![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট কাকার মাথা জুড়ে মস্ত বড়ো টাক
ঘাড়ের রগে কেমন জানি ডানে বামে বাঁক
মুখটা কাকার ভালই ছিল বোঁচা মতন নাক
বাইরে গেলে ডেকে উঠে দুষ্ট কটি কাক।
ওমনি কাকা ক্ষেপে গিয়ে জোরসে মারে ঢিল
অবাক ব্যাপার কাকের বদল ওড়ে ভুবন চিল।
কেউ হাসে না কাকার ভয়ে হাসলে খাবে কিল
কিলের ধরন বলব কী আর গাছে পড়ে শিল।
শিশুরাতো বেজায় খুশি পেয়ে পাগল কাকা
ভয়ের মাঝে দেখে তাকে মুখটা করে বাঁকা।
এসব দেখে কাকা যখন হঠাৎ মারে হাঁক
মাথার উপর উড়ে বেড়ায় দুষ্ট পাঁতিকাক!
০৫ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:২৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগত।
ভাল থাকবেন।
২| ০৫ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:২৬
রাজীব নুর বলেছেন: কাক ও কাকার কাছ থেকে সব সময় দূরে থাকতে চেয়েছি।
০৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:১১
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনি কেন যে দূরে থাকতে চেয়েছেন সেটা আমি জানি। বলব না।
ভাল থাকবেন।
৩| ০৫ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:২৮
মরুভূমির জলদস্যু বলেছেন: কাকের সাথে কাকার
কি চমৎকার মিল
০৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:১১
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৪| ০৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৩২
নেওয়াজ আলি বলেছেন: নোয়াখাললীতে কাক আজ চুপ শোকে
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:২২
রোকনুজ্জামান খান বলেছেন: কাক ও কাকা! বেশ ভালই হয়েছে।