![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের স্বভাব হচ্ছে পিছন দিয়ে টেনে ধরা ।সে চায়না তার সামনে দিয়ে কেউ এগিয়ে যাক ।খুব অল্প সংখ্যক মানুষ এই স্বভাবের বাইরে থাকতে পারে ।যুগে যুগে তারাই মহাপুরুষ হয়েছে,হচ্ছে,হয়ে যাবে ।।(প্রথম লাইনটা আমার স্কুল জীবনের প্রিয় শিক্ষক জাবেদ স্যারের ।পরের লাইনগুলি আমার লেখা)
বাংলাদেশের মতো একটি
উন্নয়নশীল দেশে নানা
বিষয়ে বৈষ্যম্য প্রকট ।
আজ কতিপয় বৈষ্যম্য
সম্পর্কে জানবোঃ-
১।
পাছা বৈষ্যম্যঃ
বাংলাদেশে পাছা বৈষ্যম্য
প্রকট রূপ ধারণ করেছে ।
পাছার ব্যবহার একই
রকম হলেও অর্থ ও
সামাজিক বৈষ্যম্য বিদ্যমান ।
যেমন-
বস্তির মেয়েটির পাছার
মূল্য ১০০ টাকা আবার
শহরের মেয়েদের পাছার
মূল্য হাজারের উপর ।
বোনাস হিসেবে বস্তির
মেয়েরা পায় বেশ্যা,মাগী
ইত্যাদি খেতাব আর
শহরের মেয়েটি পায়
আধুনিকা,স্মার্ট আর
গর্জিয়াস গার্ল খেতাব ।
পাছার এই বৈষ্যম্য
দিনদিন বাড়ছেই ।
পাছা বৈষ্যম্য বাংলাদেশের
অন্যতম সমস্যা কিন্তু
এই সমস্যার কথা উঠে
আসেনা কারন সবাই
চায় সস্তায় পাছার ব্যবহার ।।
২।
খাদ্য বৈষ্যম্যঃ
বাংলাদেশে খাদ্য বৈষ্যম্যও
পাছা বৈষ্যমের মতোই
প্রকট ।
যেমন-
শহরে জন্ম নেওয়া একটি
শিশুর জন্য ডানো,নিডো,
হরলিক্স এটা সেটা খাদ্য
কেনা হলেও বস্তিতে জন্ম
নেওয়া শিশুটির কপালে
কঙ্কালসার মায়ের বুক
বেয়ে ফোঁটায় ফোটায়
পড়া সামান্য দুধ ছাড়া
কিছুই জোটেনা ।
শহরের ১ থেকে ১৬
বছরের শিশুর জন্য
হরলিক্স ব্যবস্থা করা
হলেও বস্তির শিশুটির
জন্য ডাল ভাত ছাড়া
আর কিছুই জোটেনা ।
ঈদ-পার্বণে শহুরের
মানুষ পোলাও কোর্মা
পেলেও দেশের একটি
বিরাট জনসংখ্যার চুলায়
ডাল-ভাত ছাড়া কিছুই
জ্বলে না ।
খাদ্য বেষ্যম্যের জন্য
সাধারনত এদেশের
রাজনীতিবিদরা দায়ী ।
দেশের দুই-তৃতীয়ংশ
অর্থই তাদের পকেটে ।
বাকী এক অংশ দিয়ে
কোটি কোটি মানুষ
কাড়াকাড়ি করে ।
৩।
পোশাক বৈষ্যম্যঃ
খাদ্য,পাছার মতোই
পোশাক বৈষ্যম্য দিনদিন
বাড়ছে ।
শহরের একটি মেয়ে
একটার জায়গা ৫ টা
জামা কিনছে কিন্তু
গ্রামে একটি মেয়ে
একটা পায়জামা আর
ছেঁড়া থ্রি পিছ দিয়ে
কৈশোর পার করছে ।
শহরের মেয়েটি পিরিয়ড
চলাকালীন দামী ব্রান্ডের
দ্রব্য ব্যবহার করলেও,
বস্তির মেয়েটির কপালে
ত্যানা ছাড়া কিছুই
জোটেনা ।
আবার ধনীর দুলালী
মেয়ে পাছা,স্তন পোশাকের
মাধ্যমে যেভাবে ফুটিয়ে
তোলে তা বিরল ।
আজকে পরীক্ষা দিয়ে
বের হয়ে কলেজ গেটে
একটি মেয়েকে দেখে
ক্ষণিকের জন্য আমার
চেতনা দন্ডে সাড়া
জেগেছিলো ।
হায় রে মাইয়া,
এমন পোশাকই পরছে
যে সে হাঁটার সাথে
সাথে তার বুক ও পাছায়
ঢেউ খেলে যাচ্ছে ।
আমি কোনোরকম নিজেকে
সামলিয়ে দ্রুত বাসায়
চলে এসেছি,
আমি আবার একটু
ঢিলা তো :-D
যাহোক,
ধনীর মেয়েদের টাকার
অভাব না থাকলেও তারা
স্তন,পাঁছা দেখাচ্ছে আর
বস্তির মেয়েটি পোশাকের
অভাবে ছেঁড়া কাপড়
দিয়ে স্তন ঢাকার চেষ্টা
করছে ।
এই হচ্ছে অবস্থা ।
হায় রে বাংলাদেশ !
