![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হ্যাকিং শব্দটি শুনতে খারাপ লাগলেও এর কাজ কিন্তু খারাপ না।
কম্পিউটিংয়ে দক্ষ কিছু লোক তাদের জ্ঞানকে ভালো কাজে না লাগিয়ে বরং বিভিন্ন নিরাপত্তা সিস্টেমের দুবলর্তাকে কাজে লাগিয়ে ক্ষতিকার কাজে ব্যবহার করা শুরু করে । যারা অন্যের কম্পিউটারের তথ্য সংগ্রহ করে তারা হ্যাকার। এদেরকে দুভাগে ভাগ করা হয়। ১। এথিকাল হ্যাকার বা নীতিবান হ্যাকার। যারা ভাল উদ্যেশ্য নিয়ে কাজ করে। হ্যাকিং তাদের চাকরী বা কখনো কখনো শখ। ২।আর ্নন-এথিকাল বা অবৈধ হ্যাকারের কাজ হচ্ছে চুরি করা। কখনো নিজেই কখনো অন্যের পরামর্শে এবং সহযোগিতায়।
হ্যাকার সম্পর্কে সাধারন ধারনাঃযারা আপনার কম্পিউটারের পাসওয়ার্ড চুরি করে কিংবা আপনার একাউন্টের তথ্য চুরি করে। এটা একধরনের হ্যাকারদের কাজ। এছাড়াও আরো নানাধরনের হ্যাকার রয়েছে।
১.অনেক কোম্পানী বেতন দিয়ে হ্যাকার রাখে। তাদের কাজ কোম্পানীর নিরাপত্তা দেখা। মুলত এন্টি-হ্যাকার হিসেবে কাজ করে কিন্তু কাজের পদ্ধতি হ্যাকারের মতই। কিছু হ্যাকার কাজ করে শুধুমাত্র আনন্দ পাওয়ার জন্যই। কোন ওয়েবসাইট বা কারো একাউন্টে ঢুকতে পেরে নিজের কৃতিত্ব নিয়ে গর্ববোধ করে।
২.কিছু হ্যাকারের কাজ প্রতিবাদ করা। কোন কোম্পনীর বা রাজনৈতিক প্রতিবাদের অস্ত্র হিসেবে হ্যাকিং পদ্ধতি ব্যবহার করে। এদের জন্য প্রথম শব্দ তৈরী হয়েছে হ্যাকটিভিষ্ট।
৩. কিছু হ্যাকারকে টাকা দিয়ে নিয়োগ করা হয় ব্যক্তিগত বা ব্যবসায়িক কখনো কখনো রাষ্ট্রিয় তথ্য চুরির জন্য। এরা সবাই হ্যাকার।
এককথায়, যে কোন কারনেই হোক,
হ্যাকারের পরিচিতি তুলে ধরার জন্য কয়েকটা বৈশিষ্টঃ
. কোন ব্যক্তি যে কোন কম্পিউটার বা এধরনের সিষ্টেমের সাধারন কাজ করার পদ্ধতি পরিবর্তন করে আনন্দ পায়।
. সাধারন প্রোগ্রামিং এর বাইরে ভিন্ন ধরনের প্রোগ্রামিং নিয়ে আগ্রহি।
. যে ব্যক্তি হ্যাকিংকে লাভজনক (যে কোন অর্থে) মনে করে।
. যে ব্যক্তি দ্রুত ভাল প্রোগ্রাম তৈরী করতে পারে।
. কোন বিষয়ে দক্ষ প্রোগ্রামার। যেমন ইউনিক্সে দক্ষ প্রোগ্রামার অন্য সর্ত পুরন করলে সহজে হ্যাকার হতে পারেন।
. ক্রিয়েটিভিটি বিষয়ে যে সীমাবদ্ধতা পছন্দ করে না।
. যে অন্যের ক্ষতিকর সফটঅয়্যার ব্যবহার করে পাশওয়ার্ড, একাউন্ট ইত্যাদি থেকে গুরুত্বপুর্ন তথ্য সংগ্রহ করে। অনেক সময় এদেরকে ক্রাকার বলা হয়।
যারা এই নীতি মেনে চলেন তারা এথিকাল হ্যাকার, যারা মানেন না তারা আনএথিকাল হ্যাকার। যারা হ্যাকার হতে আগ্রহি তারা এই বিষয়ে পড়াশোনা করতে পারেন। হ্যাকিং শেখানোর বিভিন্ন ব্যবস্থা রয়েছে বিশ্ব জুড়ে। বৈধ তো বটেই, অবৈধ হ্যাকারদেরও স্কুল রয়েছে। এজন্য শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার পদ্ধতি, কৌশল ইত্যাদি শেখানো হয়।
২| ১৫ ই জুন, ২০১৫ সকাল ৯:২৭
আমি মিন্টু বলেছেন: ভালো জানলাম দেখি পারলে আমি হ্যাকিং স্কুলেভর্তি হমুনি ।
আর যদি কন মত হ্যাকিং শিখতে পারি তাহলে আগে সামুর মডুগো অ্যাকাউন্ট হ্যাক করবো ।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৫ সকাল ৯:০৭
সুমন কর বলেছেন: জানলাম।