![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমেই বলে নিচ্ছি পোস্টটি কপি করা --
পড়ে ভাল লেগেছিল তাই সেয়ার করলাম ----
মহাকাশে আমেরিকার স্যাটেলাইট আছে ১৬১৬ টি
পাশের দেশ ভারতের স্যাটেলাইট ৮৮ টি
পাকিস্তানের স্যাটেলাইট আছে ৩ টি ।
মহাকাশে কেনিয়ার মতো দেশের স্যাটেলাইট আছে ১ টা।
ফুটবলের দেশ আর্জেন্টিনার স্যাটেলাইট আছে ১৮ টি । ব্রাজিলের আছে ১৭ টি ।
সাউথ কোরিয়ার আছে ২৭ টি । স্পেনের আছে ২৪ টি । থাইল্যান্ডের আছে ৯ টি । জাপানের প্রায় ১৭২ টি ।
পরমানু অস্ত্রের তালিকা করলে দেখা যায় সব থেকে বেশি পরমানু অস্ত্র আছে সুপার পাওয়ার রাশিয়ার । প্রায় ৭ হাজারের উপর । এরপর লিস্টে আসে আমেরিকা । প্রায় সাড়ে ৬ হাজার পরমানু অস্ত্রের অধিকারী আমেরিকা (৬৬৫০ টি )
ভারত এবং পাকিস্তানের পরমানু অস্ত্র যথাক্রমে ১৩০ এবং ১৪০ টি করে । ইসরাইলের আছে ৮০ টি । আর ফ্রান্সের হাতে ৩০০ টি করে আছে । চীন এবং উত্তর কোরিয়ার আছে যথাক্রমে ২৭০ টি এবং ১৫ টি করে নিউক্লিয়ার উইপন্স ।
মহাকাশে রুশ স্যাটেলাইট কয়টা আছে সেটা নিয়ে দ্বিমত থাকলেও ধরে নেয়া যায় এই সংখ্যা ১৪২ এর আশেপাশে হবে । ২০১৬ সালে রাশিয়া মহকাশে আরো ৭৩ টি মাইক্রোস্যাটেলাইট উৎক্ষেপণ করে ।
উইকিপিডিয়া ঘাটলেই দেখবেন ব্যালাস্টিক সাবমেরিন আছে এরকম ৬ টা এলিট দেশের তালিকায় ভারতের নাম আছে । জাপান শান্তিপ্রিয় দেশ হয়েছে ২য় বিশ্বযুদ্ধের পর থেকেই । সেই জাপান ১৬ টা সাবমেরিন তৈরি করেছে। ইন্ডিয়ার আছে ১৬ টা আর ইরানের আছে ৩১ টা করে সাবমেরিন ।
রাশিয়া নিজের সাবমেরিন নিজেই বানায় । এখন পর্যন্ত আছে ৬৩ টি। চীনের আছে ৬৯ টা। অবরোধের মধ্যে থেকে উত্তর কোরিয়া ১৫ টা পরমানু বোমা আর ৭৮ টা সাবমেরিনের অধিকারী ।
স্বাধীনতার ৪৭ বছরে এসে একটা দেশ পড়ে আছে ফুটবল আর ক্রিকেটের উন্মাদনা নিয়ে । ক্রিকেটে আমাদের অবস্থান ভালো হইলেও ফুটবলে আমাদের র্যাঙ্কিং হইলো ১৯৭ ।
৪৭ বছর বয়সী দেশটার একটা ক্যাম্পাসও সারাবিশ্বে ১০০ সিরিয়ালে ঢুকতে পারে নাই ।
লাল বাস আছে, শাটল আছে, প্যারিস রোড আছে, সংস্কৃতির রাজধানী আছে । সবই আছে । শুধু নাই সাইন্টিফিক মেধা । যে মেধা দিয়ে একটা দেশ এগিয়ে যেতে পারে ।
ভারতে মাহিন্দ্রা , মারুতি সুজুকির মতো ব্রান্ড তৈরি হইলেও আমাদের দেশে এক ""প্রগতি "" ছাড়া আমি কোন ব্রান্ড পাই নি । সেই প্রগতি আবার গাড়ি বানায় না । তারা গাড়ির পার্টস জোড়া লাগায় ।
অথচ দেশে আছে বুয়েট , রুয়েট , চুয়েটের মতো প্রতিষ্ঠান । ঢাবির মতো প্রতিষ্ঠান আবিস্কারের জন্য বিখ্যাত নয় । তারা বিখ্যাত আন্দোলনের জন্য । যে কোন অধিকার আদায়ের সংগ্রামে ঢাবির ছেলেরা গিয়ে রাস্তা ব্লক করে । সেটা নিউজ হবে । জাস্ট এইটুকু। অথচ সুযোগ দিলে এই ঢাবি বিশ্বের ১০০ ক্যাম্পাসের মধ্যে যাওয়ার যোগ্যতা রাখে ।
আমাদের ছেলেরা বুলেট ট্রেনের নকশা করে কিনা জানি না । তবে জাপানের বুলেট ট্রেন নিয়ে একটা প্রতিবেদন দেখেছিলাম । সেখানে বলা হয়েছিল জাপানীরা যাতায়াত ব্যাবস্থাকে এতোটা সংক্ষিপ্ত করে এনেছে যে জাপানের যে কোন জায়গা থেকে টোকিওতে যেতে মাত্র ১ ঘন্টা সময় লাগে । সবই সুপার ফাস্ট বুলেট ট্রেনের বদৌলতে ।
আমরা ক্রিকেট খেলি, বিশ্বকাপের পতাকা বানাই, ইউটিউবার বানাই । র্যাংকিং নিয়ে ফাইট করি । দেশটাকে সুযোগ দেন । দেশটা এগিয়ে যাক । প্লিজ ...
