নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুয়া মফিজ

ভুয়া মফিজের সাথে ভুয়ামি না করাই ভালো...

ভুয়া মফিজ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ ক্রিকেটে অশনি-সংকেত

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৪

ইংল্যান্ড থেকে দলের সঙ্গে বাংলাদেশে না ফিরলেও সেখানে টেলিভিশনে দেয়া এক সাক্ষাতকারে হাতুরেসিংহে বলেছেন, পুরো টুর্নামেন্টে সিনিয়র ক্রিকেটাররা নিজেদের মেলে ধরতে পারলেও জুনিয়ররা সেভাবে কিছুই করতে পারেনি। এক্ষেত্রে সবচে বেশি ব্যর্থ হয়েছে সাব্বির রহমান। তাকে এবার ঘরোয়া ক্রিকেটে আবারো রান করেই দলে ফিরতে হবে। (Click This Link)

অর্থাৎ সাব্বির কে জাতীয় দল থেকে বাদ দেয়া হবে। খুব ভালো কথা, ব্যর্থ হলে বাদ দেয়াই উচিৎ। তবে এবার সৌম্যের সাথে সাব্বির এর ২০১৭ সালের ওডিআই পারফর্মেন্সের একটু তুলনা করি।

শ্রীলংকায় সৌম্য রান করেছে মোট ৪৮ (১০+৩৮), সাব্বির রান করেছে মোট ৫৪ (৫৪+০)। আয়ারল্যান্ড এ প্রস্তুতি ম্যাচে সৌম্য রান করেছে ১৭, সাব্বির ১০০ (অপঃ)। আয়ারল্যান্ড এ তিন জাতী টুর্নামেন্টে সৌম্য রান করেছে মোট ১৫৩ (৫+৬১+৮৭ অপঃ+ ০ ), সাব্বির রান করেছে মোট ১০১ (০+১+৩৫+৬৫)।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে ইন্ডিয়ার সাথে সৌম্য ২, সাব্বির ০ রান করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে সৌম্যের রান ৩৪ (২৮+৩+৩+০), আর সাব্বিরের ৫৯ (২৪+৮+৮+১৯)।

অর্থাৎ ২০১৭ তে এখন পর্যন্ত মোট ১২টা ম্যাচে সৌম্যের মোট রান ২৫৪, আর সাব্বিরের ৩১৪। কি বুঝলেন?
তাছাড়া ফিল্ডিং, বোলিং এবং স্ট্রাইক রেটে সাব্বির এগিয়ে। এর সবগুলো ম্যাচে সৌম্য একই পজিশনে খেলেছে, আর সাব্বিরকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা হয়েছে, আর পজিশন বদলালে খেলায় এর প্রভাব পরে এটা এখন সবাই জানে।

এর আগে শ্রীলংকায় রিয়াদকে নিয়ে পাপনের নাটক, মাশরাফিকে টি-২০ এর অধিনায়ক থেকে সরানো, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে দারুন পারফর্ম করা নাসিরকে উপেক্ষা - এগুলো কিসের আলামত? এর মানেই বা কি?

ক্রিকেটার রা যদি হাতুরেসিংহে আর পাপনের ব্যাক্তিগত পছন্দ-অপছন্দের শিকার হওয়া শুরু করে তাহলে তা নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের জন্য খারাপ খবর।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৮

গেম চেঞ্জার বলেছেন: ওদের সাইকোলজিক্যাল দুর্বলতা আছে। এমনিতে ওরা ফিট এবং খেলার জন্য যথেষ্ট উপযোগি। কনসালটেশন করলেই সমাধান হয়ে যাবে।

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:২১

ভুয়া মফিজ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, কিন্তু সমস্যা অন্য।

২| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৩

রায়হানুল এফ রাজ বলেছেন: আমাদের ক্রিকেট বিশ্লেষকদের ১ বছরের জন্য মাঠে নামিয়ে দেওয়া উচিৎ। আজাইরা পকপক করে।

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৪:২১

ভুয়া মফিজ বলেছেন: ক্রিকেট বিশ্লেষণের পূর্বশর্ত কি মাঠে নামা?

৩| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৪

রায়হানুল এফ রাজ বলেছেন: সবাই একটু বেশি বোঝে কিনা তাই। ভেতরে গিয়েই বুঝুক।

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৯

ভুয়া মফিজ বলেছেন: আজাইরা পকপক না করে সমস্যা তুলে ধরা উচিত।

৪| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৫

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: ওদের সাইকোলজিক্যাল দুর্বলতা আছে। এমনিতে ওরা ফিট এবং খেলার জন্য যথেষ্ট উপযোগি। কনসালটেশন করলেই সমাধান হয়ে যাবে।

৫| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:


আপনার নিকের মাঝে "ভুয়া" শব্দটি আছে; পোস্টও কি ভুয়া?

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪৮

ভুয়া মফিজ বলেছেন: যেমন মনে করেন।

৬| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৪

মক্ষীরাজা বলেছেন: ভাইয়ুমণিতা!!!!!!!!!

বাহ!!!!!!!!

মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!

ঠিক পরীর দেশের রাজণ্যদের লেখা !!!!!!!!

উলে জাদুরে। উম্মা :>

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৬

খায়রুল আহসান বলেছেন: পুরনো পোস্ট, পড়ে সে সময়ের বাংলাদেশ দলের খেলার কথা মনে পড়ে গেল। সাব্বির বনাম সৌম্যের তুলনাটা তুলে ধরে ভাল করেছিলেন।
নাসির একজন দক্ষ ক্রিকেটার ছিল। কিন্তু উপেক্ষা আর অবহেলার যাঁতাকলে পিষ্ট হয়ে সে খেলোয়াড়টা হারিয়েই গেল!

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩১

ভুয়া মফিজ বলেছেন: অন্য সবকিছুর মতো দেশের ক্রিকেটও পরিকল্পনাহীনতা আর স্বজনপ্রীতির বাইরে না। সেজন্যেই আমাদের কাঙ্খিত সাফল্য আসছে না। মাঝে মধ্যে দু'একটা অপ্রত্যাশিত ফল আমরা পাই ঠিকই, কিন্তু কোন ধারাবাহিকতা নাই। সেজন্যেই আফগানিস্থানের কাছেও আমরা হেরে যাই। ওয়েষ্ট ইন্ডিজের তৃতীয় সারির দলের কাছেও হারি।

এধরনের ফল হলেই ক্রিকেট কর্তারা বড় বড় কথা বলে। অন্যের ঘাড়ে দোষ চাপায়.......এবারও ব্যতিক্রম হয় নাই।

এটাই আমাদের নিয়তি খায়রুল ভাই। আমরা আম-জনতা কিই বা করতে পারি!!! :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.