নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিনি পাতা দই.........

গড কখনই পাশা খেলতে পারেন না !!!

বেথুন

সেই-সব হেলাফেলা, নিমেষের লীলাখেলা চারি দিকে করি স্তূপাকার, তাই দিয়ে করি সৃষ্টি একটি বিস্মৃতিবৃষ্টি জীবনের শ্রাবণনিশার।

বেথুন › বিস্তারিত পোস্টঃ

Media Player & Converter নিয়ে আমার ব্যক্তিগত মতামত...

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮

Media Converter হিসেবে আমি এখন XMedia Recode {Portable} কনভারটার নিয়মিত ব্যবহার করতেছি।

আপস্কেলিং করার জন্য জুরি নাই।

এর থেকেও মারাক্তক ME GUI,

আর ME GUI এর থেকেও মারাত্বক VirtualDub



কিন্তু অতি জটিল কারুকাজ (কন্ট্রলিং) আর ভালো পিসি না হওয়ার কারনে আমি ME GUI ও VirtualDub ব্যবহার করি না।



XMedia Recode প্রথম প্রথম ব্যবহার করতেই আমাকে বেশ পড়াশুনা করতে হয়েছে।

http://www.xmedia-recode.de/download.html



Media Player হিসেবে Media Player Classic আমার প্রথম পছন্দ।

এর মূল ফাইলের সাইজ মাত্র 800কিলোবাইট।

কিন্তু 2010 সালের পরে এর মূল ডেভলপার এর ডেভলপ বন্ধ করে দেয়।



এর পরে আরেকদল ডেভলপার এটাকে MPC-HC (Media Player Classic Home Cinema) নামে ডেভলপ করতে থাকে।

http://mpc-hc.org/



এবং আরো একদল ডেভলপার K-Lite Codec Pack নামে MPC কে ডেভলপ করতে থাকে।

http://codecguide.com/download_kl.htm



এদিকে MPC-HC জনপ্রিয়তা পেলেও K-Lite Codec Pack জেনপ্রিয়তা পায় না। কেননা K-Lite Codec Pack এ এত বেশি অতিরিক্ত কোডেক ব্যবহার করা হয় যেটা প্লেয়ারকে স্লো করে দেয়। এবং প্রায়ই হ্যাং করে।



এখন আবার MPC-HC তাদের প্লেয়ারে LAV ডেকডার ব্যবহার করতেছে।

যেটা MPC-HC কে আরো শকিন্তশালী করেছে। Nvidia কে সরাসরি সাপোর্ট দিচ্ছে LAV....



আমি MPC-HC তে LAV Video ডেকডার ব্যবহার করি। আর অডিও ডেকডার হিসেবে PowerDVD 12 এর Cyberlink Audio Decoder ব্যবহার করি।

Cyberlink Audio Decoder তে রয়েছে Dolby Headphone সাপোর্ট সেটিংস..............



এদিকে KMPlayer এর উপরে এককাঠি হচ্ছে PotPlayer। এটাও যাচ্ছে তাই ভাবে কাসটোমাইজ করা যায়। KMPlayer এর থেকে বেশি স্মুথ চলে।

শুধু KMPlayer এর মত 3D সুবিধা এতে নেই।



http://www.videohelp.com/tools/PotPlayer



VLC ভালো। একে কাস্টমাইজ করে নিজের মত ডেকোডার যোগ করা যায় না। Unicode সাপোর্ট করে না তাই বাংলা সাবটাইটেল দেখা যায় না।

VLC কিছু কিছু ভিডিওকে বেশি উজ্জ্বল দেখায়।

এ ছাড়া এটাকে একটা ভালো প্লেয়ারই বলা যায়।



বি:দ্র: যতগুলো সফ্টওয়ার এর কথা বললাম সব গুলোই ফ্রিওয়্যার।

কিন্তু সবগুলো ওপেনসোর্স নয়।

পুনশ্চ: PowerDVD 12 ফ্রিওয়্যার না।

কিছু সিস্টেম করে এর Cyberlink Audio Decoder আমি MPC-HC তে ব্যবহার করি।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১০

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১১

বেথুন বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:২০

রণজিত্‍ কুমার মহন্ত বলেছেন: ও আমার ছোট শিক্ষক, আমার বস আমি এই ব্যাপারটা বুঝিনাই........... বুঝায়ে দিবেন কি??????? “আমি MPC-HC তে LAV Video ডেকডার ব্যবহার করি। আর অডিও ডেকডার হিসেবে PowerDVD 12 এর Cyberlink Audio Decoder ব্যবহার করি।
Cyberlink Audio Decoder তে রয়েছে Dolby Headphone সাপোর্ট সেটিংস............”


অডিও ডিকোড!!!! অডিও ডিকোডারের কাজ কি?????? MPC-HC তে অডিও ডিকোড.......... বুঝলুমনা......... এই ব্যাপারে আমার জ্ঞান নাই......... জ্ঞান দাও.............

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:০৪

বেথুন বলেছেন: একটা নোটপ্যাড ওপেন করেন । আর তাতে একটা ভিডিও ফাইল এনে ছেড়ে দেন। কিছুক্ষন পরে দেখবেন আপনার সামনে পৃথিবীর সবচেয়ে হাবিজাবি ভাষার অক্ষরগুলো হাজিন হয়েছে।
এটাই হচ্ছে Encode....

সব অডিও ভিডিও ফাইল Encode করা থাকে। সেটাকে শুধুমাত্র একটা মিডিয়া প্লেয়ারই Decode করতে পারে।
আর মিডিয়া প্লেয়ারে যে অডিও ভিডিও ডেকডার থাকে তারাই মূলত এইসব ইনকোড করা ফাইল পড়তে পারে।


এখন যখন আপনি কোন মিডিয়া প্লেয়ারে কোন ভিডিও ফাইল চালু করতে যান তখন ডিকোডার ঐ ইনকোড করা ভিডিও ফাইলটাকে প্রথমে ডিকোড করে পরে Video renderer এর মাধ্যমে ডিসপ্লে করে।

Video renderer সমন্ধ্যে জানতে চাইলে.............
http://en.wikipedia.org/wiki/Video_renderer
এখান থেকে কটা লাইন পড়ে নেবেন, তাহলেই বুঝবেন।

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:১৯

বেথুন বলেছেন: Decoder কিনতেও পাওয়া যায়।

PowerDVD 12 একটা পিমিয়াম মিডিয়া প্লেয়ার। যেটা টাকা দিয়ে কিনতে হয়।
আমি টাকা পয়সা না দিয়ে ওদের Cyberlink Audio Decoder টাকে Media Player Classic এ চালাই........
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.