নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই, আমি আমার নই, আমি তোমার নই, আমি তুমিও নই

বেচারা

Walid

বেচারা › বিস্তারিত পোস্টঃ

দেখে যেও

১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:২৬

তোমরা যেখানে চাও, যাও চলে,
আমি রব হেথায়, এই নিরালে।
জলের কুলু কুলু, পাতার কূজন ফিসফিস,
পাখিদের কলতান, চলে ফিরে অহর্নিষ।
মরা পত্রপল্লবের মর্মরে বাঁজে সুর
এ সোঁদা মাটির গন্ধ, ছড়াবে বহুদূর।
পূর্নিমা রাতে বনে বয় যবে হাওয়া
বসে রব তায়, ভুলে গিয়ে নাওয়া খাওয়া।
এ নিরব ভূমে রচিও মোর অন্তিম শয়ান
ক্ষণিকের বিদায় নয়, আমার প্রিয় মহাপ্রয়ান।
শেষ বস্ত্রটুকু রচিয়ো মম দুর্বা উত্তরীয়ে,
পারো যদি তবে দিও কিঞ্চিৎ মাতাল দখিনা বাঁয়ে।
যদি না জোটে আতর লোবান ধুঁপ
অবাক শিশির ধুয়ে দেবে নিশি রূপ।
শুকতারা নয়, আলো দেবে জোঁনাক মেয়ে
অমরাবতি ফুল ফোটালে
দেখো এসো ত্বরিৎ যেয়ে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৫

তারেক_মাহমুদ বলেছেন: বাহ বাংলার প্রকৃতির সুন্দর বর্ণনা।

১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৮

বেচারা বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৬

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৩

বেচারা বলেছেন: ধন্যবাদ। ভুল ধরিয়ে দিয়েন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.