নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোরে ঘুম থেকে উঠেই জানালার পর্দা সরালাম, আর মুগ্ধ হয়ে গেলাম। এক অতি অতি শ্বেত-শুভ্র সকাল আমাকে অভ্যর্থনা জানালো। সকালে এই চিত্র দেখবো মোটামুটি জানা ছিল, তারপরও কেমন যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। আগে থেকে জানা থাকলেও সত্যের মুখোমুখি হওয়া সবসময়ই ভিন্ন ব্যাপার। যতদুর চোখ যায়, যেদিকে চোখ যায়; শুধু সাদা আর সাদা। মনে হচ্ছে বাইরের পুরো জগতটাই শুভ্রতায় মোড়া এক অস্থির সৌন্দর্য। জানালার পাশ থেকে সরতে পারছিলাম না, মনে হচ্ছিল সুপার গ্লু দিয়ে কেউ পা’দুটো ওখানেই লাগিয়ে দিয়েছে। ঘন্টাখানেক দাড়িয়ে থাকলাম। তখনও সমানে তুষারপাত হচ্ছে। আবহাওয়া অফিসের ভাষ্য অনুযায়ী আজ সারাদিনই তুষার পাত হবে।
ইয়ার এন্ডিং এর জন্য এই সময়ে প্রচন্ড ব্যস্ততা থাকে। তার উপর আসন্ন বড়দিন আর নববর্ষের জন্য ২০ তারিখের পর আর তেমন কোন কাজ-কর্ম কেউ করে না। গোদের উপর বিষ-ফোড়ার মতো জানুয়ারীতে দেশে আসার প্রস্তুতি নেয়া। সব মিলিয়ে এত ব্যস্ত যে, সামুতেই ঠিক মতো আসতে পারি না, কিছু লেখা তো দুরের কথা! ভেবেছিলাম বেচে থাকলে দেশ থেকে ঘুরে এসেই লিখবো। কিন্তু এই অসম্ভব সুন্দর প্রকৃতি দেখে ভাবলাম, নিদেনপক্ষে একটা ছবি ব্লগ দেই। তারপর ভাবলাম, শুধুই ছবি দিবো? দু’চার কলম না লিখলে কেমন দেখা যায়!!!
কর্মস্থল ১০ মিনিটের ড্রাইভ দুরত্বে, লাগলো আধাঘন্টা! স্টিয়ারিং ঘুরাই একদিকে, গাড়ী যায় আরেকদিকে। চাকার সাথে রাস্তার কোনই যোগাযোগ নাই!
ঢোকার মুখেই জ্যাকব হৈ হৈ করে উঠলো, দেখেছো, কি সুন্দর! বড়ই দুঃখের বিষয়, তোমাদের দেশে এমনটা হয়না! উজবুকটা সকাল সকাল মেজাজ খারাপ করে দিল। এই পোলিশটা সবসময় বোঝানোর চেষ্টা করে, আমাদের দেশে ভালো কিছুই নাই! গাধাটাকে বললাম, চলো কফি খাই। খুশিতে নাচতে নাচতে চলে এলো।
ওকে বললাম, ঝুম বৃষ্টি দেখেছো? দশহাত দুরে দেখা যায় না এমন!
বললো, না তো! দেখিনি! এমন বৃষ্টিও হয় নাকি? হলেও তোমাদের দেশে হতে পারে কিন্তু তারপরই তো বন্যা হয়! আহা কি কষ্ট! বদমাশটার চেহারায় কোন কষ্ট নাই, খুশিতে ঝলমল করছে। ভাবখানা এমন, আইজ তোরে পাইছি! আমিও অবশ্য মনে মনে তাই বললাম।
বললাম, তুষারপাত অবশ্যই সুন্দর, কিন্তু ওই পাত পর্যন্তই। এরপরেই অসুন্দরের শুরু! সাদা তুষার লোকজনের পায়ের আর গাড়ীর চাকার চাপে কালো হয়ে যায়। শক্ত হয়ে গিয়ে লোকজনের আছাড় খাওয়া শুরু হয়। গলতে শুরু করলে চারিদিকে প্যাচপ্যাচে, থকথকে কাদার মতো হয়ে যায়, শরীর ঘিনঘিন করে।
আর বৃষ্টি!!!! সব ভালো। মুষলধারে বৃষ্টির সৌন্দর্য না দেখলে বুঝবে না। বৃষ্টির শব্দ হচ্ছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মিউজিক। আর বৃষ্টির পরে!! চারিদিক ঝকঝকে, তকতকে। কোথাও একতিল ধুলা নাই। আর গাছ-পালা দেখলে তোমার মনে হবে এইমাত্র নতুন গাছ ফ্যাক্টরী থেকে এনে কেউ লাগিয়ে দিয়েছে। শেষে শেষ পেরেকটা ঠুকলাম। বললাম, নেক্সট হলিডেতে গিয়ে ঘুরে আসো, দুনিয়াটা যদি নাই দেখলে, পার্থক্য বুঝবে কি করে? অন্ততঃ বোকার মতো কথা বলা তো তোমার বন্ধ হবে!!!
