নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় দিতে গেলে শুরু করা সম্ভব, তবে শেষ করা অসম্ভব! আমাকে দেখে আপনার মন যা-তা ভাবতেই পারে! কিন্তু আমি পুরো সাচ্চা, আপনার চিন্তার বাইরে! আমি লিখলে আবেগ, বাস্তবতার নিরিখে লিখতে পছন্দ করি! মাঝে-মাঝে ছন্দ নিয়ে খেলি! শাশ্বতের পক্ষেই আমি! নোংড়ামিকে পিষে চলি!

বাংলাদেশী জিসান

দেখলে ভাবেন যা-তা, করবেন হায়রে! আমি কিন্তু সাচ্চা, আপনার চিন্তার বাইরে

বাংলাদেশী জিসান › বিস্তারিত পোস্টঃ

আমার প্রকাশিত আমার হাতে করা প্রথম দুটি বাংলা #টাইপোগ্রাফি; আপনাদের ভালো লাগলেই সার্থক আমি!

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১:০৫



টুকটাক #আঁকিবুঁকি, #Crafts, #Artworks, #Ambigrams ও #ক্যালিগ্রাফি ইত্যাদি করার পর একদিন ইচ্ছে হলো #Typography করার!
সেইদিনই অনেকগুলো বাংলা #Typography করেছিলাম।
এরপর থেকেই মাঝে-মধ্যে আমি নানা শব্দ নিয়ে হরেক রকমের খেলাচ্ছলে #Typography করার চেষ্টা করি।
খসড়া এমন অনেকগুলো কাজ তাই জমা পড়ে আছে, পড়ছে।
.
ব্যস্ততার কারণে একটাতেও হাত লাগিয়ে ভালো রূপ দেয়ার সময় পাচ্ছিলাম না।
আজ এতদিন পর এই মুহূর্তে দু'টি কাজ শেষ করলাম!
.
আমি ভালো কোনো Graphic Designer নই।
নাহলে হয়তো আরেকটু ভালো করে কাজগুলোর finishing দিতে পারতাম।
.
যাই হোক, এখানে আমার হাতে করা বাংলা 'মাছ' 'মোটর সাইকেল' শব্দের #Typography প্রকাশ করলাম।
জানি না, আপনাদের কেমন লাগবে?
যদি আপনাদের ভালো লাগে, তবেই আমার হাতে করা কষ্টের এই কাজটুকু সার্থক হবে।
মাছমোটর সাইকেল এর আকৃতিতে যে দুটি ছবি দেখছেন, সেই ছবিগুলোর মধ্যেই 'মাছ' 'মোটর সাইকেল' এই দুই শব্দ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমি!
.
দেখে নিন ছবিগুলো:

১. বাংলা #টাইপোগ্রাফি: মোটর সাইকেল। (Version-1)


.
২. বাংলা #টাইপোগ্রাফি: মোটর সাইকেল। (Version-2)



#Dedicated to All Bike Riders.
.
('মোটর সাইকেল' এর এই ছবি দু'টি সম্পূর্ণই 'মোটর সাইকেল' শব্দ দিয়েই তৈরী করেছি।)
.
৩. বাংলা #টাইপোগ্রাফি: 'মাছ'।


#Dedicated to all #Fish lovers.
.
('মাছ' এর এই ছবিটির মধ্যেই 'মাছ' শব্দ খুঁজে পাবেন।)
.
#BengaliTypography #Typography
.

আপনাদের মূল্যবান মতামত আশা করছি।
.

আর হ্যাঁ, আমার টুকটাক #আঁকিবুঁকি, হাতের তৈরী #Crafts, #Artworks, বিভিন্ন ধরণের #Ambigrams, #ক্যালিগ্রাফি ও #Typography facebook এর একটা Page এ share করার সিদ্ধান্ত নিয়েছিলাম!
;)
ইচ্ছে হলে Page'টিতে Like দিয়ে সাথে থাকতে পারেন। লিংক : Jisan ArtWorks
ধন্যবাদ।
:)

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চমৎকার।

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৫১

বাংলাদেশী জিসান বলেছেন: অসংখ্য ধন্যবাদ। :)

২| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৫৭

ওমেরা বলেছেন: excellent !

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ২:০২

বাংলাদেশী জিসান বলেছেন: Thank you!!!!

৩| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ২:২১

সাকিব ইফতেখার বলেছেন: ভালো লেগেছে :)

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ২:২৬

বাংলাদেশী জিসান বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই। :)
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

৪| ২২ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৩

সুমন কর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.