নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা কিছু ভালো, সত্য ও সুন্দর; তার সাথে।

বরতমআন

সাগর কবির

বরতমআন › বিস্তারিত পোস্টঃ

ভারতে পিতৃ পরিচয় ছাড়াই সন্তানের অভিভাবকত্ব পাবেন মা

০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:০৩

পিতৃ পরিচয় ছাড়াই সন্তানের অভিভাবকত্ব পাবেন মা
==================================

বাবার দরকার নেই। অবিবাহিত মা চাইলে পিতার পরিচয় না দিয়েই সন্তানের অভিভাবকত্ব পেতে পারেন। ভারতের সুপ্রিম কোর্ট একটি মামলার রায়ে বলেছে অবিবাহিত মায়েরা চাইলে সন্তানের আইনী অভিভাবকের স্বীকৃতি পেতে পারেন।

এক্ষেত্রে বাবার সম্মতির কোনও প্রয়োজন নেই এবং বাবার নাম প্রকাশেরও কোনও প্রয়োজন নেই বলে জানিয়েছে দেশটির শীর্ষ আদালত।

সন্তানের অভিভাবকত্ব চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন একজন অবিবাহিত মহিলা। তাঁর দাবি ছিল তাঁর সন্তানের পিতাকে তিনি বিয়েই করেননি এবং তাঁর সন্তানের বাবা ওই সন্তানের কথা জানেননা। সে ক্ষেত্রে সন্তানের অভিভাবকত্ব একক ভাবে তাঁকেই দেওয়া হোক এমন দাবী ছিল ওই মহিলার।

কিন্তু দিল্লির ট্রায়াল কোর্ট ও দিল্লি হাইকোর্ট ওই মহিলার আবেদনের বিরুদ্ধে রায় দেয়।

সন্তানের অভিভাবকত্ব পেতে হলে বাবার নাম প্রকাশ করে তার সম্মতি প্রয়োজন বলে মহিলার আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট।

২০১১ সালে শীর্ষ আদালতে আবেদন করেন তিনি।

তাঁর যুক্তি ছিল, পাসপোর্টের ক্ষেত্রে পিতৃ পরিচয় জরুরি নয়, তাহলে সন্তানের অভিভাবকত্বে মায়ের অধিকার কেন স্বীকৃত হবে না?

সুপ্রিমকোর্ট দিল্লি ট্রায়াল কোর্ট ও হাইকোর্টের রায় খারিজ করে দিয়ে বলেন এবার থেকে পিতৃ পরিচয় ছাড়াই অবিবাহিত মায়েরাও সন্তানের অভিভাবক হতে পারবেন।

বিচারপতি বিক্রমজিৎ সেন ও অভয় মনোহর আজ রায় দেয়ার সময় বলেছেন, অবিবাহিত মায়েরা সন্তানের অভিভাবকত্ব নিতে গেলে মায়ের নামই যথেষ্ট, বাবার নাম প্রকাশের কোন প্রয়োজন নেই।

সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। -খবর বিবিসি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.