নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় দিতে গেলে শুরু করা সম্ভব, তবে শেষ করা অসম্ভব! আমাকে দেখে আপনার মন যা-তা ভাবতেই পারে! কিন্তু আমি পুরো সাচ্চা, আপনার চিন্তার বাইরে! আমি লিখলে আবেগ, বাস্তবতার নিরিখে লিখতে পছন্দ করি! মাঝে-মাঝে ছন্দ নিয়ে খেলি! শাশ্বতের পক্ষেই আমি! নোংড়ামিকে পিষে চলি!

বাংলাদেশী জিসান

দেখলে ভাবেন যা-তা, করবেন হায়রে! আমি কিন্তু সাচ্চা, আপনার চিন্তার বাইরে

বাংলাদেশী জিসান › বিস্তারিত পোস্টঃ

দু\'পক্ষই যেখানে হয় দীপ্ত, করে ভালোবাসার অনন্ত প্রকাশ! নিরন্তরই সেখানে রয় তারা তৃপ্ত, করে প্রেমসুখের মহাউল্লাস!

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ২:১৬


.
দু'পক্ষই যেখানে হয় দীপ্ত,
করে ভালোবাসার অনন্ত প্রকাশ!
নিরন্তরই সেখানে রয় তারা তৃপ্ত,
করে প্রেমসুখের মহাউল্লাস!
.
জ্বী, আমি যেটা বলতে চাচ্ছিলাম.....
আপনি একজন স্বামী!
স্ত্রীর কাছ থেকে আদর-সোহাগ-ভালবাসা দাবি করছেন! কিন্তু সে হিসেবে আপনি কী করছেন?
তাকে কতটুকু ভালোবাসছেন? চিন্তা করেছেন কখনো?
তার অধিকার? তার চাহিদা?
হাহ!
একটু খেয়াল করে,
"স্ত্রীর জায়গায় আপনাকে কল্পনা করুন। চিন্তা করুন আপনি কতটুকু ভালোবাসা চাইতেন? আপনার চাহিদা কতটুকু থাকতো?
এবার স্বামী হিসেবে তার চেয়েও অনেক অনেক বেশি ভালোবাসুন আপনার প্রিয়তমাকে।
দেখবেন, আপনার প্রিয়তমা আপনাকে খুশি রাখার জন্য মরিয়া হয়ে উঠবে! নিজের সবটুকু উজাড় করে দিবে শুধুমাত্র আপনারই কাছে।"

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ২:২১

ওমেরা বলেছেন: মনে হয় আপনার অনেক অভিজ্ঞতা আছে ।

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ২:২৩

বাংলাদেশী জিসান বলেছেন: হাসলেন আমাকে।
উত্তম ও হিতকর কিছু বলতে অভিজ্ঞতা থাকতে হয় না। :)

২| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ২:২৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কল্পনার কল্পনায় কাল্পনিক সব কল্পনা।
আজ কাল জান ডাকলে ধমকায়। :P

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ২:২৯

বাংলাদেশী জিসান বলেছেন: হা হা হা!
কল্পনাকে আটকে রাখা যে খুব দায়!
তাই তো মনের কথাগুলো এই হাত লিখে যায়!
:)
ভাবীকে সালাম দিবেন একটা!
আর ধমক আসবে না ইন শা আল্লাহ! :P

৩| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ওয়াস্সাম।

কোন দেশে আছেন? আংড়েজিতে অনেক ভালো। বই পড়তে পছন্দ করেন?

