![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুই জমজ কন্যার গর্বিত বাবা...এটাই আমার পরিচয়..
ব্লগে লেখার জন্য এখন হাত নিশপিশ করে, কিন্তু ব্লগ কর্তৃপক্ষের মনে হয় ঘুম ভাঙেনা। বুড়ো ব্লগার হিসেবে কি আমাদের কদর কমে গেলো নাকি । লেখা প্রথম পাতায় প্রকাশিত হবে বাটনটা সিলেক্ট করার পরও প্রথম পাতায় আসেনা। অনেকবার কমপ্লেইন জানিয়েছি, যেই লাউ সেই কদু।
০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৩
এরশাদ বাদশা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক পোস্ট লিখে প্রথম পাতায় না আসার কারনে, আমাকে আবার ড্রাফট করে ফেলতে হয়েছে। ক্ষোভ জমে গিয়েছিলো কর্তৃপক্ষের উপর।
২| ১১ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০১
শায়মা বলেছেন: কি বলো ভাইয়া? প্রথম পাতায় আসেনা!!!!
মনে হয় নতুন করে আবার নিক বানাতে হবে। এখন অনেক অনেক নিক বানানো যায় জানো? বানিয়ে ফেলো একটা। পুরোনোটা দিয়ে আর কি হবে বলো???
১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৮
এরশাদ বাদশা বলেছেন: বলো কি, সামুর সেই জন্মলগ্নের নিক এটা...
দেখলাম যে, পোস্টটা প্রথম পাতায় এসছে...নেক্সট একটা লেখা ট্রাই করে দেখবো, যদি প্রথম পাতায় না আসে..দ্যান হয়তো আর লেখাই হবেনা।
৩| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৬
শায়মা বলেছেন: না না এইবার নিশ্চয় ঠিক হয়ে যাবে । নো চিন্তা। শিঘরী পোস্ট দাও ভাইয়ু।
১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৪
এরশাদ বাদশা বলেছেন: পোস্ট দিলাম, দেখো প্রথম পাতায় গেলোনা। আর রিকেয়েস্ট করবোনা, এই শেষ। সত্যিই আমি হতাশ, কি করে এই ব্লগের অ্যাডমিন???????
৪| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৬
শায়মা বলেছেন: কেনো যাচ্ছেনা??? ফিডব্যাকে মেইল করো আবার নইলে জানা আপুকে মেইল করো ভাইয়া।
৫| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
আপনি আমাদের ব্লগে একজন পুরানো অভিজ্ঞ ব্লগার। আপনার পুনরায় ব্লগিং আগ্রহ প্রকাশ করায় আমরা সত্যি আনন্দিত। তবে প্রথম পাতায় পোস্ট প্রকাশ করতে গিয়ে আপনার সমস্যার কথা জেনে আমরা দুঃখিত। গত ৬ তারিখে পাঠানো আপনার মেইলটি আমরা পেয়েছি এবং তাৎক্ষনিকভাবে কোন সমস্যা আমরা খুঁজে পাই নি। তথাপি বিষয়টি নিশ্চিত হবার জন্য আমাদের ব্লগ টিম পুনরায় অনুসন্ধান করে দেখছে।