ব্যাটা মুখ ব্যাজার করে চলে গেল।
যাইহোক, এসেছিলাম ক’টা ছবি দেখাতে! বকবক করতে করতে কোথা থেকে কোথায় চলে গেলাম। বাচাল লোকজন নিয়ে এই এক অসুবিধা, বিষয়বস্তুতে স্থির থাকতে পারে না! নিন, ছবি দেখুন।
আর হ্যা, সবাইকে ইংরেজি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। আগামী বছরে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুন্দর সুন্দর লেখা পোষ্ট করুন।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪
ভুয়া মফিজ বলেছেন: আপনাদের পাশের বাড়ি হতেও পারে....... , তবে দেশটা যুক্তরাজ্য। এখন কি মনে হয়?
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩১
মোস্তফা সোহেল বলেছেন: লেখা ও ছবি দুটিই ভাল হয়েছে।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৮
ভুয়া মফিজ বলেছেন: ধন্যবাদ ভাই। ছবি আরও সুন্দর হতে পারতো, তুষারপাতের পর পরই তুলতে পারলে। সময়ের অভাবে পারি নাই.... । ভালো থাকবেন।
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪১
সামিয়া বলেছেন: খুবই সুন্দর ছবি, আমার বান্ধবী ফিনল্যান্ড থেকে এরকম বেশ কিছু ছবি আজই দিলো আমায় ভাইবারে , সাথে লিখছে কি ঠাণ্ডা কি ঠাণ্ডা সামিয়া কি যে ঠাণ্ডা হুহুহু
অল্পকথায় অসাধারণ লিখেছেন বেশ ভাললাগলো।
আর হ্যাঁ আজ নবম বাংলা ব্লগ দিবস , শুভেচ্ছা রইলো।।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৮
ভুয়া মফিজ বলেছেন: আপনাকে শুভেচ্ছা জানিয়েছি, আবারও শুভেচ্ছা।
আসলে ঠান্ডা একটু কমলেই তুষারপাত শুরু হয়। আর ইউরোপ মেইনল্যান্ডের তুলনায় এখানকার ঠান্ডা অন্যরকম। দ্বীপ হওয়াতে সমুদ্র থেকে সবসময়ই একটা বাতাস আসে, একেবারে হাড় কাপিয়ে দেয়।
ধন্যবাদ, ভালো থাকুন সবসময়।
৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩২
ওমেরা বলেছেন: পাশের বাড়ি না হোক পাশের দেশ তো !! সময় লাগে মাত্র ১: ৪৫ মিনিট ।
তাইতো মনে মনে আরেকটা কথা বলেছিলাম স্নো গুলো সুন্দর না কেন !!
১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৬
ভুয়া মফিজ বলেছেন: পাশের দেশের স্নো সুন্দর হয় না, এমন থিয়রী জানা ছিল না। যাইহোক, শেখার কোন শেষ নাই, নতুন জিনিস শিখলাম.... ।
আচ্ছা যান, আপনাদের স্নো-ই বেশি সুন্দর, আমাদেরটা পচা। আশাকরি এখন আনন্দিত!!!
৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০০
মোঃ মাইদুল সরকার বলেছেন: লেখা ও ছবি ভালেই লাগলো ভাইজান।
আপনাকেও অগ্রিম ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১০
ভুয়া মফিজ বলেছেন: পড়া / দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইজান। সুস্থ থাকেন, আনন্দে থাকেন।
৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪০
রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট ভালো লাগলো।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৭
ভুয়া মফিজ বলেছেন: ধন্যবাদ। আপনার ভালো লাগা সবার মাঝে সন্চারিত হোক!!!
৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৮
চানাচুর বলেছেন: সুন্দর পোস্ট, আনন্দের পোস্ট, চিন্তার পোস্ট!
