![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাবার কাছে মেয়ে কি শুধু মেয়ে?
নাকি রাজকন্যে, রঙিন প্রজাপতি
মেয়ের কাছে বাবা কি শুধু বাবা?
নাকি রাজার চেয়ে রথি মহারথি!
গামছায় বেঁধে খাবার এনে দিয়েছে বাবার হাতে
সবটুকু খাও একটি ভাতও থাকে না যেন পাতে;
কতোটা খেয়াল বাবার জন্য কতোটা আদর যত্ন
বাবার বুকে গোপন আবাসে মেয়েরা আজব রত্ন!
বাবার মাথায় বসে আছে মেয়ে
খুশিতে তার হৃদয় গেছে ছেয়ে।
জলে-কাদায় গোপনসুখে যাচ্ছে বাবা হেঁটে
গৌরবে তার ভুবনখানি আনন্দে যায় ফেটে!
আমি যদি পাখি হয়ে আকাশে মেলি ডানা
কেমন করে যাব আমি নেই মোটেও জানা
পাখির মতো ছোঁ মেরে নেয় দুষ্টু কোনো ঝড়ে
হারিয়ে গেলে আমায় তুমি পাবে কেমন করে?
কই হারাবে মা,
তোমার দেখা আকাশটা তো ছোট্ট মতন বাটি
মেয়ের জন্য বাবার আছে বিশাল আকাশ মাটি!
২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৯
রোকনুজ্জামান খান বলেছেন: গঠন মূলক ও সুন্দর ছবি।
২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগত।
আমার শুভেচ্ছা নিন।
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩১
এলে বেলে বলেছেন: আপনার কবিতাগুলো আসলেই খুব সুন্দর। একদম হৃদয় ছুয়ে যায়। ধন্যবাদ আপনাকে।
২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগত।
আপনার মন্তব্য আমার লেখাকে আরো শাণিত করবে।
আমার শুভেচ্ছা নিন।
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২২
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: বাহ, অনেক সুন্দর হয়েছে।
২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৩২
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগত।
ভাল থাকবেন।
৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৩
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর। স্যলুট।
২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৩৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমি আনন্দিত।
শুভ কামনা।
৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:০২
নেওয়াজ আলি বলেছেন: অতুলীয় ,ভালো লাগলো।
২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৩৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেক খুশি হলাম ভাই।
ভাল থাকবেন।
৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩০
বাকপ্রবাস বলেছেন: ছবি ও ছড়া দুটোই খুব সুন্দর
৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৩
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: পৃথিবীর সকল কন্যারা যেন বাবার স্নেহে থাকে এটাই কাম্য।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪১
চাঁদগাজী বলেছেন:
আপনার ভাবনা অনেক বড়