যেন ২০ বছর পরে আমরা বলতে পারি , আমাদের আছে বঙ্গবন্ধু সিরিজের ৪ টা মিলিটারি স্যাটেলাইট । আছে ১০ টা সাবমেরিন । আমাদের পরমানু প্রকল্প আছে । আমরা কারো কাছে মাথা নত করতে আসি নাই ।
আমাদের ও স্বপ্ন দেশটাকে ওনেক ওপরে দেখার,,
অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়ার....!
Copy from: Click This Link
২| ১২ ই মে, ২০১৯ সকাল ৯:১৪
চাঁদগাজী বলেছেন:
আপনি লেখেননি, পড়ে ভালো লেগেছে, সেজন্য পোষ্ট করেছেন; পোষ্টের শেষদিকে বলা হয়েছে "সুযোগ দিতে"; সুযোগ দিলে, ২০ বছর পর, অনেক কিছু হবে; এখন বলুন, সেই "সুযোগ"টা কিসের সুযোগ, কিভাবে সেটা দেয়া সম্ভব, কিভাবে সেটাকে কারা ব্যবহার করে জাতিকে উন্নত করবে?
৩| ১২ ই মে, ২০১৯ সকাল ৯:২৬
কলাবাগান১ বলেছেন: দেশের একটাই স্যাটেলাইট আর তাকেই কত টিটকারী??? আজই একজন হেভিওয়েট ব্লগার (যার মতে স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদ এর সংখ্যা একটা 'মিথ' কেন দেশের বিশ্ববিদ্যালয় কোন র্যাংকিং এ নেই সেখানেও টিটকারী দিলেন
"নাসা তাদের স্পেস কনট্রোল স্টেশন বাংলাদেশে বসাবে "...
লিখা সহজ.. টিটকারী দেওয়া সহজ..কিছু আবিস্কার করা কঠিন....
বাংগালী টিটকারী দিতেই ব্যস্ত...আবিস্কারক হবে কখন..
৪| ১২ ই মে, ২০১৯ সকাল ৯:২৬
আপেক্ষিক মানুষ বলেছেন: যে দেশের ছাত্রদের প্রথম টার্গেট থাকে বিসিএস তারা আর কি আবিষ্কার করবে ভাই?
