![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই-সব হেলাফেলা, নিমেষের লীলাখেলা চারি দিকে করি স্তূপাকার, তাই দিয়ে করি সৃষ্টি একটি বিস্মৃতিবৃষ্টি জীবনের শ্রাবণনিশার।
ফ্রিল্যনসিং এর কাজ করতে গিয়ে টের পাচ্ছি শুরুটা মোটেও ভালো যাবে না।
প্রফাইল যেখানেই ক্রিয়েট করি সেখানেই আটকে থাকে।
80%-90% হয়ে আটকে থাকে। আর এগোয় না।
হতাস বোধ করতেছি।
এসব বিষয়ে কাজ না জানা থাকলে মহা মুশকিল। টাকা দিয়ে অনেকেই সাহায্য করতে পারে। কিন্তু কাজ শেখা কোন ডাল-ভাত কাজ না যে চড়ায়ে দিলাম চুলায় আর হয়ে গেলো।
oDesk এ অ্যাকাউন্ট খুলবেন কোন সমস্যা নাই। কিন্তু বাবা প্রফাইল 100% না হলে কাজ জুটবে না।
ঠিক আছে মানলাম ম্যালা তুলাধুনা করে প্রফাইল 100% হলো।
কিন্তু কাজ। তুমি কোন কাজ পার ???
দেখাগেলো সবি পারি কিন্তু কোনটাই ঠিক ভাবে পারি না। হা হা হা হা।
এক্সপেরিয়ান্স আছে। কিন্তু এক্সপার্টনেস নাই। মহা যন্ত্রনা।
সাধারন কাজের চেয়ে অনলাইন কাজে মহা ডিফরেন্স। বায়ার (কাজ প্রদানকারী) ৪টা কাজ দেয়।
দেখা যা শুধু একটা কাজ পারি । বাকিসব ফক্কা। কোন ধারনাই নাই।
আমার ইন্টারনেট ডাউনলোডিং এক্সপেরিয়ান্স আর গুগোল সার্চ সরাসরি কোন কাজে আসতেছে না।
ফেসবুকে পড়েথাকি। কিন্তু ফেসবুকের নানা খুটিনাটি এবং এই খুটিনাটি কী ভাবে কাজ করে সেটা জানি না।
ইংরেজি ভালো জানি(অন্তত আমার কাছে মনে হয় যে আমি ভালো জানি)।
টাইপিং জানি। কিন্তু কী কাজে লাগতেছে ???
শুধু চ্যাটিং এর কাজে। আর ?????
oDesk পরীক্ষা দিয়ে পাশ করতে হয়। ফেল করলে সমস্যা। বারবার ফেল করলে পরে দেখা করতে বলে।
elance পরীক্ষা নেয়। ভুল উত্তরে মার্ক কাটে। সঠিক উত্তরে মার্ক দেয়।
একটা পরীক্ষা পাশ করারম। কিন্তু পাস করে কী লাভ হলো সেটা আর বুঝতেই পারলাম না।
Fiverr কোন পরীক্ষার যন্ত্রনা নেই। তবে প্রফাইলা ভালো ভাবে সাজাতে হবে। % এর কোন ভ্যাজাল না।
কারো কাজ ভালো ভাবে করে দিতে পারলে রেটিং পাওয়া যায়। এই সাইটে কাজ করতে হলে আপনাকে খুব স্মার্ট হতে হবে।
ভালো স্মার্ট হতে পারলে Fiverr আপনার অখাদ্য-কুখাদ্যও কিনে নিবে হাসিমুখে।
তো, 3দিন আগে অ্যাকাউন্ট খুলে সব ঠিকঠাক করে কাজের বিজ্ঞাপন দিলাম।
আজো কেউ আগ্রহ দেখালো না।
মহা হতাসা।
তবে ছেড়ে দিচ্ছি না। আশপাশ থেকে লাখলাখ টাকার গল্প শুনতেছি।
লেগে থাকি। দেখি কী হয়।
২| ০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৪
মদন বলেছেন: মার্কেট প্লেসে পরে যান। আগে যে কোনো একটি কাজ ভালো মতো শিখুন। আর্টিকেল রাইটিং, ওয়েব ডিজাইন, ওয়েব প্রোগ্রামিং অথবা অন্য কিছু। আগে ভালো কাজ জানতে হবে এর পরে কাজ খুজতে হবে। কাজ জানলে কাজের অভাব নেই।
শুভ কামনা
৩| ০৯ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪০
জেনারেশন সুপারস্টার বলেছেন: অবশ্যই লেগে থাকুন ভাই।ফ্রিল্যানসিংয়ে বাংলাদেশর অবস্হান চতুর্থ।অন্যান্য দেশ অস্ত্র বানিয়ে শীর্ষে যাচ্ছে আর আমাদের যুবসমাজ যদি এমন পজিটিভ ওয়ার্কে দেশের মুখ উজ্জল করতে পারে তবেই তো দূর্নীতিতে শীর্ষ থাকার দাগ পরিষ্কার হবে।ডিজিটাল বাংলাদেশ এগিয়ে চলুক।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০১
নিরীহ বালক বলেছেন: হুম -_-