নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

May Allah Bless Bangladesh till the dooms day.

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

বাংলাদেশ জিন্দাবাদ

I want very active debate

বাংলাদেশ জিন্দাবাদ › বিস্তারিত পোস্টঃ

পানি থেকে জ্বালানি এখন বাস্তব এবং কিছু এলিট ব্লগারদের বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব!

০৬ ই জুন, ২০১৪ রাত ২:০৭





U.S. Navy successfully turns seawater into fuel for ships and planes








Click This Link



Click This Link





আজ থেকে ৫০০ বছর আগে লিওনার্দো দা ভিঞ্চি উড়োজাহাজ, নদীর পলি অপসারণের জন্য ড্রেজার মেশিনের ধারণা দেন। ঐ সময়ে কেউ ভাবতে পারে নাই তার এই ধারণা বাস্তবে রুপ লাভ করবে। এখন এগুলা স্রেফ ইতিহাস। এখন যান্ত্রিক সভ্যতার জন্য জ্বালানি অপরিহার্য বিষয় তা বলার অপেক্ষা রাখে না। এই নিয়ে কত যুদ্ধ বিগ্রহ, হানাহানি, রাজনৈতিক ও অর্থনৈতিক দেন দরবার। পৃথিবীর মজুদ পেট্রলিয়াম অফুরন্ত নয় যা কমে আসছে এবং দিনকে দিন মূল্য বৃদ্ধি পাচ্ছে। তাই বিভিন্ন দেশ ও তাদের বিজ্ঞানী, প্রকৌশলীরা বসে নাই। তারা ব্যাপক ভাবে চেষ্টা করে যাচ্ছে এর বিকল্প, সহজে ও কম মূল্যে জ্বালানি উদ্ভাবন করার। এই নিয়ে আমরা কম-বেশী দেশ বিদেশে বিভিন্ন কথা শুনেছি। এখন সর্বশেষ রয়টার্স ও অন্যান্য সুত্র নিশ্চিত করছে যে মার্কিন নৌবাহিনী সুমুদ্রের পানিকে হাইড্রোকার্বনের জ্বালানিতে রুপান্তর করছে এবং এই দিয়ে জাহাজ ও বিমান চালাতে সক্ষম হয়েছে। এটা নিঃসন্দেহে একটা অসাধারণ খবর।





আজ থেকে ৫ বছর আগে সামুতে একটা পোষ্ট দিয়েছিলাম;



পানির সাহায্যে গাড়ি চালানোর প্রযুক্তি উদ্ভাবন করলেন জয়নাল



Click This Link



দেখা গেল কিছু ব্লগার খুশী ও আশাবাদী হলেও ঐ সময়ের অন্য কিছু এলিট ব্লগারের যেন রীতিমত গত্রদাহ শুরু হল। তারা এটাকে কোনমতেই বিশ্বস করতেই চাইল না বরং খবরটা শেয়ার করার চেয়ে আমার উপর কটাক্ষ ও টিটকারী শুরু করে দিল। এদের কাছে বিশ্বাসই হয় না যে বাংলাদেশের কেউ এমন ধরণের কোন আবিস্কার করতে পারে। উদাহরণ স্বরুপ বলা যেতে পারে স্যার আইজাক নিউটন এবং জার্মান গণিতবিদ লীবনীজ উভয়েই স্বতন্ত্র ভাবে ক্যালকুলাস বিষয়টিকে রুপ দেন ও উন্নত করেন। এখন কেউ বলে যে না নিউটনই আবিস্কার করেন লীবনীজ না। আবার লীবনীজের পক্ষেও এমন বলা যেতে পারে। কিন্তু যারা প্রকৃত জ্ঞানী ও সৎ ব্যাক্তী তারা উভয়েকই এর জন্য কৃতিত্ব দিবেন। কিন্তু আমাদের বাংলাদেশের বাঙালীদের নিজেদের মধ্যেই অনেকেরই পরশ্রীকাতরতা। কেউ কিছু আবিস্কার করলে কোন উৎসাহতো দিবেই না বরং ঋণাত্নক, ব্যাঙ্গাত্নক কথা বলে এই ধরণের বিষয়কে নষ্ট করে দিবে সেই প্রতিযোগীতাই চলে। এই সমস্ত কুলাঙ্গারদের কথা হল যে বাংলাদেশের কেউ এমন কিছু আবিস্কারের যোগ্যতা রাখে না। এই দেশের কারো আবিস্কার তখনই এপ্রুভড হবে যখন বিদেশীরা এটাকে স্বীকৃতি দিবে। এই হইল তাদের জ্ঞান-বুদ্ধির চরম দেউলিয়াত্ব। শুধু জ্ঞান বুদ্ধি না এদের বিবেকটাও অন্ধ তাদের মধ্যে নিরপেক্ষ ও সৎভাবে এই সমস্ত আবিস্কারকে বিবেচনা করার মানসিকতাও নাই। শুধু শিক্ষিত হয়ে বুলি আওড়াইলেই চলে না, মনুষ্যত্বও থাকতে হয়। এই সমস্ত বিবেকহীনদের নিয়ন্ত্রণ না করা গেলে একটা দেশ ও জাতি কখনই অগ্রসর হতে পারে না।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৪ রাত ২:১৯

