![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বামপন্থী দলসমূহ
বামপন্থী দলগুলো বর্তমানে একেবারেই পিছনের সারিতে পড়লেও, বাংলাদেশের সূচনালগ্নে এই দলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল। অনেক দেশসেরা লেখক- সাহিত্যিক- বুদ্ধিজীবীর মতাদর্শ এবং স্বপ্ন ছিল একটি সমাজতান্ত্রিক সাম্যবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা। তবে সোভিয়েত ইউনিয়নের পতনের পর সমাজতন্ত্রের ব্যাপারে উৎসাহী মানুষ যেমন কমতে থাকে, তেমনি রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের সাড়ে তিন বছরের শাসনামলে রাষ্ট্রপতির প্রতিষ্ঠিত স্বৈরতান্ত্রিক সংগঠন বাকশালে(বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ- BAKSHAL) যোগ দিতে অস্বীকৃতি জানাই। এই সময়ের পরে বামদলগুলো আর কখনোই কোমর সোজা করে দাঁড়াতে পারে নি।
তবে, চেতনার রাজনীতিতে তারা বেশ ভোকাল। পুঁজিবাদের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা ও সাম্যবাদী সমাজের স্বপ্ন দেখানো তারা থামান নি। এখনও বাম বুদ্ধিজীবী সমাজের একটা বিশেষ আসন আছে। কিন্তু সমস্যা হল- ব্যক্তিগত সম্পত্তির অধিকার রহিত বা সীমাবদ্ধ করার ধারণাটি এখন আর মানুষের কাছে সমাদৃত হচ্ছে না। এটা যে আদর্শটা ব্যাকডেটেড হয়ে গেছে সেজন্য নয়- সামষ্টিক ভাবেই এদেশের মানুষ ভোগবাদী জীবনের দিকে ঝুঁকে পড়েছে আগের চে অনেক বেশি। সেই সাথে ধর্মীয় চেতনায় খুব উদ্বুদ্ধ না হলেও ধর্মীয় আচার- উৎসবগুলো পালনের ব্যাপারে এদেশের মানুষ বেশ passionate. সেটা যে ধর্মেরই হোক না কেন। ধর্ম ব্যাপারটিকে জোরেশোরে পালনের স্বীকৃতি দেয়া হবে না এরকম একটা ব্যবস্থার দিকে জনগণকে টেনে নেওয়া বেশ কঠিন ব্যাপার। এবং বর্তমান সময়ে প্রায় অসম্ভব।
সেই সাথে একটা ব্যাপার যে, টিকে থাকার স্বার্থেই আওয়ামী লীগের সাথে একটা সমঝোতায় আসতে হয়েছে বামদলগুলোকে, যেহেতু চেতনার দিক থেকে তাদের সাথেই কিছুটা মিল পাওয়া হয়তোবা সম্ভব। এভাবে তারা মানুষের কাছে এখন আওয়ামী লীগের পার্শ্ব সংগঠনের মত বিবেচিত হচ্ছে।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৯
আঁধার রাত বলেছেন: বাম এবং বেশ্যা এ দুটো শব্দের বানানে পাথর্ক্য থাকলেও কার্যকরনে কোন পাথক্য নাই।