নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের সব রঙিন মূহুর্তগুলো এখন শুধুই দুই এনজেল এর মাঝে সীমাবদ্ধ হয়ে গেছে। তারা হাসলে আমি হাসি..তাদের বিন্দুমাত্র কষ্টে ভীষন ব্যথিত হই.. ব্যস্ততা যদিও দেয়না অবসর..তবু এক আধ টুকরো অবসরের মুহুর্তগুলো রাঙিয়ে দেয় ওরা দুজন..দে আর মাই ওয়ার্ল্ড..দে আর মাই ডটার..দ

এরশাদ বাদশা

দুই জমজ কন্যার গর্বিত বাবা...এটাই আমার পরিচয়..

এরশাদ বাদশা › বিস্তারিত পোস্টঃ

এতো অাঁধার আগে দেখিনি....

২২ শে মে, ২০১৭ সকাল ১১:৫৭

রাস্তায় কুকুরের মতো যখন মানুষ মানুষকে পেটাচ্ছিলো, জীবন্ত মানুষকে পেট্রল বোমায় যখন ঝলসে দেয়া হয়েছিলো, গুম খুনের বিভীষিকায় যখন দেশ রাহু গ্রাসের কবলে পড়েছিলো, তখনও এতো অন্ধকার দেখিনি।
ধর্ষনের মহোৎসবের কর্কশ ঘন্টাধ্বনি, ধর্ষকের বিভৎস শীৎকারে দেশ অাজ নিকষ কালো আঁধারে নিমজ্জিত। সকালের সূর্য্যোদয়ের মতো নৈমত্তিক বিষয় হয়ে উঠা এ মহামরি নিয়ে সরকারের কোনো পর্যায় থেকে উদ্বেগ এর বার্তা শোনা যায়না। প্রধানমন্ত্রী প্রত্যেক ভাষনেই বিএনপির বিষেদগার করেন, কিন্তু দেশ যে ধর্ষনের অভয়ারন্য হয়ে উঠেছে, তা নিয়ে নেই কোনো হুঁশিয়ারী। ধর্ষনের প্রতিবাদে মানুষ সোচ্চার হবে, সরব হবে সামাজিক মাধ্যম, মানুষ নেমে অাসবে রাস্তায়; তবেই প্রশাসনের চৈতন্যদোয় হবে, নেবে ব্যবস্থা; এ যেন নিয়মে পরিণত হয়েছে। কেন???
সাম্প্রতিক বনানীর ২ তরুনীর বেলায়ও এর ব্যতয় হয়নি। ঘটনার ৩৭ দিন পর ভীত সন্ত্রস্ত মেয়েগুলো মামলা করতে গেলে তাদের সাহায্য করার বদলে উল্টো ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কেন? কেন ধর্ষিতার সর্বোত্তম সাহায্যের জন্য আলাদা একটা ফোর্স থাকবেনা, যেরকম ৭১র হত্যা ধর্ষনের বিচারের জন্য ট্রাইব্যুনাল কাজ করছে। সব ধরনের ধর্ষনর বিচার তো একই মাপকাঠিতে হওয়া উচিত।
খবরের কাগজে ধর্ষনের খবর পড়তে পড়তে চোখের সামনে নিকষ কালো অন্ধকার নেমে আসে। ৩ বছরের শিশু থেকে ৬০ বছরের প্রৌড়া; ধর্ষকের চোখে যদি এক হতে পারে, তবে তাদের বিচারটাও একই হওয়া উচিত। প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডে অথবা ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু!!
অন্ধকার মুক্ত হোক সোনার বাংলা!!!

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৭ দুপুর ১২:১৮

মানবী বলেছেন: ওহ্!!!!! কনগ্র্যাচুলেশনস ভাইয়া :-)

পোস্ট পড়া হয়নি, প্রথম পাতায় দেখে ভালো লাগলো!!!