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৪০

বাংলাদেশী জিসান বলেছেন: হাহা! আছি বাংলাদেশে!
:)
আগেরকালের লেখকেরা কত-শত ভাষা জানতেন! আর আমি তো সামান্য ক'টা.........
lol
তখনকার আর এখনকার অবশ্য অনেক তফাৎ!
যে জন্য আমি নিজেকে লেখকও বলিনা!
.
আর বই পড়া?
আসলে সেটা বইয়ের উপর নির্ভর করে!
এমনি আমি এখন আর বই পড়ার তেমন সময়ই পাই না।

৪| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩৭

সচেতনহ্যাপী বলেছেন: অনেকগুলি বছর আগে আব্বা আমাকে বলেছিলো, আজ রাতটাতে শুধু আমাকে তোর জায়গায় আর তোকে আমর জায়গায় নিয়ে ভাববি।। ফলাফল কল জানাবি :-P আমি পারি নি কিন্ত ভুলিও নি।।

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৪৪

বাংলাদেশী জিসান বলেছেন: হা হা হা!
জটিল বিষয়ের অবতারণা করলেন!
:P
সেই বয়সে আব্বাজানের জায়গায় নিজেকে ভাবতে যাননি কেন?
কিছু miss হয়ে যাবে বলে নাকি? ;)

৫| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৪৭

সচেতনহ্যাপী বলেছেন: তবে আজ কিন্তু সেটাই ভাবাচ্ছে আমাকে।। প্রকৃতি খেলা আর কি।।

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৫১

বাংলাদেশী জিসান বলেছেন: সেটাই! প্রকৃতির খেলা!
আমিও বেশ খানিকটা অনুধাবন করতে পারছি। :(

৬| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৫৮

রিফাত হোসেন বলেছেন: ওমেরা বলেছেন: মনে হয় আপনার অনেক অভিজ্ঞতা আছে । B-)

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:০২

বাংলাদেশী জিসান বলেছেন: হা হা হা!!
হো ভাই, বলা তো যায় না! থাকতেও পারে!
:P
নাহলে এতো Confidently এসব কেউ বলে? :P

৭| ২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:৪৫

নাইম রাজ বলেছেন: আপনার অনেক অভিজ্ঞতা আছে ।

৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:২২

বাংলাদেশী জিসান বলেছেন: হাসালেন আমাকে।
উত্তম ও হিতকর কিছু বলতে অভিজ্ঞতা থাকতে হয় না। :)

৮| ২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩১

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আসলে আমরা সবসময়ই নিজের অবস্থান থেকে অন্যকে বিচার করতে পছন্দ করি। যদি এটার বিপরীতে যেতে পারতাম তাহলে আমাদের জীবন আরও সহজ এবং সুন্দর হতো! ভালো লিখেছেন!

৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৩

বাংলাদেশী জিসান বলেছেন: যথার্থই বলছেন ভাই। :)
আপনার মূল্যবান মন্তব্যের জন্য অশেষ অশেষ ধন্যবাদ প্রিয় ভাই।

৯| ২২ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চিন্তার কারণে নেই।

৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৫

বাংলাদেশী জিসান বলেছেন: হুমম.... চিন্তা তো আছেই!
মোটকথা, নানা কাজে খুব ব্যস্ত থাকি বলে নেই!

১০| ২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৫

অতঃপর হৃদয় বলেছেন: ভালো পোস্ট।

৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৫

বাংলাদেশী জিসান বলেছেন: অশেষ ধন্যবাদ প্রিয় ভাই।

১১| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৯

সিনবাদ জাহাজি বলেছেন: সুন্দর সচেতনতামূলক পোস্ট।
ভাল লাগলো।

৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৬

বাংলাদেশী জিসান বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যের জন্য অশেষ অশেষ ধন্যবাদ প্রিয় ভাই।

১২| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৮

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:

পবিত্র কোরআনে বলা হয়েছে, ''ব্যাভিচারীনী নারীদের জন্যে ব্যাভিচারী নর।''

অর্থাৎ, ভালো নারীদের জন্য ভালো নর।

৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৮

বাংলাদেশী জিসান বলেছেন: কিছু মনে করবেন না প্রিয় ভাই!
দুনিয়াতে এর বিপরীতও ঘটে কিন্তু!
তখন কী ব্যাখ্যা দিবেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.