নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেদনার রঙ কি?

বেদনার রঙ কি?

বেদনার রঙ কি? › বিস্তারিত পোস্টঃ

বেদনার রঙ কি?

২৯ শে জুলাই, ২০০৬ রাত ১১:২০

এই সাইডের যত ভাই ও বোন আছেন তাদের সবাইকে জানাচ্ছি আমার হৃদয়ের গভীর থেকে বেদনাময় ভালবাসা। কি ব্যাপার সবাই কি ভাবছেন যে বেদনমায় ভালবাসা টা আবার কি?? আসলে বেদনাযুক্ত এ হৃদয় থেকে শুধুবেদনার কথাই বের হয়। যাই হোক ভাই আমার কথায় আবার কেউ বেদনাযুক্ত হবেন না, আমি চাই কেউ যেন আর আমার মত বেদনার রঙ খুঁজে না বেড়ায়.........সবাই ভাল থাকবেন.......................আমি বেদনার রঙ...................

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০০৬ ভোর ৬:০৬

অতিথি বলেছেন: ঠিক হে ! আমরা বেদনা মধুর হয়ে যায়....তুমি জদি....গানটা আপনার কনেঠ শুনতে চাই ।
কি ? শুনাবেন ?

২| ৩০ শে জুলাই, ২০০৬ ভোর ৬:২৮

আরাফাত রহমান বলেছেন: বেদনা ভাই,
স্যাকা খাইতে খাইতে আপনার এই অবস্থা ?
হামিদ ভাই ও কি বেদন ভাইর সাথে যোগ দিলেন নাকি?

৩| ৩০ শে জুলাই, ২০০৬ ভোর ৬:৩০

সাদিয়া বলেছেন: মানুষের জীবনে শুধু বেদনায় থাকে না , সুখও থাকে.....
বেদনার রঙ খুঁজতে খুঁজতে আপনি সুখের রঙের কথা ভুলে যাবেন না....
কারণ জীবনে সুখ , দুঃখ দুটোই থাকবে....

৪| ৩০ শে জুলাই, ২০০৬ ভোর ৬:৩৭

অতিথি বলেছেন: স্বাগতম.....হাত খুলে লিখুন.

চোরা তুমি গেলা কই,তুমি বলে শাওন কে হারায় দিবা আর এখন তোমার দেখা নাই.

৫| ৩০ শে জুলাই, ২০০৬ ভোর ৬:৩৯

অতিথি বলেছেন: আরাফাত ঃ
গান শুনতে সবাই চায়,
আমি চাইলে দোষ কি, বলেন না দোষ কি ?

৬| ৩০ শে জুলাই, ২০০৬ সকাল ৮:২৫

নাজিরুল হক বলেছেন: বেদনার রঙ আপনার ছবিতে দেখা যাচ্ছে কালো আর নীল। কিন্তু আমার মতে এর রঙ হল সাদা। বেদনাকে কেউ খুজে না। বেদনা মানুষকে খুজে। কিছু বেদনা আছে যা পেতে সুখ লাগে।

৭| ৩০ শে জুলাই, ২০০৬ সকাল ৮:৫৪

শাহানা বলেছেন: বেদনা? নাহ দরকার নেই, এমনিতেই যা আছে যথেস্ট। বেদানা হলে না হয় কথা ছিল।

৮| ৩০ শে জুলাই, ২০০৬ সকাল ৯:১৬

অতিথি বলেছেন: ভাই ও আপুদের উদ্দেশ্যে আমার একটিই কথা কেউ ছ্যাঁকা খেলেই বেদনার রঙ খুঁজে বেড়ায় না। মানুষের মনে কিছু অজানা কষ্ট থাকে সেটা ভালবাসার জন্যই যে শুধু বরাদ্দ এট াবলা একেবারেই ভিত্তিহীন....সুতরাং আমার কথায় কিছু মনে করবেন না.....তবে হ্যাঁ একটা জিনিস করতে পারেন...সেটা হলো দয়া করে মানুষের কষ্টের পেছনে শুধু ভালবাসাকে দায়ী করেবন না..যারা ভালবাসা কে কষ্ট মনে করে আমি তাদের ঘৃণা করি........আমি বেদনার রঙ.......

৯| ৩০ শে জুলাই, ২০০৬ সকাল ১০:২৩

অতিথি বলেছেন: অনেক পরে স্বাগতম জানাতে আসলাম। লক্ষ্য করি নাইরে ভাই।
বাংলা ব্লগে [সাইজ=50]স্বাগতম[/সাইজ]

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.