![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
"আমাদের কুত্তার মতো পেটায়, নিচে ফেলাইয়া পড়ায়। এই জন্যই কি যুদ্ধ করেছিলাম?" - একজন জুলাই যোদ্ধার মুখে কণ্ঠে এমন হাহাকার শুনে চোখটা নিজের অজান্তেই ভিজে গেল। যে ছেলেটা দেশের জন্য রাস্তায় নেমেছিল, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছিল, আজ তাকেই কুত্তার মতো পেটানো হচ্ছে। এটাই কি ছিল আমাদের স্বাধীনতার স্বপ্ন ?
রিয়াদের যে বয়সে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার কথা, সেই বয়সেই চাঁদাবাজির অভিযোগে তাকে রিমান্ডে নেওয়া হলো। তার দোষ হচ্ছে সে সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজি করতে গিয়েছিল। কিন্তু রিয়াদের আর কোনো উপায় ছিল না। বাবা দিনমজুর, গরিব পরিবারের সন্তান সে। জুলাই অভ্যুত্থানের পর ছেলেটা একটু টাকা-পয়সার মুখ দেখা শুরু করলো। আর শেখ হাসিনার দোসর DGFI তার ইনকামে বাধা হয়ে দাড়ালো ।
রিয়াদকে চাঁদাবাজির মামলায় ফাসিয়ে এখন ফ্যাসিস্ট হাসিনার পুলিশ দিয়ে পিটুনি খাওয়াচ্ছে। রিয়াদ যা করেছে তার জন্য কি সে একাই দায়ী? রিয়াদের মতো ছেলেরা কখনো এসব চাঁদাবাজির সরদার হতে পারে না - কারণ সে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েছে। রিয়াদকে দিয়ে মূলত টাকা তোলার কাজ করানো হতো। আসল মাস্টারমাইন্ডরা ধরাছোঁয়ার বাইরে।
রিয়াদের সাথে নাহিদ ইসলাম এবং তার বাবার গভীর সম্পর্ক ছিল। তারা কি সাহায্য করতে পারে না যে পুলিশ যেন এই ভাইটির সাথে ভালো ব্যবহার করে? একজন জুলাই যোদ্ধাকে কেন কুত্তার মতো পিটানো লাগবে? পুলিশ জুলাই যোদ্ধাদের হাতের কাছে পেলেই যেন প্রতিশোধের নেশায় উন্মত্ত হয়ে ওঠে। তাদের সাজানো সংসার ভেঙে দেওয়ায় দিশেহারা হয়ে পড়েছে।
নাহিদ ইসলাম কি রিয়াদের জন্য কিছুই করতে পারে না? সে এখন চায়নাতে চিল করছে আর জুলাই যোদ্ধা ভাইটি কারাগারে ডালের পানি দিয়ে সকাল-সন্ধ্যা কুলি করছে। এনসিপি নেতাদের মাঝে আসিফ আর নাহিদ বাদে সবাই জোর গলায় বলেছে যে এক টাকা অনিয়ম কেউ খুঁজে পেলে তারা রাজনীতি করা ছেড়ে দিবে। কিন্তু বাস্তবে কী হচ্ছে ?