২২ শে মে, ২০১৭ দুপুর ১২:২৮

এরশাদ বাদশা বলেছেন: কাল্পনিক ভালোবাসা নামের ব্লগারের দ্বারস্থ হয়েছিলাম আপু। ওনাকে সমস্যার কথা খুলে বলেছিলাম। ওনি চেষ্টাও করেছিলেন, একটা টেস্ট পোস্ট দিয়ে দেখেছিলাম, প্রথম পাতায় এসছিলো, কিন্তু পুনরায় লেখা পোস্ট করতে গিয়ে দেখি, তথৈবচ।
এই পোস্টটা মোবাইল থেকে দেয়া আপু। ধন্যবাদ আপনাকে।

২| ২২ শে মে, ২০১৭ দুপুর ১২:৩৬

এরশাদ বাদশা বলেছেন: নিকের অন্তরালে কার মানসিকতা কিরকম তা বোঝার স্পেসিফিক উপায় হচ্ছে- তার লেখনি, তার লেখার ধরন। চাঁদগাজী নিকটির মানসিকতার কদর্যতা কতো প্রকটভাবে ফুটে উঠেছে, তা পরিষ্কার বোঝা যাচ্ছে তার কথার ধরনে। এককালে এই আবর্জনা ঝেঁটিয়ে বিদায় করার জন্য সিদ্ধহস্ত ছিলাম। এখন আর সেপথে হাঁটতে চাইনা।

৩| ২২ শে মে, ২০১৭ দুপুর ১২:৪০

মানবী বলেছেন: "কেন ধর্ষিতার সর্বোত্তম সাহায্যের জন্য আলাদা একটা ফোর্স থাকবেনা, যেরকম ৭১র হত্যা ধর্ষনের বিচারের জন্য ট্রাইব্যুনাল কাজ করছে। সব ধরনের ধর্ষনর বিচার তো একই মাপকাঠিতে হওয়া উচিত।"

-১০০% সহমত ভাইয়া। প্রতিটি নারীর সম্ভ্রমের মূল্য সমান, তিনি বীরাঙ্গনা হন আর পথের ধারের ভাসমান ভিখেরী। নারীর সম্ভ্রমের কোন ক্লাসিফিকেশন থাকতে পারেনা। এবং প্রতিটি ধর্ষন, শিশু যৌন নির্যাতনের বিচার দ্রুত ট্রাইবুনালে হওয়া উচিৎ, ৪ সপ্তাহ সময়টাও দীর্ঘ মনে হয়।

অনেক ধন্যবাদ এরশাদ বাদশা।

২২ শে মে, ২০১৭ দুপুর ১২:৫৯

এরশাদ বাদশা বলেছেন: ধর্ষনের প্রতিকার বিষয়ে বিশদ একটা পোস্ট লেখার ইচ্ছে ছিলো। মোবাইল থেকে আর কতোটাই বা লেখা যায়। দেখি ড্রাফট করে সেভ করে মোবাইল থেকে পোস্ট করা যায় কিনা। আপনার মূল্যবান মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপু।

৪| ২২ শে মে, ২০১৭ দুপুর ২:৫৪

নতুন নকিব বলেছেন:



//ধর্ষনের প্রতিকার বিষয়ে বিশদ একটা পোস্ট লেখার ইচ্ছে ছিলো।//

-পোস্টে ধন্যবাদ। লিখুন ভাই। এই অপরাধের এখন আর কোন সীমা পরিসীমা নেই দেখছি। নিজেকে মানুষ ভাবতে ঘেন্না হয় মাঝে মাঝে। আর নিজের সাফাই গাওয়ার জন্য নয়, সত্যি বলছি, বিশ্বাস করুন, 'ধর্ষন' শব্দটি আমার কাছে কেন যেন ইদানিং অসহ্য হয়ে উঠেছে। আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই। এ জাতির মানবগোষ্ঠীর ভেতরে মৃত প্রায় নৈতিকতা পুনরায় ফিরে আসুক। আলোয় আলোকিত হোক অন্ধকার এই পাপের নগর।

'এতো অাঁধার আগে দেখিনি....'

