নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই, আমি আমার নই, আমি তোমার নই, আমি তুমিও নই

বেচারা

Walid

বেচারা › বিস্তারিত পোস্টঃ

প্রিয় ও প্রিয়তা

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৭

হলুদ আমার প্রিয় রঙ নয়
তবু ফাগুন দিনের প্রভাতে
বাসন্তি সুখেরা দোলা দেয় আনমনে।
রক্তলাল পলাশ আমার প্রিয় ফুল নয়
তবু ২১ ফেব্রুয়ারীর ছবিটাতে
রক্তের ছোপ ছোপ লেপটানো দাগ
পলাশের কথাই মনে করিয়ে দেয়
অহর্নিশি বারবার।
বর্ষা আমার প্রিয় ঋতু নয়
ভালবাসি না বৃষ্টির রিনিঝিনি নিক্কণ
কিন্তু টুপটাপ ছন্দে ঊষর জমিনে
দীর্ঘ বিরহী ভূমির বুকে
প্রথম বর্ষার টুপটাপ ছন্দপতন
আমাকে কবিতার খাতায় টেনে নেয়।
কান পেতে থাকি তার আসার অপেক্ষায়।
শব্দময় মায়ার জগতে
রুপ রস গন্ধ বর্ণহীন তমসায়।
আমি বরং ভালবাসি
শীতের বিরহ রেশ
কুয়াশার চাদরে
ধোঁয়াশায় মুড়ে থাকা
অনন্ত বৈধব্য বেশ।
সাদা কালো মনের ক্যানভাসে
ততোধিক অদৃশ্য সাদা কালিতে
কালো স্মৃতির দগদগে দাগ টেনে দিতে
বড্ড ভালবাসি।
কবিতা ভালবাসি
ভালবাসি জীবনের গল্প
অথচ দোয়াত কলমের সাথে চির আড়ি।
কী এক অদ্ভূৎ বৈপরিত্যে
নিরন্তর বসবাস
ভাললাগা বেঁচে রয়, ভালবাসায় বাঁচে বিশ্বাস।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৮

বাহাউদ্দিন আবির বলেছেন: ভালো লিখেছেন

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৪

বেচারা বলেছেন: ভাল লাগল আপনার উৎসাহ দেয়া।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৭

শোভন কুমার বর্ধন বলেছেন: ভালো হয়েছে।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৯

আলপনা তালুকদার বলেছেন: ভাল লেগেছে।

ঊষর, ভূমি,নিক্কণ, রূপ, ধোঁয়াশায় - এই বানানগুলো শুধরে নিলে ভাল হয়।

ভাল থাকবেন। ধন্যবাদ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৩

বেচারা বলেছেন: ঠিক করে দিলাম। ধন্যবাদ।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০১

অভিলাষ অধিদপ্তর বলেছেন: ভালো লাগলো। শুভেচ্ছা রইলো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৪

বেচারা বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.