![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোয়াল ঘরে বোয়াল এসে টেনে নিল গরু
খবর শুনে পাড়ার লোকে চক্ষু করে সরু।
এক জনে কয় হতেই পারে খবর মিছে নয়
আমার বাড়ি কী ঘটেছে শুনলে পাবে ভয়।
গাছের আগায় মহিষ ভেড়ায় বাসা বেঁধেছিল
টেংরা-পুঁটি লাফিয়ে উঠে সাবাড় করে দিল।
আরেক জনে মুখ বাড়িয়ে বলল মাথা নেড়ে
পুকুর থেকে ইলিশ উঠে সব নিয়েছে কেড়ে!
কারণও নাই বারণও নাই এমনি এমনি হাসি
হাসির তোড়ে যাচ্ছে উড়ে বালাই রাশি রাশি!
ছবি: নেট থেকে সংগৃহীত
১০ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগত।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ০৯ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৫
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
১০ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: মনোরম!
৩| ০৯ ই আগস্ট, ২০২০ রাত ১০:২৫
আহমেদ জী এস বলেছেন: বিএম বরকতউল্লাহ,
দারুন ছন্দে ঠাস বুনটের ছড়া
সব বালাইকে করেছে দেশছাড়া.............................
১০ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনিও কম যান না দেখছি।
ধন্যবাদ রইল।
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহাহাহা। খুব ভালো ছিল। এ ছড়াটার ছন্দ নিখুঁত। লাস্ট দুই লাইনই ছড়াটাকে খুব অর্থবহ করে তুলেছে।