নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা কিছু ভালো, সত্য ও সুন্দর; তার সাথে।

বরতমআন

সাগর কবির

বরতমআন › বিস্তারিত পোস্টঃ

সাক্ষ্য আইনে পরিবর্তন আসচ্ছে

১০ ই মে, ২০১৫ রাত ১১:৫৮

সাক্ষ্য আইনে পরিবর্তন আসচ্ছে

------------------------------
মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সাক্ষ্য আইনে পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। একই সঙ্গে কাগজে কলমে বিচারবিভাগ স্বাধীন হলেও বাস্তবে প্রশাসনের কাছে বাধা বলেও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তিনি বলেন, “নিম্ন আদালতে ২৮ লাখ মামলা বিচারাধীন রয়েছে। কীভাবে নিষ্পত্তি হবে। প্রশাসনের কারণে আমরা আরও পিছিয়ে যাচ্ছি। আমি আমার বিচারকদের বসতে জায়গা দিতে পারছি না। ষাটভাগ জেলায় আমরা কোর্ট বিল্ডিং নির্মাণ করতে পারছি না। তাই প্রশাসনকে বলব আপনারা আমাদের সঙ্গে সংঘাতে না জড়িয়ে সহায়তা করুন।“
তিনি আরও বলেন, “ হাইকোর্টে সরাসরি যে সকল মামলা অ্যাডমিরালিটি স্যুট, রিট দাখিল হয় সেখানে তো মামলায় এতো সাক্ষ্য আমরা গ্রহণ করি না। তাই দেওয়ানি মামলায় সাক্ষ্য আইনে পরিবর্তন এনে বাদী এবং বিবাদী পক্ষ অ্যাভিডেভিটের মাধ্যমে সাক্ষীদের সাক্ষ্য দিবেন। এরপর বিচারক তা পর্যালোচনা করে কোন কোন বিষয়ের ওপর জেরার সুযোগ দিবেন তা নির্ধারণ করবেন। তাহলেই সময় বাঁচবে। মামলা দ্রুত নিষ্পত্তি হবে। এ ব্যাপারে আমি আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করছি। খুব শীঘ্রই এ বিষয়ে একটি সেমিনার আয়োজন করা হবে।“
প্রধান বিচারপতি বলেন, ‘একটি ফৌজদারি মামলা ২০ বছরেও নিষ্পত্তি হচ্ছে না। নিষ্পত্তি না হওয়ার কারণগুলোর মধ্যে রয়েছে সাক্ষী না পাওয়া, বিদেশে যাওয়া, পুলিশী সাক্ষী বদলি হয়ে যাওয়া ইত্যাদি। তাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই সকল ক্ষেত্রে সাক্ষ্য গ্রহণের বিষয় ভাবা হচ্ছে। এ ব্যাপারে বিদেশি কিছু সংস্থার সঙ্গে আলোচনা চলছে।’

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.