![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখলে ভাবেন যা-তা, করবেন হায়রে! আমি কিন্তু সাচ্চা, আপনার চিন্তার বাইরে
অনেক মানুষ আছেন ছয় ফুট লম্বা কিংবা তাঁর চেয়েও একটু বেশী ! দেখতেও খুব হ্যান্ডসাম !
আবার বডি-বিল্ডারদের মতো শারীরিক গঠন !!
অনেক হালকা-পাতলা কিংবা মাঝারি গড়নেরও অনেক মানুষ দেখতে অনেক হ্যান্ডসাম আবার স্মার্ট হয়ে থাকেন !
এক কথায় অসাধারণ দেখতে !!!
তবুও এদের অনেকেরই দেখা যায়, হাত কিংবা পায়ের আঙ্গুলে সমস্যা !!!!!!!
কোনো প্রয়োজনে সৌন্দর্য্য বিবেচনার ক্ষেত্রে,
আমি যেকোনো মানুষের চেহারার দিকটা পরীক্ষা করার পর তড়িৎ গতিতে তার হাত কিংবা পায়ের আঙ্গুলের দিকে তাকাই।
কেন জানি আঙ্গুল পছন্দ না হলে চেহারার সৌন্দর্য্যকে আমি তুড়ি মেরে উড়িয়ে দেই !!!
হুমম !!
আমি 'জিসান' দেখতে অনেকের চোখেই পুরাই বেখাপ্পা হলেও আমার হাত-পায়ের আঙ্গুলগুলো কিন্তু মা শা আল্লাহ !!
যদিও হাতের আঙ্গুলগুলো মেয়েলি মেয়েলি ধরনের বলে হাতে মেহেদী দেয়া মোটেই পছন্দ করি না।
তবু অন্যদের হাত-পায়ের আঙ্গুল দেখলে, নিজের দিকে তাকিয়ে আল্লাহর প্রতি প্রশংসা না করে পারি না।
আলহামদুলিল্লাহ !!
এই একই বিষয়টিতে কিন্তু আমার আম্মাজানও খুব স্ট্রিক্ট !!
তিনিও ঠিক আমার মতোই কারো চেহারার পর আঙ্গুল দেখে নিবেন।
মায়ের কাছ থেকে পাওয়া বলে কথা !!
যাই হোক, আমি এখন দুটো বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম :::::::
▬▬১.▬▬
✴✴ মূলত আল্লাহ রাব্বুল আলামীন কিন্তু সকল মানুষকেই সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন।
সুরা আত-ত্বীনের ৪র্থ আয়াতে আল্লাহ রাব্বুল আলামীন বলেন :
"لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ "
অর্থাৎ : "অবশ্যই আমি মানুষকে অতি সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি।"
▬▬২.▬▬
✴✴ আর তিনি তাঁর প্রিয় বান্দাদের বিভিন্ন দুর্দশা দিয়ে পরীক্ষাও করে থাকেন।
✴ আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছুই পরীক্ষার অন্তর্ভুক্ত।
এ ব্যাপারে আল্লাহ সুরা আল-মুলক এর ২ নং আয়াতে এরশাদ করেন ::
"الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ"
অর্থাৎ : “যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন। যাতে তোমাদেরকে পরীক্ষা করেন, কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ? তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল।”
✴ এবং যারা ঈমান আনবে তাদেরকে অবশ্যই পরীক্ষা করা হবে।
সুরা আনকাবুত এর ১-৩ নং আয়াতে আল্লাহ বলেন :
-الم- أَحَسِبَ النَّاسُ أَن يُتْرَكُوا أَن يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ- وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ
অর্থাৎ : “আলিফ লাম মীম। মানুষ কি মনে করে যে, ‘আমরা বিশ্বাস করি’ (আমরা ঈমান এনেছি) তার একথা বলেই পার পেয়ে যাবে এবং তাদেরকে পরীক্ষা করা হবে না? আমিতো তাদেরকেও পরীক্ষা করেছি, যারা তোমাদের পূর্বে ছিল। আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী।”
✴ মনে রাখতে হবে, ঈমানদার হওয়া যেমন অনেক মর্যাদার বিষয় তাই পরীক্ষাও অনেক বড় হবে (Greater honor comes with greater sacrifice)।
যেমন সুরা আল-বাক্বারাহ এর ২১৪ নং আয়াতে আল্লাহ পাক বলেন :
أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ ۖ مَسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّىٰ يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَىٰ نَصْرُ اللَّهِ ۗ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ
অর্থাৎ : “তোমাদের কি ধারণা এই যে, তোমরা জান্নাতে চলে যাবে, অথচ সে লোকদের মতো অবস্থা অতিক্রম করোনি, যারা তোমাদের পূর্বে অতীত হয়েছে। তাদের উপর এসেছে বিপদ ও কষ্ট। আর এমনি ভাবে শিহরিত হতে হয়েছে, যাতে নবী ও তাঁর প্রতি যারা ঈমান এনেছিল তাদেরকে পর্যন্ত একথা বলতে হয়েছে যে, কখন আসবে আল্লাহর সাহায্য! তোমরা শোনে নাও, আল্লাহর সাহায্য একান্তই নিকটবর্তী।”
এই দুটি বিষয় আমাদের সব সময় মনে রাখা উচিত।
এখন
"আমি দেখতে খারাপ ! আমার এটা নেই, সেটা নেই !!"
"অমুক দেখতে স্বাস্থ্যবান আর আমি হ্যাংলা-পাতলা চিকনা !!"
"কিংবা অমুক দেখতে কত স্লীম আর আমি আস্ত একটা চাউলের বস্তা !!"
