![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্যোৎস্নাধারায় প্লাবিত বিষাদের কুঞ্জমেলায় আপন বসত গেড়েছি!
তুমি নীল শাড়ী পরে বৃষ্টিতে ভিজবে,
আমি দুষ্টু চোখে তোমায় দেখবো...
ইচ্ছে হলে কাছে এসে ছুঁয়ে দিবো তোমায়,
কখনোবা জড়িয়ে ধরবো খুব অনুভবে ।।
তুমি কি লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকোবে ?
নাকি ভালোবাসার পরম আবেগে আমার চোখে ডুব দিবে ?
আমার পাগলামীগুলোতে কি তুমি রাগ করবে?
নাকি ভালোবেসে আমার চুল এলোমেলো করে দিয়ে বলবে-পাগল একটা?
আমার সব দুষ্টু চাওয়াগুলোতে কি তুমি রাগ করবে?
নাকি বলবে-যাহ,দুষ্টু আমার লজ্জা লাগছে!!
মেয়ে, বলোনা তুমি কি আমার কল্পনা রাজ্যের স্বপ্নপরী হবে ?
যার চোখের সীমা থেকে অসীমে আমি হারিয়ে যাবো...যার ভালোবাসায় দিবা-রাত্রি শুধু বিভোর থাকবো...
২| ২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৯
সরদার হারুন বলেছেন: দেহের চেয়ে সত্যিকারের প্রেমের মূল্য অনেক বেশী ।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা ভালো লেগেছে।
দিবা রাত্রি বিভোর থাকার মতোই লাগল।
আশা করি আরো বেশি বেশি লিখবেন।