![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাগো তোর ধুলোমলিন চরণ দুটি দে
মাথায় তুলে রাখি
মা তোর অচল অবশ হাত দুখানা দে
বুকেতে এনে মাখি।
তোর অশ্রু যখন ঝরেছিল কষ্ট পেয়ে পেয়ে
তুই কষ্টগুলি ভুলেছিলি আমার দিকে চেয়ে।
এখন তোকে বুকে মাথায় রাখব আমি তুলে
একটি দিনের কষ্ট যদি যেতিস মা তুই ভুলে।
১১ ই আগস্ট, ২০২০ দুপুর ১:১৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: মায়ের কথা মনে হলে চোখে আসে পানি
পাইনা খুঁজে বিশ্ব জুড়ে তোমার চরণখানি।
২| ১১ ই আগস্ট, ২০২০ দুপুর ১:০১
নেওয়াজ আলি বলেছেন: প্রীতিজনক ও স্নিগ্ধোজ্জ্বল লেখনী
১১ ই আগস্ট, ২০২০ দুপুর ১:১৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন।
৩| ১১ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৩৭
মরুভূমির জলদস্যু বলেছেন: আমার মা কয়েক বছর অসুস্থ হয়ে বিছানায় শুয়ে ছিলেন। যতটুকু যত্ন নিলে আল্লাহ খুশী হন, ততোটুকু হয়তো নিতে পারি নাই।
রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা
১১ ই আগস্ট, ২০২০ রাত ৮:২৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা
৪| ১১ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৫৭
ঢুকিচেপা বলেছেন: মা’কে নিয়ে কবিতা মানেই আলাদা কিছু......
“এখন তোকে বুকে মাথায় রাখব আমি তুলে
একটি দিনের কষ্ট যদি যেতিস মা তুই ভুলে।”
-এই ২ লাইনের পরে আর কোন কথা থাকতে পারে না।
১১ ই আগস্ট, ২০২০ রাত ৮:২৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: এই ২ লাইনের পরে আর কোন কথা থাকতে পারে না।
৫| ১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৩
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
১১ ই আগস্ট, ২০২০ রাত ৮:২৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা
মা!
কই তুই? কই গেলিরে মা! অমন একা ফেলে
দেখিসনা তুই স্মরনে চোখ ভরে যায় জলে!!!
+++