নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিনি পাতা দই.........

গড কখনই পাশা খেলতে পারেন না !!!

বেথুন

সেই-সব হেলাফেলা, নিমেষের লীলাখেলা চারি দিকে করি স্তূপাকার, তাই দিয়ে করি সৃষ্টি একটি বিস্মৃতিবৃষ্টি জীবনের শ্রাবণনিশার।

বেথুন › বিস্তারিত পোস্টঃ

ফ্রিল্যান্সিং শুরু করার আগে ও পরে

১৯ শে মে, ২০১৪ রাত ১২:০৫

রংপুর শহরে বসবাস প্রায় 4 বছর হয়ে গেলো। প্রতিদিনই প্রায় বিকেলবেলা কাজে অকাজে শহরের দিকে যাওয়া হয়।

হেটেই মূলত যাই। তো যখন দেখি, খুব দামি কোন মোটনসাইকেলে চড়ে কোন লাফাংগা বা ভদ্র বা মোটামুটি স্মার্ট

মানেক কোন ছেলে হেবি স্পিডে ড্রাইভ করে তখন মনে করতাম যে এটা নিশ্চই কোন বড়লোক বাপের লাফাংগা পোলা।

বাপের হোটেলে খায়। কোন কাজ কাম করে না। ফর্তি করে বেড়ানোর তাদের জরুরি কাজ।

কারো যদি পিসি বা ল্যপটপ দেখতাম তবে ধরে নিতাম যে হয় অফিসিয়াল কাজে ব্যবহার হয় নাহলে গান-মুভি-ফেসবুক দেখা, এর বেশি কিছু না।



কিন্তু আজকাল ফ্রিল্যান্সিং শুরু করার পরে হঠাৎ করে আমার ধারনা পাল্টাতে শুরু করেছে।

ফ্রিল্যান্সিং নিয়ে নানা গুজব। বড় ভাইদের কাছে শোনা গল্প। পেপার পত্রিকায় ফ্রিল্যান্সিং নিয়ে লেখালিখি ।

বিভিন্ন টেক সাইটে ফ্রিল্যান্সিংনিয়ে পোস্ট ইত্যাদি নানা মাধ্যম আজ আমার ধারনাকে পুরোপুরি উল্টে দিয়েছে।



আজকাল রাস্তাঘাটে সেরকম দামি লাফাংগা দেখলে মনে হয় যে সে একজন ফ্রিল্যান্সার। কাজ করছে টাকা কামাচ্ছে।

নিজের টাকায় নিজে উড়াচ্ছে। মোটনসাইকেল কিনছে, দামি পোষাক কিনছে। আড্ডা মেরে বেড়াচ্ছে।

যেহেতু সে ভালো টাকা কামাচ্ছে সো খরচ করতে সমস্যা কী।

আর এখন কারো যদি পিসি বা ল্যপটপ দেখি তবে মনে হয় যে এই লোক অবস্যই ফ্রিল্যান্সিং করে। টাকা দিয়ে নেট কিনে

মুভি-গান-ফেসবুক, এসব তো পুরাই লস যদিনা লোকটা ফ্রিল্যান্সিং করে।

সো, লোকটা অবস্যই ফ্রিল্যান্সিং করে বলেই আমি ধরে নেই।



এই হচ্ছে পরিস্থিতি।

আমি জানি আমি পুরোপুরি সঠিক না। কিন্তু আজকাল এই ধারনা গুলোই আমার মাথায় পাক খায়।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৪ সকাল ১১:২৪

সামির কবির বলেছেন: [img|http://cms.somewhereinblog.net/ciu/image/20622/small/?token_id=5e48c1083df2f4639dae3ad14c9dd706

আমার করা একটি সাইট দেখুন http://www.ismatphotography.com

২| ১৯ শে মে, ২০১৪ রাত ১১:৫৩

বেথুন বলেছেন: সুন্দর সাইট। লাইক দিলাম।

৩| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৮

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.