নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই, আমি আমার নই, আমি তোমার নই, আমি তুমিও নই

বেচারা

Walid

বেচারা › বিস্তারিত পোস্টঃ

অদেখা যামিনী

২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৭

জানালার ওই গরাদে, বাকা চাঁদের তীব্র রূপ
নিলচে আলোর মৃদু আঁচে,
সুবাস ছড়ায় সাঁঝের ধুপ।
সদ্য স্নানের সিক্ত বসন, মদির রূপের মৃত্যুকূপ
চোখের পলক হয় অপলক,
রূপ সাগরে ইচ্ছে ডুব।
কাঁচ পোকাদের টিপ পড়াতে, পূর্ণী নিশির অবাক চাঁদ
হাত বাড়িয়ে আপন করে
ভালবাসার ফেলবে ফাঁদ।
গগন মাঝে নিশির রূপে, চন্দ্রকলার প্রণয় সুখ
আবছা আলোয় মেঘ আলেয়া
প্রেম মাতালে হয় উন্মূখ।
চাঁদনি পশর রাত্রে আমার, মরণ হলে নাইকো দুখ
পূর্ণিমাতে জোৎস্না মেয়ে
গাঁ ধোয়াবে, পুড়বে ধূপ।
কোন সে টানে ছাড়ব বাড়ি, ঘরের সাথে জনম আড়ি,
বসন মাঝে মাখব শুধু বুনো ফুলের বাঁস
রাত বিরাতে কাব্য হবে
মিটবে মনের আশ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৬

নীল মনি বলেছেন: ব্যাপক ভালোবাসা :)

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৭

বেচারা বলেছেন: হা হা। হ্যা

২| ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৬

রাজীব নুর বলেছেন: মনের আঁশ মিটুক।,

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৮

বেচারা বলেছেন: মিটুক। সবার মনের আশ

৩| ২১ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

সানভী সালেহীন বলেছেন: অসাধারণ কবিতা

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৮

বেচারা বলেছেন: ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।

৪| ২১ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: জানালার ওই গরাদে, বাকা চাঁদের তীব্র রূপ
নিলচে আলোর মৃদু আঁচে,
সুবাস ছড়ায় সাঁঝের ধুপ।
সদ্য স্নানের সিক্ত বসন, মদির রূপের মৃত্যুকূপ
চোখের পলক হয় অপলক,
রূপ সাগরে ইচ্ছে ডুব।
কাঁচ পোকাদের টিপ পড়াতে, পূর্ণী নিশির অবাক চাঁদ
হাত বাড়িয়ে আপন করে
ভালবাসার ফেলবে ফাঁদ............. মুগ্ধতা

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৮

বেচারা বলেছেন: বাপরে। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.