![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতীয় সম্প্রচার নীতি ২০১৪ মন্ত্রীপরিষদে অনুমোদন হয়েছে। এর প্রেক্ষিতে বর্তমানে সর্ব মহলে এটি নিয়া ব্যাপক আলোচনা হচ্ছে। অনেকে বলছেন, মিডিয়ার কণ্ঠ রোধ করার জন্য এটি প্রণয়ন করা হয়েছে। অনেকে এর মধ্যে দুরভিসন্ধি খুজে পাচ্ছেন। কিন্তু একটি ব্যাপার সবাই ভুল করছেন সেটা হল এটি কোন আইন নয়। এটি একটি নীতিমালা । বর্তমানে ইলেকট্রিক মিডিয়া পরিচালনায় কোন সরকারি নীতিমালা নেই। সরকার তাঁর দায়িত্ব পালনের জন্য একটি নীতিমালা প্রণয়ন করেছেন।
এটি বহুদিনের দাবি ছিল। এক এক মিডিয়া এক এক ভাবে তাদের পলিসি তৈরি করে। বাণিজ্য এর মূল লক্ষ্য। কিছু ক্ষেত্রে দেখা গেছে দেশের স্বার্থ , জনগণের স্বার্থ এখানে গৌণ। টেলিভিশন সাংবাদিকদের সঠিক প্রশিক্ষণ ও উন্নত মানের রিপোর্ট
তৈরির জন্য নীতিমালা তৈরি বহুদিনের দাবি। এরই ধারাবাহিকতাই আই নীতিমালা প্রণীত হয়েছে।
অনেকে নীতিমালার সাথে আইন কে গুলিয়া ফেলছেন। এটি কোন আইন নয়। এর ব্যাত্তই হলে কোন মামলার প্রভিসন ও থাকা সম্ভব না, এর জেল জরিমানার ভয়ই ও নাই। এতে টেলিভিশন ডিক্লারেসন বাতিলের প্রভিসন ও নাই। শুধু কি করা উচিত , কি করা উচিত না এই সম্পর্কে নীতিমালা দেয়া হয়েছে। যা অন্যান্য উন্নত দেশেও করা থাকে। সরকার শুধু তাঁর পদাঙ্ক অনুসরন করেছে।
তবে এক্ষেত্রে মিডিয়াকে স্বাধীন ভাবে কাজ করার সুযোগ দিতে হবে। মিডিয়া রাষ্ট্র যন্ত্রের ষষ্ঠ পিলার। রাষ্ট্রের বিবেক বলে পরিচিত। এই বিবেক বোধ জাতে দেশ প্রেমের মন্ত্রে আপ্লুত হয়ে কাজ করতে পারে তাই জাতীয় সম্প্রচার নীতির মূলমন্ত্র হওয়া উচিত।
©somewhere in net ltd.