![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা শহর ছেয়ে গেছে মশায়
শান্তি নেই হাঁটা শোয়া বসায়
সারাটা রাত চষে বেড়ায় বাসা
চুপি চুপি হুল ফুটাবে খাসা।
আরাম করে রক্ত খাবে চুষে
থাপড় দিলে উঠবে ওরা ফুঁসে
আদর করে বলতে হবে-যাও
রক্ত ছাড়া আরো কিছু চাও?
ওমনি তারা বলবে হেসে হেসে
রক্ত চুষি তোদের ভালোবেসে
বাড়াবাড়ি করিস না তো বেশি
নরম করে রাখিস কিন্তু পেশি।
দুঃখ পেলেও থাকবি করে চুপ
বলবি হেসে লাগছে মজা খুব!
০৩ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:১১
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন।
২| ০৩ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: মশা তুমি যত খুশি কামড়াও সমস্যা নাই
শুধু ডেঙ্গু ছড়াইয়ো না ওটাকে ভীষণ ভয় পাই।
০৩ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪০
বিএম বরকতউল্লাহ বলেছেন: হাঃ হাঃ হাঃ
৩| ০৩ রা আগস্ট, ২০২০ রাত ৮:৪০
আহমেদ রুহুল আমিন বলেছেন: বাহ্, বেশ মজার ছড়া, সময়ের প্রতিচ্ছবি, বেশ ভালো লাগলো । ছড়াকারকে শুভকামনা জানাই ।
৪| ০৩ রা আগস্ট, ২০২০ রাত ১০:৪৯
রাজীব নুর বলেছেন: হে হে হে হে----
ভীষন মজার।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০১
ঢুকিচেপা বলেছেন: খুব মজার হয়েছে ঢাকাইয়া মশা কাব্য।