রিয়াদ ছেলেটার পারিবারিক অবস্থা ও সামাজিক অবস্থান বিবেচনা করে তাকে ছেড়ে দেওয়া হোক। একজন দিনমজুরের ছেলে, যে জুলাই আন্দোলনে অংশ নিয়েছিল, তার সাথে এমন আচরণ কি ন্যায়সংগত ? এই দেশে অপরাধী না হতে চাইলে একটাই উপায় : রাজনীতিবিদ হও। তাহলেই কোটি কোটি টাকা লোপাট করলে তাকে বলা হবে উন্নয়ন। আর গরিব ছেলেটা দুই পয়সা রোজগার করলে তাকে বলা হবে চাঁদাবাজি।
২৮ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:০৩
সৈয়দ কুতুব বলেছেন: ফ্যাসিবাদী পুলিশ আর সেনাবাহিনী এখনো রয়ে গেছে। তাই জুলাই আন্দোলনের ভাইটিকে এভাবে পেটাচ্ছে।
২| ২৮ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৫৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পড়ে গেলাম।
২৮ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:০৯
সৈয়দ কুতুব বলেছেন: অনেক ধন্যবাদ ।
৩| ২৯ শে আগস্ট, ২০২৫ রাত ১২:১৭
৭ সনাতন কবির বলেছেন: ইন্টারনেট firewall office আয় ইন্টারনেট filter office কে চিঠি দিয়ে জিজ্ঞাস করলাম "ryad beating police July revolution" দিয়ে কোন YouTube video বা কোন website link পেলাম না।
২৯ শে আগস্ট, ২০২৫ রাত ১২:২৭
সৈয়দ কুতুব বলেছেন: পুলিশ মারার সময় ভিডিও করে রাখে? রিয়াদের মুখের কথাই শেষ কথা।
৪| ২৯ শে আগস্ট, ২০২৫ রাত ১:২৭
ক্লোন রাফা বলেছেন: আহারে, সোনা, রুপার লালবদরদের দুঃখ দেখে আসমা কাপিতেছে। সায়মা ফেরদৌসী কই ⁉️উনাকে মাঠে হাজির করা হোক এই আত্মস্বিকৃত কুকুরদের রক্ষা করার জন্য ‼️
(আমাকে অপবাদ দিয়েন না প্লিজ। আমি কিন্তু কুত্তা বলি নাই। সে নিজেই তো বলেছে। আমি কুত্তাকে কুকুর বলি)
২৯ শে আগস্ট, ২০২৫ রাত ১:৫২
সৈয়দ কুতুব বলেছেন: সব দোষ শেখ হাসিনার। তিনি তরুণদের কর্ম দিতে ব্যর্থ হয়েছেন। দারিদ্র্যরা দূর করতে পারেন নাই। উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করতে পারেন নাই। উনার আমলে উন্নত হয়েছে কেবল চাটার দলের জীবনমান।
৫| ২৯ শে আগস্ট, ২০২৫ রাত ১:৫৫
ক্লোন রাফা বলেছেন: পুর্বের প্রতিউত্তর মুছলেন কেনো⁉️
২৯ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:৩৮
সৈয়দ কুতুব বলেছেন: কারণ সেটা সংক্ষিপ্ত ছিলো।
৬| ২৯ শে আগস্ট, ২০২৫ রাত ৩:১৩
ক্লোন রাফা বলেছেন: লালবদরনামা রেকর্ড করে রাখা হচ্ছে Click This Link
২৯ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:৩৮
সৈয়দ কুতুব বলেছেন: লীগের তাহলে কি পরিণাম রেকর্ড হয়েছে সেটা ভাবেন।
৭| ২৯ শে আগস্ট, ২০২৫ সকাল ৮:০৬
মাথা পাগলা বলেছেন: লেখক বলেছেন: সব দোষ শেখ হাসিনার। তিনি তরুণদের কর্ম দিতে ব্যর্থ হয়েছেন। দারিদ্র্যরা দূর করতে পারেন নাই। উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করতে পারেন নাই। উনার আমলে উন্নত হয়েছে কেবল চাটার দলের জীবনমান।
হুম, আগে সোনার ছেলেরা না খেয়ে থাকতো, এখন কোটি টাকার চাঁদাবাজি করে দারিদ্র্য দূর করছে। সব হাসিনার দোষ ।
কিন্তু হাসিনার সময়ে কর্মসংস্থান হয়নি - এটা মেনে নেওয়া কঠিন। যদি সত্যিই তা হয়, আপনার দাবির পক্ষে কিছু উদাহরণ দেখান। বাস্তবে তো হাসিনার আমলে বাংলাদেশ ভারতের চেয়েও এগিয়ে ছিলো অনেক ক্ষেত্রে। মানুষ না খেয়ে মরেছে - এমন খবর আমি পাইনি। আগে যেখানে মানুষ ডাল-ভাত খেত, সেখানে পরে মাছ-ভাত খাওয়ার সামর্থ্য হয়েছে। হাসিনার আমলে যা উণ্ণতি হয়েছে ভবিষ্যতে তার সামান্য অংশও ধরে রাখতে পারে কিনা দেখেন। নোবেলখ্যাত ইউসুফ সরকারের আমলে ইকোনমির দিক দিয়ে কি উণ্ণতি হচ্ছে সে তো দেখতেই পাচ্ছি।
