে হবে (কোন কাগজ হারিয়েছে এ রকম)। অফিসের সবাই বলতেছিল টাকা ছাড়া জি ডি হবেনা। যদি টাকা লাগে কত টাকা লাগতে পারে।
২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
shabbir077 বলেছেন: সঠিক ভাবে লিখতে ফি দিতে হয়।
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৫
মহসিন৭১ বলেছেন: না সেটা বলছি না। বলছি আপনি নিজে সঠিকভাবে লিখতে পারলেই হবে।
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৯
কিছু শিক্ষতে চাই বলেছেন: বাংলাদেশে থানা মানে টাকা, বিনামূল্যে সেবা পাওয়া গুজব মাত্র।
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৫
কালীদাস বলেছেন: লিগালি লাগার কথা না। এখন জন্মগতভাবে যেহেতু বাংলাদেশি নাগরিক, কপালের কারণে লাগতেও পারে।
৬| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৯
আরজু পনি বলেছেন:
আমার জিডি করার অভিজ্ঞতা আছে।
একবারও কোন টাকা লাগে নি ।
প্রয়োজনে ওরা সাহায্য করে কীভাবে জিডি লিখতে হয় । আমার অভিজ্ঞতা তেমনই ।
@কিছু শিক্ষতে চাই, আপনার কখনো টাকা লেগেছে জিডি করতে ? গুজব যাচাই করার সুযোগ থাকলে যাচাই করা দরকার।
৭| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৬
আজিজার বলেছেন: গত ২০১৪ সালে উত্তরা থানাতে একটি জিডি করে ছিলাম, তখন কোন টাকা লাগেনি, কিন্তু এবার অন্য একটি থানাতে টাকা দিতে হয়েছে।
৮| ০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৭
প্রামানিক বলেছেন: থানায় জিডির জন্য কোন টাকা লাগে না তবে স্পীড মানি দিলে কাজটা দ্রুত হবে।
০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৮
আজিজার বলেছেন: প্রামানিক ভাই, আসলেই স্পীড মানি এখন বৈধ হয়ে গেছে।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯
মহসিন৭১ বলেছেন: না ভাই জিডি করতে কোনো টাকা লাগে না। আপনার সংশ্লিষ্ট থানায় গিয়ে বিনা পয়সায় জিডি করতে পারবেন। তবে যে স্থানে ঘটনাটি ঘটেছে ওই থানায় যেতে হবে। আর বিষয়টি সুন্দর ও সঠিকভাবে লিখতে হবে। যদি নিজে না লিখতে পারেন সেক্ষেত্রে কাউকে দিয়ে লেখাতে হয়তো কিছু টাকা দেয়া লাগতে পারে। তবে জিডির জন্য থানায় সরকারি কোনো ফি নেই।