নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I want very active debate
মিত্র বাহিনী ইটালী আক্রমণের সময় বৃটিশ সামরিক বাহিনীর বহু সদস্য ইটালিয়ান বাহিনীর হাতে ধৃত হয়। তখনই সদ্য আসা নতুন ধৃত মার্কিন পাইলট কর্ণেল জোসেফ এল রায়ান চরিত্রে অভিনেতা Frank Sinatra মিত্র বাহিনীর এই সকল বন্দীদের মূক্ত করার উদ্যোগ নেয়। প্রথমে তাকে বলা হয়েছিল যে আমরা কয়েকজন পালিয়ে পরে বাকীদের মূক্ত করার চেষ্টা করব রিইনফোর্সের মাধ্যমে। কিন্তু কর্ণেল রায়ানের বক্তব্য সুস্পষ্ট যে হয় সবাই পালাব নতুবা কেউই নয়। কারণ একজন পালালে অন্যজনদের উপর অত্যাচর করত জার্মান নাৎসী বাহিনী ও তার সহযোগীরা। এরই মধ্যে এক মার্কিন বিমান হামলায় রায়ান ও তার অনুসারীরা প্রাথমিক ভাবে পালাতে সক্ষম হয়। কিন্তু ঐ সময় দয়া করে ইটালিয়ান প্রিজনের ইনচার্জকে না মেরে বেধে ফেলে যাওয়ায় সে POW স্থানান্তরের জন্য আসা জার্মান নাৎসী বাহিনীকে তাদের খোজ দিয়ে দেয়। তখন এই সশস্ত্র জার্মান সৈন্যরা রায়ান ও তার অনুসারীদের পুনরায় ধরে ফেলে। এই জার্মান বিশেষ দলের দায়িত্ব ছিল এই সকল POWদের জার্মনীতে নিয়ে যাওয়া। কারণ ইটালীতে নাৎসীদের পতন ছিল সময়ের ব্যাপার। এই সকল POWদেরকে স্থানান্তরের জন্য ট্রেনে তোলা হয়। এই ট্রেন উত্তর দিকে যেয়ে অষ্ট্রিয়ার উপর দিয়ে জার্মানী চলে যাবে। এখন POWর সবারই অজানা আশংকা যে তাদের সবাইকেই এক সময় মেরে ফেলবে জার্মান নাৎসী বাহিনী। এই অবস্থার মধ্যেই রায়ান এই কৌশলে জার্মান প্রহরীদের ধরাশয়ী করে চলমান ট্রেনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ঐ সময় ট্রেনে থাকা জার্মান পদস্থ সেনা কর্মকর্তা বলে তোমরা ট্রেনের নিয়ন্ত্রণ নিলেও পরবর্তী ষ্টেশনে তোমাদের পারমিট চাইবে এবং জার্মান ভাষায়ও কথা বলতে হবে। তখন Edward Mulhare যিনি জনপ্রিয় টিভি সিরিজ নাইট রাইডারে ডেভিড হ্যাসলহফের বস এখানে কষ্টানজো চরিত্রে তাকে দেখানো হয় জার্মান ভাষায় পারদর্শী। সম্পূর্ণ জার্মানদের মতই তাদের ভাষায় কথা বলতে পারে। তখন রায়ান ও কষ্টানজো তারা ট্রেনে থাকা টাইপরাইটার ও প্রয়োজনীয় সিল সই নকল করে পরবর্তী বিভিন্ন ষ্টেশন পার হওয়ারও ব্যাবস্থা করে। তাদের উদেশ্য যতটা সম্ভব ইটালীর উত্তরে অগ্রসর হওয়া। শেষ পর্যায়ে মিলানের নিকট এসে বৈরী পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয় জাংশন দিয়ে উত্তর পশ্চিমের দিকে সুইজারল্যান্ডে যাওয়া। মিলানের এই জাংশনের পরেই আর কোন চেকপয়েন্ট বা ষ্টেশন নাই যেখানে জার্মানরা তাদেরকে থামাতে পারবে। কিন্তু মিলানের এই জাংশন অতিক্রম করা সহজ না কারণ জার্মানদের ইলেকট্রনিক মনিটরিং সিষ্টেম আছে। কোন ট্রেন কোন লাইন দিয়ে যাচ্ছে তথা কার কোন লাইনের থাকার কথা সবই বুঝতে পারে। এরই মধ্যে জার্মান নাৎসীদের হেডকোয়ার্টার বার্লিন হতে খবর আসে যে এই ট্রেনটিকে কখনই তারা বিভিন্ন ষ্টেশনে পেশ করা কোন অনুমতিই দেয়নি। তাই মূভিটির রোমাঞ্চ এখানে আরো বেড়ে যায়। এখন কিভাবে এই সিষ্টেমকে ফাকি দিয়ে রায়ান বাহিনী সুইজারল্যান্ডের দিকে যেতে পারে তা মূভিটা দেখেই জেনে নিন। মূভি ডাউনলোডের টরেন্ট লিংক প্রথমটা ৮০৬ মেগাবাইট এবং পরেরটা ২.২৩ গিগাবাইট;
http://thepiratebay.se/torrent/6620108/Von_Ryan_s_Express_[1965]_tvrip
https://thepiratebay.se/torrent/7316805/Von_Ryans_Express_1965_720p_BRRip_x264_vice
লেখক David Westheimer এর উপন্যাসকে চিত্র রচনা করে Wendell Mayes এবং চিত্রটি পরিচালক Mark Robson। এই মূভিটিতে আরও একজন নামী তারকা হলেন Brad Dexter। মূভিটি থ্রিলার, এডভেঞ্চার ছাড়াও কিছুটা কমেডিও আছে। IMDBতে এর রেটিং ৭.১;
http://www.imdb.com/title/tt0059885/
আশা করি অনেকেরই ভাল লাগবে।
এই পোষ্টটি সামুব্লগে ৬ বছর পূর্ণ হওয়ায় আরো আগেই(১৭ই আক্টোবর) দেওয়ার কথা। কিন্তু বিদেশে চাকুরী, ঘরের কাজ সামলে লেখা এখন অনেকটাই কঠিন। আল্লাহর রহমতে বৃটেনে আমার এখন পূর্ণ লিগ্যাল ওয়ার্কপারমিট পাওয়াতে কাজের চাপ আরো বেশী এবং গুরুত্বপূর্ণ। এর উপর ভিত্তি করেই এখানে পারমানেন্ট রেসিডেন্সী দেওয়া হয় বিদেশী অভিবাসীদের। আল্লাহ চাইলে ২০১৬-১৭তে এখানে স্থায়ী হওয়া যাবে।
৩১ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:৩৫
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: দেখে কেমন লাগল সেটা জানতে পারলে অন্য পাঠকদেরও সুবিধা হত।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫০
এস.কে.ফয়সাল আলম বলেছেন: ডাউনলোড দিলাম,
আশা করছি উপভোগ্য হবে।
অগ্রিম ধন্যবাদ।