![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাহাড়তলীর আকাশ গন্ধে ভরে
প্রথম প্রেমের মতো
মুক্তদিনের অবকাশ ক্ষনতরে
ফুল ফোটানোর একটি নিমেষ দাও মোরে অন্তত
দিনরাত্রির এই সংগ্রাম এই পরাজয় ভীতি
এই পশ্চাৎঅপসরনের নীতি
থামুক নিমেষ লাগি
মানুষের খর সূর্যদিপ্তী, আবার উঠুক জাগি
প্রগাঢ় রক্ত পাপড়ি খোলার মত
একটি নিমেষ দাও মোরে অন্তত।
. . . . . . .
. . . . . . .
. . . . . . .
রুগ্ন মনের আকাশ এখানে ছড়ায় মৃত্যু হাওয়া
দূর পাহাড়ের যাত্রীদলের বোঝা হলো আরো ভারী
শ্বাপদের মাঝে তবু তারা করে মানুষের সন্ধান
পাশবিকতার শিরে হানি তরবারি
যদিও শ্বাপদ তোলে বিষাক্ত ফণা
যদিও এখানে অসহ্য হলো হীনতার যন্ত্রণা
তবু বহুদুরে ডাক দিলো আজ হেরার শিখর চুড়া
ডেরার কপাট, খোলো আজ বন্ধুরা
পাশবিকতার ললাটে তিক্ষ্ণ তীর উদ্যত করো
এই সংগ্রাম; জেহাদে বৃহত্তরো
প্রগাঢ় রক্ত পাপড়ি খোলার মত
একটি নিমেষ দাও মোরে অন্তত।
- ফররুখ আহমদ (সিরাজাম মুনীরা)
©somewhere in net ltd.