![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অফিস থেকে রাত ৮ টার পর বাসায় যেয়ে দেখব অামার ছোটট মেয়েটা বাসার দরজার সামনে তার মায়ের হাত ধরে দাড়িয়ে তার বাবার জন্য অপেক্ষা করতেছে, তাকে কোলে তুলে নিয়ে বলব মা তুমিই অামার ভালবাসা।
গ্রামের বাড়িতে মাকে ফোন করে বলব মা তোমার শরীর ভাল অাছে, রাতে কি রান্না করে খেয়েছো। এটাই অামার ভালবাসা।
বউকে বলব অাজকের দিনে তোমাকে হয়তো সোনার গহনা কিনে দিতে পারিনি, তাই বলে কি তোমার অামার মাঝে ভালবাসা নেই।
অাল্লহর অশেষ রহমত অামাদের ছোটট সংসার ভালবাসা পরিপুর্ন।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৬
শাহাদাত হোসেন বলেছেন: বউরে নেগেটিভ ভাবে উপস্থাপন না করলেও পারতেন।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৯
আজিজার বলেছেন: বউকে নেগেটিভ ভাবে উপস্থাপন করার জন্য অামি কিন্তু একথা বলিনি।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭
আজিজার বলেছেন: প্রামানিক ভাই, অামি কিন্তু বউকে ছোট করে একথা বলিনি, মায়ের বেলাই যা প্রযজ্য বউয়ের বেলাই তা কিন্তু নয়।
৪| ০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৬
প্রামানিক বলেছেন: না ভাই বউকে ছোট করছি না, তবে মায়ের ভালবাসা পেতে কখনই পয়সার দরকার হয় না, মায়েরা হৃদয় থেকেই ছেলেদের ভালবাসে কিন্তু বউরা কিন্তু তা নয় আপনার টাকা পয়সা নাই ভাত দিতে পারছেন না বউ আপনাকে ফেলে চলে যাবে মা কিন্তু যাবে না। আমি এটাই প্রশ্ন করেছিলাম। মা তো মা, তার তুলনা হয় না।
৫| ২০ শে জুলাই, ২০১৮ রাত ৮:১১
সামিয়া বলেছেন: চমৎকার লাগলো জেনে। এভাবে ভাল থাকুন সারা জীবন।
৬| ০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো থাকুন সবাইকে নিয়ে
৭| ১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৪৩
কবিতা পড়ার প্রহর বলেছেন: বাহ!
খুব সুন্দর!
৮| ১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৬
খায়রুল আহসান বলেছেন: ভাল লাগলো আপনার ভালবাসায় ভরা জীবন কথা। + +
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩
প্রামানিক বলেছেন: ভাই একটা জিনিস আমি মানতে পারলাম না। ছোট্ট মেয়েটি কোলে নিলেই ভালসাবাসা পেয়ে খুশি হলো গ্রামের মা ফোনে রান্না করে খেয়েছো কিনা জিজ্ঞাস করতেই ভালবাসায় খুশি হয়ে গেল অথচ বউয়ের বেলায় সোনার গহনা লাগল কেন? বউ কি সোনার গহনা ছাড়া ভালবাসা বোঝে না।