![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এখন অন্ধকারে আছি বলেই আলো আমাকে একদিন স্পর্শ করবেই। সে আশাই করি। তাইতো আমি নিজেই অন্ধকারের আলোর দিশারী।
৩০ লক্ষ প্রাণের তাজা রক্ত—এটাই আমাদের স্বাধীনতার ভিত্তি। ২ লক্ষ মা-বোনের অশ্রু, যন্ত্রণা ও লাঞ্ছনা—এটাই আমাদের জাতির সবচেয়ে বড় ক্ষতচিহ্ন। অথচ, কত সহজেই আজকাল কেউ কেউ সেই বেদনাবিধুর ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করার দুঃসাহস দেখায়। যেন ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, গোলা-বারুদের ভয়াবহতা, আর আগুন-ঝরা দিনগুলো কেবল এক কাল্পনিক কাহিনি!
এই নীরবতা, এই উদাসীনতা কি তবে আমাদের জাতীয় পরিচয়ের অংশ হয়ে উঠছে? আমরা কি সত্যিই তাদের উত্তরসূরি, যারা মুক্তির জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন? নাকি আমরা কেবল ইতিহাসের পৃষ্ঠায় নাম থাকা যোদ্ধাদের অস্বীকার করে এক প্রজন্মের প্রতি বিশ্বাসঘাতকতা করছি?
আমাদের লাল-সবুজের পতাকা একদিন রক্তে ভিজে উঠেছিল। আজ যদি সেই পতাকা হতাশা, অপমান আর অবহেলায় নীল হয়ে যায়, তবে সেটাই হবে আমাদের আত্মহত্যার সমতুল্য। ইতিহাস আমাদের ক্ষমা করবে না। কারণ শকুনেরা তৎপর, আবারো ঘিরে ধরেছে। তারা প্রতিজ্ঞা করেছে, আবারও আমাদের রক্তাক্ত করবে, ক্ষতবিক্ষত করবে।
জাতীয় সঙ্গীতের আবেগঘন পংক্তি— “মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি”—এখন আমাদের জন্য কেবল গান নয়, সতর্কবার্তা। মা যদি মলিন হন, সন্তানেরা চিরদিনের মতো পরাজিত হবে।
আজ তাই প্রশ্ন জাগে—
আমরা কি সত্যিই মুক্তিযুদ্ধের সন্তান? নাকি নীরব সমর্থন দিয়ে সেই ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্রের অংশীদার?
২৬ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:২০
অন্ধকারের আলোর দিশারী বলেছেন: এই মুনাফেক মোল্লাদের খেলাফতের চেয়ে আমার কাছে হাসিনার স্বৈরতন্ত্রুই ভালো। জয় বাংলা জয় বঙ্গবন্ধু
২| ২৫ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৩২
কামাল১৮ বলেছেন: রাজাকাররা এসব কথা স্বাধীনতার পরথেকেই বলে আসছে। এখন রাজাকাররা ক্ষমতায় বলে একটু বেশি বলছে।
২৬ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:৩২
অন্ধকারের আলোর দিশারী বলেছেন: তাদের এই আস্ফালন ক্ষণিকের। ইনশা আল্লাহ সত্যের জয় সন্নিকটে।
৩| ২৬ শে আগস্ট, ২০২৫ রাত ৩:২৩
ক্লোন রাফা বলেছেন: ঝড়ের পুর্বে সব কিছু শান্ত হয়ে যায়। আবহাওয়ার পূর্বাভাস বলছে সাইক্লোন ঘনীভূত হোচ্ছে।
ধৈর্য্য ধরুন এবং শক্তি সঞ্চয় করে রাখুন। সঠিক সময়ে ডাক আসবে । মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ছিনিমিনি খেলার দিন চিরতরে স্তব্ধ করে দিতে হবে এবার।
হয় এবার না হয় আর কখনোই নয়।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু॥
৪| ২৬ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:১৮
অন্ধকারের আলোর দিশারী বলেছেন: ভাই আপনা কথায় আলহামদুলিল্লাহ অনেক সাহস পাই।
৫| ২৬ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:০৪
রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা চলে যাবার পর উজাইছে, তারা থেমে যাবে।
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০২৫ রাত ৮:০৬
বিজন রয় বলেছেন: এদশে খেলাফত প্রতিষ্ঠা হবে, মুক্তিযুদ্ধ দিয়ে কি করবেন।