৫| ১২ ই মে, ২০১৯ সকাল ১০:৪৭
আহমেদ জী এস বলেছেন: রায়হানুলহক,
সংকলিত লেখাটির জন্যে ধন্যবাদ।
লেখাটিতে লেখক যে প্রত্যাশা করেছেন তা হবার নয় কষ্মিনকালেও। যে দেশের মাটিতে শিক্ষিত-অশিক্ষিত, মেধাবান-মেধাহীন, রাজনীতিবিদ-আমজনতা, ইউটিউবার-বুয়েটিয়ান, ড্রাইভার-হেল্পার, পথচারী-গাড়ীধারী, বিক্রেতা-ক্রেতা প্রায় সবাই-ই কাকের মতো চালাক কিন্তু চোখ বুজে ময়লা খায়, সেখানের বাঁজা জমিতে কোনও ধরনের ফসলের আশা করাই বৃথা।
বলবেন- আমি নেতিবাচক। কিন্তু ইতিবাচকরাও নিজেরাই জানেন আসলে সত্যটা কি। অন্যের কাছে নিজেদের ভাবমূর্তি মহান করে তুলতে তারা সত্যটি জেনেও এমন ইতিবাচক সাজেন যা একধরনের হিপোক্রেসী-ই !!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৬| ১২ ই মে, ২০১৯ সকাল ১১:৪৫
হাসান কালবৈশাখী বলেছেন:
শুরুতে ১০ টি চ্যানেল চালু হওয়ার পর আজ থেকে দেশের সবগুলো টিভি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সমপ্রচার কার্যক্রম শুরু করেছে। টিভি চ্যানেলগুলো আগে যে দামে ব্যান্ডউইথ কিনত এখন সেই দামই দেবে। প্রতি মেগাহার্ডজ দুই হাজার ডলার করেই পরিশোধ করবে তারা। প্রতিটি টিভি চ্যানেলের ৪ থেকে ৬ মেগাহার্ডজ লাগে। এতে বছরে ২০ মিলিয়ন ডলার পাবে সরকার। এছাড়া রাষ্ট্রের সেভ হবে আরো ২০ মিলিয়ন ডলার (যেটা প্রতি বছর দেশের বাইরে চলে যেত)
এছাড়া সরকার বেসরকারি ব্যাংকের সবগুলো এটিএম বুথ আর অনলাইনে অর্থ লেনদেন বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর আওতায় আনা হয়েছে। বেকআপ হিসেবে আগের কেবল সংযোগও থাকবে।
বাংলাদেশ ছিল ৫০ তম স্যাটেলাইট অউনিং দেশ।
সম্প্রতি পাশের দেশ নেপালও স্যাটেলাইট পাঠিয়ে ৫১ তম হয়েছে।
সেখানে সবাই গর্বিত হয়েছে। কোন কান্নাকাটি হয়নি।
কারণ নেপালে 'ফাজিল' মাদ্রাসা নেই, এত 'ফাজিল' পাস নেই। বিশ্ববিদ্যালয় থেকে পাস করা ফাজিলও পয়দা হয় না।
৭| ১২ ই মে, ২০১৯ রাত ১০:৩১
রাজীব নুর বলেছেন: আমাদের দেশ তো দুষ্টলোকেরা নষ্ট করে দিয়েছে।
৮| ১২ ই মে, ২০১৯ রাত ১১:২৭
মাহমুদুর রহমান বলেছেন: আমাদের দেশে তো কেউ কিছু আবিষ্কার করতে উদ্যমী হলে তাকে রুখে দেয়া হয়।
৯| ১৩ ই মে, ২০১৯ রাত ১:২৩
নতুন বলেছেন: আমাদের দেশে আমরা কাজের চেয়ে কথা বেশি বলি...
আর অপরের দোষ বেশি খুজি...
কি নাই কি পাইনাই, সেটা ভাবে কিন্তু নিজে কি করেছি সেটা নিয়ে ভাবি না।
আপনি সেয়ার করেছেন ভালো...
কিন্তু এই সমস্যার কি সমাধান হতে পারে সেটা নিয়ে নিজে লেখা শুরু করুন.... নিজের জায়গায় থেকে দেশ প্রেম নিয়ে কাজ শুরু করুন.... তবেই দেশ পাল্টে যাওয়া শুরু হবে....
বিশ্ব ভ্রমনের শুরুটা কিন্তু এক কদম বাড়িয়েই শুরু হয়। দেশের একজন একজন করেই পাল্টে যাবে... যদি ভাবনাটা ছড়িয়ে দেওয়া যায়।
১০| ১৩ ই মে, ২০১৯ রাত ৩:২৮
আবদুল মমিন বলেছেন: স্কাইপি থেকে শুরু করে মেয়েদের চায়া ব্লাউজ সব ই দিলাম আর কি চাই তোমাদের ?
১১| ১৩ ই মে, ২০১৯ ভোর ৪:০২
কলাবাগান১ বলেছেন: এই ফাজিল মমিন মার্কা লোকেরা কোথায় কে কি বলল তা নিয়ে টিটকারী করে কিন্তু কোথায় কে কি করল তা নিয়ে কথা বলে না....নিজে কোনদিন এক ডলার ও দেশের জিডিপিতে যোগ করেছে কিনা সন্দেহ....শুধু কথায় জিডিপি বাড়ে না...কাজে বাড়ে।
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৯ সকাল ৯:০৫
কলাবাগান১ বলেছেন: যে দেশের লোকজন খালি চোখে চাদে সাঈদী কে দেখে, তারা আর যা করুক, সাবমেরিন বানাতে পারবে না।