শিরোনামটি একদম সঠিক।

ভাল থাকবেন প্রিয় ভাই।

২২ শে মে, ২০১৭ বিকাল ৩:০৪

এরশাদ বাদশা বলেছেন: আন্তরিক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাই। আপনার ব্লগের পথচলা শুভ হোক, লিখুন সমাজের সব অসঙ্গতি, অন্যায় নিয়ে।
ধর্ষনকে আমি খুনের চেয়েও ভয়ংকর অপরাধ মনে করি। কারণ, এর কুপ্রভাব দীর্ঘস্থায়ী এবং অসহ্য যন্ত্রণাদায়ক। ভূক্তভোগী এবং তার পরিবারের জন্য নরক যন্ত্রণার শামিল।

৫| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

সালমান মাহফুজ বলেছেন: এই অন্ধকার ঘন থেকে ঘনই হচ্ছে । কোথাও যদি একটু আলো ঝিলিক দেখতে পেতাম । প্রতিদিন খুন-ধর্ষণের সংখ্যা গুনে ঘুমাইতে যাই, ভোর হলে সব কেটে যাবে । কিন্তু ভোর আর আসে না ।

২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:২০

এরশাদ বাদশা বলেছেন: অমোঘ সত্য কথা বলেছেন। এই অন্ধকার কালো থেকে নিকষ কালো, ঘন থেকে ঘনই হচ্ছে। নরপশুরা যেন দিনদিন ধর্ষকামী হয়ে উঠেছে। রেহাই পাচ্ছেনা তিন বছরের বাচ্ছা থেকে ৭০ বছরের প্রৌঢ়া। ভোর আর আসেনা।
আপনার আমার নির্লিপ্ততাই পরোক্ষভাবে এর কারণ। চলুন প্রতিবাদে শামিল হই, শপথ নেই দেশকে ধর্ষকমুক্ত করার। ধন্যবাদ।

৬| ২৫ শে মে, ২০১৭ রাত ১০:২৭

প্রামানিক বলেছেন: কবে যে অন্ধকার কেটে যাবে সেই অপেক্ষায় সবাই আছি।

২৬ শে মে, ২০১৭ সকাল ১০:২৫

এরশাদ বাদশা বলেছেন: সহসা সে অপেক্ষার প্রহর ফুরাবেনা মনে হয়।

৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৯

কালীদাস বলেছেন: ভাল লিখেছেন :(

এরশাদ ভাই কেমন আছেন? :) আপনার পিচ্চিদুইটা কেমন?

১৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১২

এরশাদ বাদশা বলেছেন: ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন। আমার মেয়েরা ভালো আছে আপনার দোয়ায়। আমার মেইল আইডিতে আপনার ফেসবুক আইডিটা দেন।
রহস্যপত্রিকায় আমার গল্প প্রকাশিত হয়েছে ভাইয়া। বেশ কবছর বিরতি দেওয়ার পর নতুন করে লিখতে শুরু করেছি। ২০১০ সালে জানুয়ারিতে ''স্বপ্নচোর'' প্রকাশিত হয়েছিলো। ২০১৭ র ডিসেম্বরে প্রকাশিত হলো ''দলিত''। ব্লগে লিখছিনা এখন আর। রহস্যপত্রিকায় নিয়মিত লিখার চেষ্টা করছি। আপনার সাথে যোগাযোগের কোন মাধ্যম নেই। তাই আপনাকে জানাতে পারিনি। আপনি সবসময় আমার প্রতি আন্তরিক। সেজন্যই আপনাকে জানানোটা কর্তব্য মনে করি। ভালো হলো, আপনি নক করেছেন। তাড়াতাড়ি আপনার আইডি দেন।
[email protected]

৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৪

কালীদাস বলেছেন: মাত্রই একটা মেইল করেছি, kalidas of somewhereinblog শিরোনামে, শুরুর লাইনটা হচ্ছে "এরশাদ ভাই, ব্লগে আমাকে কালীদাস নামে চেনেন।...." আসল নামটা আর কারও সাথে শেয়ার করবেন না প্লিজ; ব্লগে বা ব্লগের বাইরে।