হাসিনার শাসনে একমাত্র বড় সমস্যা ছিল দমন-পীড়নের শাসন, যা অনেক বড় বড় মানবাধিকার লংঘনের উদাহরণ তৈরি করেছে।
২৯ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:৩৯
সৈয়দ কুতুব বলেছেন: শিক্ষিত গ্রাজুয়েট ২৬ লাখ বেকার।
৮| ২৯ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:০১
রাজীব নুর বলেছেন: জুলাই প্রতারকদের কুত্তার মতোই পেটানো উচিৎ।
২৯ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:৪০
সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগের এমপিদের সেইম ট্রিটমেন্ট দেয়া উচিত।
৯| ২৯ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩৩
মাথা পাগলা বলেছেন: লেখক বলেছেন: শিক্ষিত গ্রাজুয়েট ২৬ লাখ বেকার।
হুম অফিসিয়াল সংখ্যা ২৬ লাখ হলে অরিজিনাল সংখ্যা আরও বেশী হবে। দেশের আয়তনের সাথে জনসংখ্যার অনুপাত ধরলে সবার কর্মসংস্থান করাটা আসলেই কঠিন। গত ২০ বছর ধরে শুনে আসছি দেশের জনসংখ্যা ১৫~১৮ কোটি। যেখানে ঢাকার মানুষের বৃদ্ধি দেখলে তা মনে হয় না। প্রকৃত সংখ্যা ২৪~২৫ কোটি হলে অবাক হবো না।
তবুও আমি বলবো মধ্যবিত্তের সংখ্যা অনেক বেড়েছে। আশেপাশে যাদের দেখি, সবার হাতেই মোটামোটি টাকা আছে।
২৯ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:১০
সৈয়দ কুতুব বলেছেন: টাকা থাকলেও এক্সপেনস বেড়ে গেছে বহুগুণ । মিডল কেলাসের কাছে সবসময় টাকা থাকে কারণ তারা হিসাব করে চলে। তাদের ভিতরে কি ঘটছে সেটা বুঝতে পারবেন না ।
১০| ২৯ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:৫০
কিরকুট বলেছেন: যুদ্ধ! শব্দটার অর্থই আপনারা পরিবর্তন করে দিলেন। যারা ৭১ এ যুদ্ধ করেছিলেন, যারা দ্বিতীয় বিশ্ব যুদ্ধে যুদ্ধ করেছিলেন, যারা প্রথম বিশ্ব যুদ্ধে যুদ্ধ করেছিলেন তারা তো লজ্জায় আবার মরে যেতে চাচ্ছেন।
২৯ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:৩০
সৈয়দ কুতুব বলেছেন: রিয়াদ কে যেভাবে শিখানো হয়েছে সে সেভাবেই বলবে । নাহিদ চায়নাতে ঘুরছে আর তার সাগরেদ মার খাইতেসে।
১১| ২৯ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এ নিয়ে প্রতিবাদ করলে আওয়ামী লীগ সহানুভূতি পাবে। তাই প্রতিবাদ করলাম না।
২৯ শে আগস্ট, ২০২৫ রাত ৮:০৬
সৈয়দ কুতুব বলেছেন: চাদাবাজরাও মানুষ। এইডস থেকে দুরে থাকুন এইডস রোগি থেকে নয় ।
১২| ২৯ শে আগস্ট, ২০২৫ রাত ৯:০২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ব্লগে বিভিন্ন সময় ওয়াজ করা অনেকে জায়গামতো চুপ হয়ে যায়। বিএনপি নিয়ে একটা পোস্টও পাবেন না এখানে। অথচ দেশটা ধ্বংস করছে বিএনপি-এনসিপি-জামায়াত সবাই মিলে।
২৯ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৩১
সৈয়দ কুতুব বলেছেন: বিএনপি বেকায়দায় আছে।
১৩| ৩০ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:০৮
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
৩০ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:০৭
সৈয়দ কুতুব বলেছেন: ভালো করে দেখে নিন কোনোটা বাদ গেলো কিনা ।
১৪| ৩১ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:২৭
রোবোট বলেছেন: শান্তিমত চাঁদাও তুলতে দেয়না, ফ্যাসিস্ট পুলিস।
৩১ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:৪৫
সৈয়দ কুতুব বলেছেন: আসলেই। কেউ এত মারে!
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:৫১
জেনারেশন একাত্তর বলেছেন:
মনে হচ্ছে, সেনাবাহিনী ও পুলিশ কুত্তাদের বুঝে গেছে।