৪।
চাকরী বৈষ্যম্যঃ
এই দেশের বিশাল
যুব সম্প্রদয়ই বেকার ।
বেকার থাকাটাই স্বাভাবিক ।
এদেশে চাকরীর ক্ষেত্রে
৪৫ ভাগ হচ্ছে মুক্তিযোদ্ধা
কোঠা,৫ ভাগ প্রতিবন্ধী
আর ৫ ভাগ আদিবাসী
কোঠা আছে ।
বাকী থাকে ৪৫ ভাগ ।
এই ৪৫ ভাগ আবার
চলে যায় ঘুষখোর আর
দাতাদের দোয়ারে ।
অথচ দেশের বেকার
সমাজের একটা বড়
অংশই ঘুষ দিতে অক্ষম ।
৫।
মেধা বৈষ্যম্যঃ
আমাদের দেশে এতো
ইঞ্জিনিয়ার অথচ পদ্মা
সেতুর ডিজাইন করে
জাপান আবার এতো
এতো ডাক্তার অথচ
চোখ পরীক্ষা করাতে
হাসিনা-খালেদা সিঙ্গাপুর
যায় ।
আবার দেশে অসংখ্য
যোগ্য মেধা থাকতেও
দেশের বড় বড় পোস্টগুলিতে
চোর-বদমায়েশে পূর্ণ ।
আমেরিকার প্রেসিডেন্ট
বারাক অভাবা এক ডলার
সরাতে না পারলেও এদেশের
একজন কেরানী ঠিকই
হাজার হাজার টাকা মারছে ।
আপনি মেধাবী,আপনি
যোগ্য,আপনি সৃজনশীল,
আপনার টাকা নাই তাহলে
আপনাকে চোদার টাইম
কর্ম-কমিশনের নাই ।
চোর হও,ঘুষ দে,
চোদনা হও তাহলে দাম
পাবে,
মেধাকে বাংলাদেশে ঠাপানো
হয় ।
মেধা বৈষ্যম্য প্রকট ।
আর কি বলবো !
আপাতত কোনো বৈষ্যম্যের
কথা মনে পড়ছেনা ।
সবসময়ই কামনা করি,
এই বৈষ্যম্যগুলির অবসান
হোক,
মানুষ হোক মানুষের জন্য ।
ভূপেন হাজারীকার একটা
গান মনে পড়ছে-
মানুষ মানুষের জন্য,
জীবন জীবনের জন্য...।
ধন্যবাদ ।।
২| ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২২
জারাহ বলেছেন: সুন্দর কবিতা
৩| ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৯
বিপরীত বাক বলেছেন: আরও আছে।।
কেউ বৈষম্যের বিপক্ষে চিল্লাপাল্লা করছে,, কেননা বৈষম্য তাকে বঞ্চিত করেছে।।
আবার কেউ বৈষম্যের পক্ষে সাফাই গাইছে,, কেননা বৈষম্য তাকে লাভবান করেছে।।
তাই বৈষম্যের বৈষম্য টা সবার আগে থামান।। অন্য বৈষম্য এমনিতেই চলে যাবে।।
( *** মেধাকে বাংলাদেশে ঠাপানো
হয় ।))
৪| ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১
নাবিক সিনবাদ বলেছেন: কথা সইত্য
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৪
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লেখছেন ।