"অমুকের কত্ত কত্ত টাকা আছে, আর আমি শালা ফকির হয়ে জন্ম নিলাম !!!"
"অমুকের পোলা-মাইয়া ডাক্তার-ইঞ্জিয়ার হইয়া গেলো, আমার পোলা-মাইয়া একেকটা বলদ হইছে !! ইচ্ছা হয়, সারাদিন এইগুলান রে ধইরা পিডাইয়া মাইরা ফেলি!!"
"অমুক অনলাইনে আর্নিং কইরা ফাডাইয়া ফেললো, আর আমি সারাদিন অনলাইনে গুতাগুতি কইরা একটা পয়সাও ইনকাম করতে পারলাম না"
"অমুক তো মা শা আল্লাহ ! আর আমি শালা ঘোড়ার আন্ডা !!!" ..... ইত্যাদি
-এমন ভাবা কখনোই ঠিক না !!
উপরের আয়াতগুলো থেকে ইতোমধ্যে অবশ্যই সব কিছু পরিষ্কার হয়ে গেছে।
তবু বলবো, আপনি আপনার চারিদিকে ভালো করে তাকান।
ইন শা আল্লাহ দেখবেন, অন্যের মধ্যে এমন অনেক বিশেষ বিশেষ ভালো গুণ নেই, যা আপনার আছে।
আপনার সেই বিশেষ বিশেষ গুণগুলো বিকশিত করার চেষ্টা করুন।
আবার হতে পারে আপনি দেখতে খুব সুন্দর; আপনার কাড়ি-কাড়ি টাকাসহ আরো অনেক কিছুই আছে।
তবু আপনি কিছু না কিছুর অভাব অনুভব করেন। এমতাবস্থায় হতাশা আপনাকে আচ্ছাদিত করে ফেলে।
তাই বলে নিরাশ হয়ে বিপথগামী হয়ে যাবেন ??
অবশ্যই নাহ ! আল্লাহর পরীক্ষার কথা ভুলে যাবেন না।
আর আল্লাহ রাব্বুল আলামীন তো সুরা যুমার এর ৫৩ নং আয়াতে বলেই দিয়েছেন :
"لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ"
অর্থাৎ :"তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।"
✴ সুতরাং কখনোই হতাশ হওয়া যাবে না। এবং সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করা উচিত।
✴✴ পরিশেষে একটি কথাই বলবো, আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে সব সময় তাঁর পথে চলার তাওফিক দিন।
তাঁর প্রতিটি পরীক্ষায় সবরের সাথে উত্তীর্ণ হবার তাওফিক দিন। আমীন।
.
লেখার সময়কাল:
১১ই জুলাই, ২০১৫ঈসায়ী
২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
বাংলাদেশী জিসান বলেছেন: অবশ্যই!
সবকিছু বিবেচনায় যা আছি অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ!
আপনার মূল্যবান মন্তব্যের জন্য অশেষ অশেষ ধন্যবাদ।
২| ২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা।
কবরে ঘুমাব এবং হাসরে সবাই এককাট্টা হব। স্বর্গ অথবা নরক হবে গন্তব্য।
২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৭
বাংলাদেশী জিসান বলেছেন: সেটাই!
৩| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫২
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: বাঙালি আর কিছু না পারুক অমুকের সাথে তুলনা করতে সিদ্ধহস্ত।
২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০৪
বাংলাদেশী জিসান বলেছেন: আসলেই ভাই!
আপনি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলে ফেললেন!!
এই তুলনা করতে গিয়েই হয় নানা প্যাঁচাল-ক্যাঁচাল আর ভেজাল!!
সেই ভেজালের বেড়াজালে বিদ্ধ হয়েই অনেকে করে হায় হায় হাহুতাশ!!!
৪| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১২
ধ্রুবক আলো বলেছেন: আমরা ছোটবেলা থেকে দেখে অভ্যস্ত যে অমুকে ঐটা পারে তুই পারিস না কেন!!? পৃথিবীর সবাই কি এক্সপার্ট? কে বুঝাবে কাকে!?
পোস্টের লেখা খুবই ভালো লাগলো আমার জন্য খুব উপকার হলো।। ধন্যবাদ অনেক ধন্যবাদ।
আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে সব সময় তাঁর পথে চলার তাওফিক দিন।
তাঁর প্রতিটি পরীক্ষায় সবরের সাথে উত্তীর্ণ হবার তাওফিক দিন। আমীন।
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৪
বাংলাদেশী জিসান বলেছেন: আপনি যথার্থই বলেছেন প্রিয় ভাই।
এমনটা অনেকেই বলে থাকে!
যার কারণে অঙ্কুরেই অনেক সম্ভাবনার ফুল ঝরে যায় অকালে!
সেজন্যই আমি বলে থাকি, লোকের কথা কানে না নিতে এবং নিজের প্রভুর প্রতি ও নিজের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে।
আপনার অপূর্ব মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
.
আল্লাহ আমাদের উত্তম সব দোয়া ক্ববুল করুন... আমীন...
৫| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৬
সৈয়দ মেহবুব রহমান বলেছেন: প্রত্যেকটা কথা জাস্ট সঠিক
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৫
বাংলাদেশী জিসান বলেছেন: সহমত প্রকাশের জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ প্রিয় ভাই।
৬| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ২:২৪
সৈয়দ মেহবুব রহমান বলেছেন: ধন্যবাদ জিসান ভাই
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ২:২৮
বাংলাদেশী জিসান বলেছেন: স্বাগতম মেহবুব ভাই।
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আগে আমিও এমন চিন্তা করতাম, এখন আমি বিশ্বাস করি আমি অনেক সুখে আছি। অনেক বড়বড় ধনীরা আমার হাত ধরে বলেন ভাইজান দোয়া করবেন।