নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের সব রঙিন মূহুর্তগুলো এখন শুধুই দুই এনজেল এর মাঝে সীমাবদ্ধ হয়ে গেছে। তারা হাসলে আমি হাসি..তাদের বিন্দুমাত্র কষ্টে ভীষন ব্যথিত হই.. ব্যস্ততা যদিও দেয়না অবসর..তবু এক আধ টুকরো অবসরের মুহুর্তগুলো রাঙিয়ে দেয় ওরা দুজন..দে আর মাই ওয়ার্ল্ড..দে আর মাই ডটার..দ

এরশাদ বাদশা

দুই জমজ কন্যার গর্বিত বাবা...এটাই আমার পরিচয়..

এরশাদ বাদশা › বিস্তারিত পোস্টঃ

হারি-জিতি...তোমাদের সাথেই আছি....

০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৯

২০১২'র সেই ফাইনালের কথা মনে আছে। আজ সারা বাংলাদেশ তাকিয়ে থাকবে আমাদের বেঙ্গল টাইগার দিকে। জয়ের প্রত্যাশা করবে। প্রত্যাশা থাকটাই স্বাভাবিক। তবে আমরা আশায় বুক বাঁধতে পারি, ব্যস ওই পর্যন্তই। বাকীট নির্ভর করবে খেলোয়াড়দের উপর, অনেকটা ভাগ্যের উপরও। এটা ফাইনালের চিত্র। কিন্তু মনে রাখতে হবে এর আগ পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ নেহায়তই সাদামাঠা দল হিসেবেই ছিলো। এমনকি পুঁচকে আফগানিস্থান পর্যন্ত রেংকিং এর হিসাবে আমাদের উপরে। আরব আমিরাত, শ্রীলংকা এবং পাকিস্থান এর বিপক্ষে পরপর তিনটি জয় দলটাকে এমনভাবে বদলে দিলো, এখন বাংলাদেশ তো বটেই, বিশ্বের বিভিন্ন দেশের মানুষের বিশ্বাস বাংলাদেশ এর ফাইনাল জেতার সামর্থ্য আছে।
আমরা সবাই ওদের জন্য প্রার্থনা করি। আল্লাহতায়ালা যেন আমাদের সহায় হয়। সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, তামিম, তাসকিন, মাশরাফি, সাব্বির ওরা যেনো নিজেদের সেরা খেলাটা দিতে পারে। প্রত্যাশার ভারে যেন নুয়ে না পড়ে। ফাইনাল জিতলে সেটা হবে অসাধারন পাওয়া, না জিতলে ক্ষতি নেই। টি টোয়েন্টিতে নতুন যুগের সূচনা করা গেছে, এটাই বা কম কিসে???
২০১২'র সেই ক্ষত রেখে যাওয়া ফাইনালের কিছু ছবি দিলাম। ওদের মতো দেশপ্রেম যদি সবার থাকতো........




মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৯

বিজন রয় বলেছেন: অাজও কাঁদবো, তবে জিতে!!

০৭ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩০

এরশাদ বাদশা বলেছেন: দূর্ভাগ্য, হেরেই কাঁদতে হলো, কিন্তু ১৬ কোটি মানুষের ভালোবাসায় সিক্ত টাইগার বাহিনীকে শুভেচ্ছা, বেস্ট অফ লাক ফর দ্যা ওয়ার্ল্ড কাপ।

২| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০১

সাধারন বাঙালী বলেছেন: আপনার সাথে একমত।শুভ কামনা বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য।

৩| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৮

মহা সমন্বয় বলেছেন: স্বপ্নপূরণের ফাইনাল আজ :D

৪| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২০

আরজু পনি বলেছেন:

হারি জিতি সাথেই আছি।
:)
সহমত।

০৭ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৩

এরশাদ বাদশা বলেছেন: পোস্টটা প্রথম পাতায় যায়নি, আপুনি। ব্লগ কর্তৃপক্ষকে জানিয়ে কোন লাভ হয়নি, আমার পোস্ট প্রথম পাতায় যাচ্ছেনা। তারপরও ব্লগে এসে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। কাল আমাদের বাড়ির উঠোনে প্রজেক্টর লাগিয়েছিলা। পটকা, আতশবাজি, ভাইপো, ভাইজিসহ পাড়ার সব মানুষের সেকি উৎসাহ, উদ্দীপনা...কিন্তু পারলোনা টাইগাররা। কিন্তু তাতে বিন্দুমাত্র দমে যায়নি কেউই। বাংলাদেশ মাথা উঁচু করে বিশ্বের দরবারে নিজেদের উপস্থিতি জানান দিতে পেরেছে, এতেই খুশি।

৫| ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৩

এরশাদ বাদশা বলেছেন: ধন্যবাদ @সাধারন বাঙালি, মহা সমন্বয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.