১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৫
ভুয়া মফিজ বলেছেন: বাপরে, এতকিছুর সমাহার এক পোস্টে! তাহলে এটা তো চানাচুর পোস্ট..... । ভালো থাকুন আর আনন্দে থাকুন।
৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৫
সাইন বোর্ড বলেছেন: মফিজ ভূয়া হলেও ছবিগুলো বেশ সতেজ মনে হলো...
১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২০
ভুয়া মফিজ বলেছেন: মফিজ ভূয়া বলে তো আর জগত সংসার ভূয়া হয়ে যায় না, নাকি বলেন।
তবে ছবির বরফও তিনদিনের পুরানো, বাসি...
৯| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৭
কাতিআশা বলেছেন: উইকএন্ডে কাজ না থাকলে তখনি শুধু স্নোয়ি ডে তে লেপ মুড়ে টিভি দেখতে ভালো লাগে..গত সপ্তাহে তোলা ভোর বেলার ছবি ছেলের রুম থেকে..।
উইকএন্ডে কাজ না থাকলে তখনি শুধু স্নোয়ি ডে তে লেপ মুড়ে টিভি দেখতে ভালো লাগে..গত সপ্তাহে তোলা ভোর বেলার ছবি ছেলের রুম থেকে..।
২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৫
ভুয়া মফিজ বলেছেন: উইকএন্ডে কাজ না থাকলে তখনি শুধু স্নোয়ি ডে তে লেপ মুড়ে টিভি দেখতে ভালো লাগে সাথে চা আর চানাচুর মাখা
১০| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫৮
ফেরদৌসা রুহী বলেছেন: জ্যাকবকে উচিত জবাব দিয়েছেন।
ছবিগুলি সুন্দর সাথে আপনার প্যাচালও উপভোগ্য।
নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা আপনাকেও।
২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৯
ভুয়া মফিজ বলেছেন: জ্যাকবকে উচিত জবাব দিয়েছেন ওকে বিভিন্ন সময় এরকম ট্রিটমেন্ট দেই, তারপরও লজ্জা হয়না। ভালো থাকবেন।
১১| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৫
সোহানী বলেছেন: স্নো কাহাকে বলে... দেখতে চাইলে কানাডায় আইসেন............
২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৪
ভুয়া মফিজ বলেছেন: জাপানে স্নো আরো বেশী পড়ে, সেখানে যাওয়াই তো ভালো, তাইনা? আমি ভাই অল্পতেই খুশী। স্নো দেখার জন্য দুনিয়া ঘোরার ইচ্ছা নাই । তবু বলার জন্য ধন্যবাদ।
১২| ২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৩
চানাচুর বলেছেন: ছবিগুলোর জন্য সুন্দর পোস্ট, স্নো পড়ায় আপনার আনন্দ লাগছিল তাই আনন্দের পোস্ট এবং স্নো পড়ার পরবর্তী ফলাফলের জন্য চিন্তার পোস্ট
২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২২
ভুয়া মফিজ বলেছেন: অতি অতি সুন্দর চিন্তার বহিঃপ্রকাশ। প্রথমে তো এতো ডিটেইলসে বুঝি নাই। যেমন মন্তব্য, তেমনই তার ব্যাখ্যা!! আবারও আনন্দ পেলাম
১৩| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
শায়মা বলেছেন: মনে হচ্ছে মেঘের উপরের দেশের ছবিগুলো।
ভাইয়া স্নো দিয়ে একটা স্নো হ্যোয়াইট বানিয়ে আমাদেরকে দেখিও তো!
২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭
ভুয়া মফিজ বলেছেন: স্নো হ্যোয়াইট বানানো খুবই কঠিন... , কাউকে আজ পর্যন্ত বানাতে দেখিওনি। আমি সান্তা ক্লজও বানাইনি কখনও। আসলে বাইরে ঠান্ডায় এসব করার চাইতে ঘরে ওমের মধ্যে বসে চা-কফি খাওয়াই আমার প্রিয়। তবে ছোটবোন হিসাবে একটা আব্দার করেছো যখন.... দেখি নেক্সট স্নো-ফলে কিছু করতে পারি কিনা!!!
১৪| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
আহমেদ জী এস বলেছেন: ভুয়া মফিজ ,
সব ভুয়া ছবি , তিন দিনের বাসী -পঁচা বরফের ছবি ! আমাদের মফিজ পেয়েছেন ?