আপনার সুবিধার্থে জানাতে চাই যে, ব্লগারদের কাছ থেকে ফিডব্যাকের মাধ্যমে আমরা প্রতিদিনই অনেক অভিযোগ, মতামত, সমস্যা সংক্রান্ত ব্যাপারে মেইল পাই। গুরুত্ব অনুসারে প্রতিটি সমস্যার দ্রুত সমাধান দেয়ার চেষ্টা করি। এই ক্ষেত্রে যে সমস্যাগুলোর ব্যাপারে আমাদেরকে ব্লগাররা যথাযথভাবে জানান, তাদের সমস্যাগুলোই আগে সমাধানের জন্য নেয়া হয়। অসম্পূর্ন, খুবই সংক্ষিপ্ত ইমেইল অনেক সময় অর্থবহ হয় না।
পাশাপাশি, আপনার পোস্টের ভাষার ব্যাপারে দৃষ্টি আকর্ষন করছি। "ব্লগ কর্তৃপক্ষের উদাসীনতার তীব্র প্রতিবাদ জানাচ্ছি" - আপনার এই বক্তব্যটি সঠিক নয়। যে ধরনের মন্তব্যে ব্লগ সম্পর্কিত বিভ্রান্তি তৈরী হয়, সেই ধরনের মন্তব্যের ব্যাপারে সকলের সর্তক থাকা উচিত। আপনার কাছ থেকে দ্রুত নতুন পাওয়ার প্রতাশ্যা রইল। শুভ ব্লগিং।
@শায়মাঃ
ব্লগের যে কোন সমস্যার ব্যাপারে আপনি অনুগ্রহ করে জানা আপাকে মেইল করার পরামর্শ দেয়া থেকে বিরত থাকুন। আপনি নিজে এবং অন্য ব্লগাররা যদি ব্লগ সংক্রান্ত কোন সমস্যার মুখোমুখি হন, তাহলে ফিডব্যাকে অনুগ্রহ করে মেইল করুন। ফিডব্যাক আমাদের অফিসিয়াল মেইল।
১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৪
এরশাদ বাদশা বলেছেন: ''পোস্ট প্রথম পাতায় যাচ্ছেনা। বামপাশের বাটনটা(প্রথম পাতায় প্রকাশিত হবে) ওটাতে টিক দেওয়ার পরও কাজ হচ্ছেনা। কিংবা অভিযোগ জানানোর পর দেখা গেলো টেস্ট পোস্টটা প্রথম পাতায় আসলো, কিন্তু মৌলিক লেখা পোস্ট করতে গিয়ে একই বিপত্তি''
এই ছিলো অভিযোগ। এর চেয়ে ডিটেইলস আর কিভাবে লেখা যায়?? আমার ভাষার কাঠিন্য যেটা আপনাদের নজরে এসেছে, সেটা প্রত্যাশিতই ছিলো। কারন প্রায় একমাস ধরে আমি লাগাতার ফিডব্যাকে অভিযোগ জানিয়েই যাচ্ছি। আরিল্ডকে যে মেইল দিয়েছিলাম, সেটার কোনো জবাব পাইনি। ব্লগটাকে ভালোবাসি, এটা নতুন করে জানানোর কিছু নেই। পুরোনো ব্লগার বলে যে বেশি কিছু চাই, তাও না। নিজের ভাবনাগুলোকে মানুষের কাছে তুলে ধরার জন্য এই ব্লগেরই দ্বারস্থ হই। সামান্য একটা সমস্যা আমলে নিতেই যদি একমাসের বেশি সময় লেগে যায়, তাহলে?
শায়মার প্রতি যে পরামর্শ দিলেন, তাতে করে মনে হলো, জানাপুকে মেইল করা মনে হয় অপরাধের পর্যায়ে পড়ে যায়!!!! জানা'পু এই ব্লগে একজন ব্লগারের মতোই অ্যাকটিভ ছিলেন বলে জানি। আমার ফিডব্যাকে কাজ না হওয়াতেই সে আমাকে ওই পরামর্শ দিয়েছিলো। তাছাড়া আমি নিজেও তো জানাপুর মেইল আইডি খুঁজছিলাম তার সাথে যোগাযোগ করার জন্য। শায়মাযে প্রত্যেককে জানাপুর মেইল আইডি দিয়ে বেড়ায়, এই কথাই বা আপনার মনে হলো কেন??????