আমি স্যরি, ফেসবুক ইউজ করিনা, মেইলই একমাত্র উপায় যোগাযোগের। রহস্যপত্রিকা তো দেখি না প্রায় যুগের উপরে হয়, নেক্সট টাইম দেখলে খুঁজব আপনার লেখা :)

ভাল থাকবেন ভাইয়া:)

১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২২

এরশাদ বাদশা বলেছেন: ফেসবুক ইউজ করেনা, এমন মানুষ আছে কিনা সে নিয়ে সন্দিহান ছিলাম। সন্দেহটা দুর করার জন্য অসংখ্য ধন্যবাদ। । আমার পরবর্তী লেখাটাতে এক জায়গায় তুলে ধরেছি, ভার্চূয়ালি নন এডিক্টেড একদল যুুবকের কথা। এখনো শেষ করিনাই, তবে শেষের দিকে। ধন্যবাদ মেইল আইডি দেয়ার জন্য। চিন্তা করবেন না ভাইয়া, এটা ফাঁস হবেনা। তবে আপনি এতো অন্তর্মুখী কেন জানতে ইচ্ছে করছে।

৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪০

কালীদাস বলেছেন: আপনার গল্পটার অপেক্ষায় থাকব :) ব্লগেও শেয়ার করবেন প্লিজ। রহস্য পত্রিকার নাগালের বাইরে আমি এখন :| আপনার উত্তর আর মেইলে দিলাম না, এখানেই লিখছি।

ফেসবুক জিনিষটা ভয় পাই এবং পছন্দ করিনা কিছু ব্যক্তিগত কারণে। জিনিষটা ইউজ না করেও এটার জন্য নাজেহালের শিকার হয়েছি আমি বেশ কয়েকজনের কাছে। ডিটেইলস বলতে গেলে আমার পারসোনাল লাইফের অনেক বোরিং জিনিষ লিখতে হবে, কাজেই বাদ দিলাম। এর বাইরে ব্লগে মুটামুটি সেমি ভার্চুয়াল হিসাবেই আছি প্রায় শুরু থেকেই। শুরুর দিকে আমার নাম কয়েকজন জানত, এমনকি একেবারে শুরুর দিকে নিজের ছবিও দিয়েছিলাম একটা পোস্টে। ২০১০ এ ছাগুগুষ্ঠীর সাথে ব্যাপক মারামারি করার পর থেকে টের পেলাম এতটা পরিচয় দেয়ার কোন প্রয়োজন নেই এখানে। এই তো। এমনিতে, আপনি এবং আরও কয়েকজন পুরান ব্লগার আমার মেইল এড্রেস জানে; যোগাযোগের জন্য সাফিশিয়েন্ট :)

বাদ দিন। দুই দিনের দুনিয়া, মাঝে মাঝে এনজয় করার জন্য ব্লগে আসি ;)
ভাল থাকবেন ভাইয়া :)

১০| ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৮

টারজান০০০০৭ বলেছেন: চাঁনগাজী কাহু এইডা কি কইল? বুইড়া বয়সে ভীমরতি ধরল নাকি ?

যাক ! ধর্ষণ লইয়া আমার একখানা পোস্ট আছে ! লিংক সংযুক্ত করিলাম ! দয়া করিয়া বিরক্ত হইবেন না ।

ধর্ষণ বন্ধ করিতে হইলে আগে সংস্কৃতি পরিবর্তন করিতে হইবে ! একটি ১৮+ পোস্ট!

১১| ০৫ ই মে, ২০১৮ রাত ১১:৫৪

মনিরুল ইসলাম বাবু বলেছেন: পোস্টের বক্তব্যের সাথে সহমত ।

১২| ২৬ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৯

রোবোট বলেছেন: কি খবর? আশা করি ভালো আছি। ব্লগে আসোনা বোধ করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.