নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা কিছু ভালো, সত্য ও সুন্দর; তার সাথে।

বরতমআন

সাগর কবির

বরতমআন › বিস্তারিত পোস্টঃ

ঘুরে আসার পর নাটোর-গাথা!!!

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৫



অফিস টুর এ রাজশাহী এসেছি। শুক্রবার কিছুটা সময় ফ্রি পেলাম। ভাবলাম পাশের জেলা নাটোর ঘুরে আসি। এর আগে কখনো নাটোর যাই নাই। নাটোরের কাঁচাগোল্লা , সন্দেশ, ক্ষীরশাপাত এর নাম বহুবার শুনেছি। আজকে ভাবলাম গরম গরম স্বাদ নিয়ে আসি।

কিভাবে যাবেনঃ

ঢাকা থেকে সরাসরি নাটোর এর বাস আছে। বাস কল্যাণপুর থেকে ছাড়ে। এছাড়া রাজশাী থেকে ছেড়ে আসা যেকোনো বাস নাটোরের উপর দিয়ে যায়ই। রাজশাহী বাস স্ট্যান্ড থেকে উঠলে হরিশপুর বাইপাসে নামতে হবে। আমি রাজশাহী বাস স্ট্যান্ড থেকে কুষ্টিয়া যশোরগামী একটা লোকাল বাসে উঠেছিলাম। বাস থেকে আমি হরিশপুর বাইপাসে নামি।







প্রথম গন্তব্য উত্তরা গনভবনঃ

বাইপাসে একটা ব্যাটারি চালিত টেম্পু ভাড়া করি মাত্র ৮০ টাকাই । গন্তব্য

দীঘিপটিয়া কলেজের লগোয়া উত্তরা গনভবন। হলদিগাছি বাইপাস হতে আধাঘণ্টা সময় লাগে গণভবন পৌছাতে।



গণভবন যেতে চোখে পরে নয়নাভিরাম সৌন্দর্য মণ্ডিত অপরূপ স্থাপত্য নাটোর জেলা stadium





গেটে টিকেট কেটে ঢুকতে হয়। টিকেট মূল্য ১০ টাকা। গাড়ি পাকিং এর সু ব্যবস্থা আছে। তবে টিকেট কেটে এর চারপাশ ঘুরে দেখা যায়।



গনভবন এর ভিতর ঘুরে দেখতে হলে আগে থেকে ডিসি অফিস হতে অনুমতি নিতে হয়। সাধারণ দর্শনার্থীরা গনভবণ এর চারপাশ ঘুরে দেখে। টিকেট কেটে ভিতরে ঢুকে এক সুবিশাল রাজবাড়ি যা উত্তরা গণভবন নামে পরিচিত। এর চারপাশে দীঘি বেষ্টিত এক অনুপম সৌন্দর্যের চরণ ূমি। দিঘী পার হইয়ে মূল রাজপ্রাসাদে যেতে আগে কাঠের সেতু ছিল। এখন কংক্রিটের সেতু হইছে। এর প্রবেশ মুখে একটি বিশাল কামান আছে। নাটোরের রানী ভবানি তাঁর তাঁর নায়েব দয়ারামের উপর সন্তুষ্ট হয়ে তাকে দিঘপতিয়া জমিদারি উপহার দেন। ১৭৩৪ সালে দয়ারাম এই রাজপ্রাসাদ নির্মাণ করেন। ১৮৯৭ সালে ভুমিকম্পে রাজ প্রাসাদ ধ্বংস হয়ে গেলে রাজা প্রমাথ নাথ রায় এটি পুননিরমান করেন।



দ্বিতীয় গন্তব্য রানী ভবানীর রাজবাড়ী ঃ



উত্তরা গণ ভবন থেকে সিএনজি করে রাজ প্রাসাদ যেতে ১০ মিনিটের পথ। ভাড়া সর্বোচ্চ ১০০ টাকা। সুবিশাল এই রাজবাড়ী সবার ভ্রমন করা উচিত।



নাটোরের কাঁচা গল্লাঃ



নাটোরে এসেছে , কিন্তু কাঁচা গোল্লার স্বাদ নেননি; এমন লোক কম পাওয়া যাবে। নাটোরে সব মিষ্টির দোকানে কাঁচা গোল্লা পাওয়া যায়। এর মধ্যে কালি বাড়ির মিষ্টির দোকান বিখ্যাত।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৭

সুমন কর বলেছেন: অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ।

২| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:০০

পরিবেশ বন্ধু বলেছেন: নাটুরের কাঁচা গোল্লা , বেশ করেছেন , না যেয়ে আমরাই মিস করলাম

৩| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৩

সাইফুর রহমান পায়েল বলেছেন: কাচা গোল্লার দাম কত?

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২৭

বরতমআন বলেছেন: ছানা কেজি ৩০০ টাকা।

৪| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪৩

রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: ভাল লাগলো :)

উত্তরা গণভবনের সামনের চা-টাও কিন্তু খেতে বেশ...

৫| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৪৭

মহিদুল বেস্ট বলেছেন: আমি নাটোরের পোলা

সব দেখা আছে -feeling- প্রাউড

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.