পরিশেষে সময় ব্যয় করে আমার অভিযোগের জবাব দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
৬| ১৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
শায়মা বলেছেন: @ এরশাদ বাদশাভাইয়া
ভাইয়া মনে হয় তোমার সমস্যার সমাধান হয়েই গেছে। তাই আমি খুশী। আর যাই বলো আর তাই বলো আমার ধারণা জানা আপুকে মেইল করার পরই সেটা হয়েছে। আমি তোমাকেই এইখানে জানা আপুর মেইল আইডি দিতে পারতাম। কিন্তু দেইনি কারণ সেটা ঠিক হবে না বলেই মনে হয়েছিলো। তার বদলে আমি দুইখানেই মেইল করেছি। জানা আপুকেও, ফিডব্যাকেও। যাই হোক সবচেয়ে আসল কথা তোমার সমস্যাটা মিটেছে। তাই আমি খুশি।
@ কাল্পনিক ভালোবাসা।
(ব্লগের যে কোন সমস্যার ব্যাপারে আপনি অনুগ্রহ করে জানা আপাকে মেইল করার পরামর্শ দেয়া থেকে বিরত থাকুন। )
এই পরামর্শ আমি যখন থেকেই এই ব্লগে আছি তখন থেকেই অনেককেই দিতে দেখেছি। আর এও জানি জানা আপু সবার মেইলই পড়েন এমনটাই শুনে থেকেছি। এমনকি এরশাদভাইয়ার এক কমেন্টের জবাবে এই ব্লগের অনেক অনেক পুরান ব্লগার উদাসী স্বপ্ন ভাইয়াও সেদিন একই কথাই বলেছে। কাজেই শুধু আমি না, অনেকেই এমন পরামর্শ দিয়ে থাকে। আর জানতাম না এটা নীতিমালা বিরোধী কাজ। যদি জানা আপু বিরক্ত হন কারো মেইলে তো সেই মেইল পড়বেন না বা তাকে ব্লক করে দেবেন বাট কাউকে পরামর্শ দেওয়া যাবেনা বা নিজেও করা যাবেনা এটা জানা ছিলো না।
(আপনি নিজে এবং অন্য ব্লগাররা যদি ব্লগ সংক্রান্ত কোন সমস্যার মুখোমুখি হন, তাহলে ফিডব্যাকে অনুগ্রহ করে মেইল করুন। ফিডব্যাক আমাদের অফিসিয়াল মেইল। )
এই ফিডব্যাক কেমন অফিসিয়াল মেইল আমি জানিনা তবে এরশাদভাইয়ার একমাস ধরে লাগাতার অভিযোগটা খতিয়ে দেখলেই মনে হয় এই অফিসিয়াল মেইলের সমস্যাটা কোথায় খুঁজে পাওয়া যাবে। এমন অভিযোগ আরও অনেককেই করতে দেখেছি।
যাইহোক আমি আমার সমস্যার জন্য জানা আপুকে মেইল করবো। আপু চাইলে পড়বে নাইলে নাই।
১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৮
এরশাদ বাদশা বলেছেন: শায়মা- ব্লগে একসময় প্রচুর সময় ব্যয় করতাম। পুরোনো ব্লগাররা একে একে ব্লগ ছেড়ে চলে যাচ্ছিলো দেখে তাদের ফেরানোর জন্য আমি একটা উদ্যোগ নিয়েছিলাম। জল অনেক দূর পর্যন্ত গড়িয়েছিলো। একটা পর্যায়ে জানাপুর নিক থেকে এই ইস্যূতে সরাসরি আমার সাথে ইন্টারঅ্যাকশন হয়েছিলো। জানাপুকে যতোদূর জানি, তিনি সময় নিয়েই ব্লগারদের সমস্যাগুলো দেখেন। কাল্পনিক ভালোবাসা নামের নিকটা যদি অ্যাডমিন হয়ে থাকে, তবে তার এই মন্তব্যটা আমার ভালো লাগলোনা।
যাহোক, এখনো পর্যন্ত পোস্ট দিয়ে দেখিনি, সমস্যা আদৌ সমাধান হলো কিনা, তবে তোমার বিচক্ষনতার জন্য আবারো ধন্যবাদ জানাতেই হয়। ভাগ্যিস, ব্লগে জানাপুর মেইল আইডি দাওনি, নইলে ভাবসাব দেখে মনে হচ্ছে, যদি আইডি দিয়ে দিতে, তাহলে তোমাকে জেনারেলই করে দেয়া হতো।
৭| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৭
শায়মা বলেছেন:
এহ আমাকে জেনারেল করবে কেনো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আর সবচেয়ে বড় কথা কাউকে এই বুড়িকালে আর বলা লাগবেনা কোনটা করবো আর করবো না। ব্লগে তো আমিও কম দিন নেই। এখন কি রুল পালটেছে না পাল্টাইনি সেও আমার জানা আছে। আমি জানিই কোনটা করা যাবে আর কোনটা করা যাবেনা আর তাই এইখানে জানা আপুর আইডি দেইনি। তার বদলে নিজেই মেইল করেছি।
যাইহোক কাল্পনিক ভালোবাসা আমাদের এ্যাডমিনভাইয়া। আর তুমি যেটা বললে সেটাও একদমই সত্যি বলেই জানি। জানা আপু তিনি সময় নিয়েই ব্লগারদের সমস্যাগুলো দেখেন।
ভাইয়া আজ কালের মধ্যেই পোস্ট দাও। টেস্ট পোস্টও দিতে পারো শিঘ্রী শিঘ্রী।
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২০
চাঁদগাজী বলেছেন:
প্রথম পাতায় এসেছে আপনার পোস্ট; মানুষের জীবন নিয়ে লিখুন।