জ্যাকবের সাথে বৃষ্টির মিষ্টি নিয়ে এতো বাহাস করলেন অথচ কেউ তো সাহস করে বৃষ্টির ছবি দিলোনা আপনাকে । সবাই কাছিয়ে কুঁড়িয়ে বরফ গুড়োর ছবিই তো দিলো !
এবারে আমি তরতাজা বৃষ্টির ছবি দিলুম আপনাকে , ঝরঝরে লেখায় কড়কড়ে ভালোলাগা জানিয়ে ..............
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৬
ভুয়া মফিজ বলেছেন: দিলেন তো ভাই মনটা খারাপ করে । কতো বছর এইরকম বৃষ্টি দেখি না.........
১৫| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বড় বেশী ঠান্ডা লাগছে। মোটা শীতের কাপড় না পরে এই পোস্টে আসা উচিত হয়নি।
ছবি, বর্ণনা ভাল হয়েছে।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৯
ভুয়া মফিজ বলেছেন: হে হে হে ভালো বলেছেন। তবে স্নো-ফলের পরে ঠান্ডা একটা কমে যায়।
১৬| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২০
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া। তবে স্নোম্যান না কিন্তু স্নো হ্যোয়াইট বানিও ওকে???
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৪
ভুয়া মফিজ বলেছেন: না না, স্নোম্যান কেন বানাবো! তোমার অর্ডার তো স্নো হোয়াইটের, তাইনা!!!
১৭| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২০
ওমেরা বলেছেন: ভূয়া মফিজ ভাইয়া আপনার দাওয়াত রইল স্নো হোটেল দেখতে আসার ।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩২
ভুয়া মফিজ বলেছেন: সে না হয় আসলাম, কিন্তু ঠিকানা কোথায়?
১৮| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৭
ট্রাম্প বিন পুতিন বিন হিটলার বলেছেন:
পুতিন বলছেনঃ বাড়িগুলোর উপর বরফ পড়ে সুন্দর ছবি হয়েছে।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৭
ভুয়া মফিজ বলেছেন: আপনার দেশে তো এই ছবি হর-হামেশাই দেখা যায়, তাই না? অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
১৯| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০২
আখেনাটেন বলেছেন: চমৎকার তুষারাবৃত ছবিগুলো। বর্ণনাও মন্দ না।
২২ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৮
ভুয়া মফিজ বলেছেন: ছবিগুলোর ব্যাপারে আমি আসলে পুরোপুরি সন্তুষ্ট না। স্নো-ফল হয়েছিল প্রায় ১ ফুট। ৩/৪ দিন পর ছবিগুলো নেয়াতে অনেকটাই গলে গিয়েছিল! সাথে সাথে তুলতে পারলে দেখার মতোই হতো।
তবুও আপনার ভালো লাগায় আমিও অানন্দিত।
২০| ১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৪
কালীদাস বলেছেন: পোলিশরা রেসিস্ট, এটা এরা নিজেরাই স্বীকার করে। তবে এই লোকের এটিচ্যুড বরং ফ্রেঞ্চদের সাথে মিলে বেশি। এবং টিট ফর ট্যাট একেবারেই সহ্য করতে পারে না ফ্রেঞ্চরা। হাস্যকর।
ছবিগুলো সুন্দর। এবার বেশ ভালই স্নো পড়েছে পশ্চিম ইউরোপে।
১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০১
ভুয়া মফিজ বলেছেন: পোলিশরা রেসিস্ট, এটা এরা নিজেরাই স্বীকার করে একদম ঠিক। এ ব্যাপারে আমার আরেক পোলিশ কলিগের সাফাই হচ্ছে, এরা নিজেদের দেশের বাইরে আসা শুরু করেছে বেশিদিনের কথা না। বেশির ভাগ পোলিশই জীবনে অন্য রংএর মানুষ দেখে নাই, তাই এমন!!!
এবার আবহাওয়া একটু বেশীই খামখেয়ালীপনা করছে। আজ দু'দিন ধরে এখানে তুষারপাত হচ্ছে যা একেবারেই অপ্রত্যাশিত।
২১| ২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
মাআইপা বলেছেন: লেখা আর ছবি দুটোই খুব সুন্দর হয়েছে।
“বৃষ্টির শব্দ হচ্ছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মিউজিক”
শুভ কামনা রইল
২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩১
ভুয়া মফিজ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৬
ওমেরা বলেছেন: আচ্ছা এটা কোন দেশ ছবি দেখে তো মনে হচ্ছে আমাদের পাশের বাড়ি ।