একজন ঘূণপোকা বলেছেন:

সুন্দর লেখায় প্রথম প্লাস বাজি ভাই।


অসম্ভবকে সম্ভব করাই বিজ্ঞানের কাজ।


আর এলিট ব্লগারদের কথা বলে লাভ নাই, উনারা মাঝে মাঝে অতীব বিনোদন্দায়ক প্রানী ;)

০৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

ধন্যবাদ ভাই।

২| ০৬ ই জুন, ২০১৪ রাত ২:২৪

পংবাড়ী বলেছেন: ভালো, অনেকে সামনে কিছু দেখে না।

০৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪৯

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।

৩| ০৬ ই জুন, ২০১৪ রাত ২:৪৬

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: হুম!

০৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :-B

৪| ০৬ ই জুন, ২০১৪ ভোর ৬:০৬

রিফাত হোসেন বলেছেন: Click This Link

যারা এই বিষয়ে ভাল জ্ঞান রাখেন তারা ভাল বলতে পারবেন ।


০৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।

৫| ০৬ ই জুন, ২০১৪ সকাল ১১:৫৫

হাবিব০৪২০০২ বলেছেন: জয়নাল সাহেবের এই ঘটনা যখন মিডিয়াতে হাইলাইট হচ্ছিল তখন ক্লাসে সযার বলেছিলেন,১০ বছর আগে জাপানে তার পিএইচডির বিষয় এটাই ছিল।

জয়নাল সাহেব যে বযাখযা দিছিল সেগুলো ইন্জিনিয়ারিং দিক থেকে ভুল ছিল এজনযই প্রকৌশলীদের কাছে গ্রহণযোগযতা পায় নি। যদি তার তত্ত সঠিক হত তাহলে তখনই international research institute গুলি তাকে নিয়ে টানাটানি শুরু করে দিত।

আপনার ৫ বছর আগের পোষ্টটি এখন দেখলাম, ওখানে এটা নিয়ে বেশ গঠনমূলক আলোচনা হয়েছে

০৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: বহু আবিস্কারই শুরুতেই পারফেক্ট হয় না। বিষয়টা জটিল স্বীকার করি। কিন্তু সেই ব্লগাররা এটাকে এত নেগেটিভ ভাবে নিয়ে কটাক্ষ করল কেন? অল্প কয়েকজন যার মধ্যে তনুজাই এই সমন্ধে জ্ঞান ও তথ্যভিত্তিক মন্তব্য করছে।

৬| ০৬ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

যুবায়ের বলেছেন: চমৎকার লিখেছেন ভাই।
নতুন কিছু জানতে পারলাম।

সবাই যদি কোন একটা বিষয়ে ঐক্যমত হতে পারতো তাহলে দেশে আজ হানাহানি খুন গুম হত্যা সহ সকল অপরাধ হ্রাস পেত।
ঐক্যমত্যর মুল কারন হচ্ছে 'অসহিষ্নুতা ' অন্যন মতামতের প্রতি শ্রদ্ধাশীল না হওয়া সবসময় নিজেদের শ্রেষ্ঠত্ব দাবী করা আবার নিজেদের সৈরতন্ত্রকে প্রকৃষ্ট গনতন্ত্র বলে দাবী করা!
আসলে ভাই এসব মুূখামী! জ্গানপাপী।

০৬ ই জুন, ২০১৪ রাত ৮:৫০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.