নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবির এই জামাই-বউ চানাচুর আমার খুবই প্রিয়। দেশে যখনই যাই, এই চানাচুরের গাড়ী খুজে বের করি। সাধারনতঃ গাড়ীটাকে বেশীরভাগ সময় মোহাম্মদপুর শিয়া মসজিদের আশে-পাশেই পাওয়া যায়, আবার মাঝে-মধ্যে হাওয়া হয়ে যায়, তখন মন খুবই খারাপ হয়। দেশে কেউ গেলে আমার একটাই আব্দার থাকে, এই চানাচুরের অন্ততঃ একটা প্যাকেট আমার জন্য যেন নিয়ে আসে!
যাইহোক, এবার চানাচুর-কথনের আসল উদ্দেশ্য বলি। অনেকদিন থেকেই ইচ্ছা; আমাদের রাজীব গান্ধী... .. ..থুক্কু রাজীব নুরের মতো একটা চানাচুর মার্কা পোষ্ট দেয়া। আজ দিবো...কাল দিবো করছি অনেকদিন থেকে, দেয়া হচ্ছে না। গত সপ্তাহে এক ছোটভাই দেশ থেকে ফিরেছে। আমার জন্য চানাচুর এনেছে তিন প্যাকেট। খুশীর চোটে ভাবলাম, এবার এই পোষ্ট দেয়া থেকে কেউ আমাকে বিরত রাখতে পারবে না। তাছাড়া এই এক জীবনে তো অনেক ইচ্ছাই অপূর্ণ থেকে যায়, ছোটখাটো ইচ্ছাগুলো দ্রুত পূরন করে ফেলা উচিত, তাই না! যেই কথা, সেই কাজ.. .. ..দিলাম পোষ্ট। দেখেন তো? ঠিকঠাক মতো নকল করতে পারলাম কিনা?
১। চুরি নিয়ে অনেক অনেক বিখ্যাত উক্তি বা প্রবাদবাক্য আছে। একটা ইংলিশ প্রবাদ বাক্য এমন, ''যদি তুমি অল্প টাকা চুরি করো, তাহলে তুমি চোর। কিন্ত যদি তুমি কোটি টাকা চুরি করো, তাহলে তুমি সমাজের একজন গন্যমান্য ব্যাক্তি।'' সম্ভবতঃ এটা বৃটিশ কলোনিয়াল যুগের লর্ড ক্লাইভের মতো ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। বৃটিশরা যে কতো বড় চোর এটা লন্ডনের বৃটিশ মিউজিয়ামে গেলে কিছুটা বোঝা যায়! হেন জিনিস নাই যা এরা দুনিয়ার বিভিন্ন দেশ থেকে আনে নাই।
২। গতকাল আমাদের শহরের টাউন সেন্টারে কিছু একটা চিন্তা করতে করতে হাটছিলাম। আনমনে পকেট থেকে প্যাকেট বের করে একটা সিগারেট ধরালাম। প্রায় সঙ্গে সঙ্গেই একটা আনুমানিক ১৫/১৬ বছরের অপূর্ব সুন্দরী মেয়ে এসে বললো, তোমার কাছে কি কোন স্পেয়ার সিগারেট আছে? বুঝলাম সে আমার প্যাকেট দেখে ফেলেছে। বললাম, আছে। কিন্তু তোমাকে দেখে মোটেও ১৮ বছরের উপরের মনে হচ্ছে না। কাজেই তোমাকে সিগারেট দিয়ে আমি বিপদে পরতে চাই না।
মেয়েটা মন খারাপ করে চলে গেল। দেখে একটু খারাপই লাগলো, কিন্তু উপায় নাই। এদের জ্বালায় আমি প্যাকেট বের করি না। কায়দা করে পকেটের ভিতর থেকেই প্যাকেট থেকে একটা স্টিক বের করি! আনমনা থাকায় প্যাকেট বের করে ফেলেছিলাম!!
৩। আমার বই পড়ার জগতের একটা বিশাল অংশ দখল করে ছিল সেবা প্রকাশনীর বইগুলো। কুয়াশা দিয়ে শুরু। তারপর একে একে মাসুদ রানা, ওয়েস্টার্ন, কিশোর ক্লাসিক, অনুবাদ, রহস্য পত্রিকা.. ..কিছুই বাদ রাখিনি। দেশ ছাড়ার পর বিভিন্ন কারনে আর সেবার বই পড়া হয় না। কিছুদিন আগে একজনের কাছ থেকে একটা রহস্য পত্রিকা এনেছিলাম। বেশ কয়েকদিন ধরে আস্তে আস্তে রসিয়ে রসিয়ে পড়লাম, আর নস্টালজিক হলাম।
আহা.. ..আগে কি সুন্দর দিন কাটাইতাম, কেন যে শুধু শুধু বড় হইলাম!
৪। রাণী মুখার্জির 'হিচকি' মুভিটা কে কে দেখেছেন? ভাবছি এটা নিয়ে একটা পোষ্ট দিব।
৫। ধর্ম আর রাজনীতি, এই দুই বিষয় নিয়ে তর্ক করতে যাওয়া আমার কাছে সময়ের নিদারুন অপচয়ের নামান্তর। কারন, কোন পক্ষই আদতে তার বিশ্বাস থেকে পিছু হটে না, তর্ক চলতেই থাকে। তবে সমস্যা সেখানে না, সমস্যা হলো, এই তর্ক আস্তে আস্তে যুক্তি বাদ দিয়ে খিস্তি-খেউরির দিকে অগ্রসর হয়!
৬। পৃথিবীর বর্তমান রাজা-রানীদের সেই আগের দিন আর নাই। তবে বৃটেনের রানী, ২য় এলিজাবেথের ব্যাপারটা একটু আলাদা। পৃথিবীর কোন দেশে যেতে উনার কোন পাসপোর্ট লাগে না, তাই উনার কোন পাসপোর্ট নাই। বাকিংহাম প্রাসাদে উনার নিজস্ব ক্যাশ মেশিন (এটিএম) আছে। গ্রেট বৃটেন ছাড়াও বিশ্বের আরো ১৫টি সার্বভৌম রাষ্ট্রের রানী ও রাষ্ট্রপ্রধান তিনি।
৭। যারা উইল স্মিথের The Pursuit of Happyness মুভিটা দেখেন নাই, তারা একবার হলেও দেখবেন, প্লিজ। আমি কয়েকবার দেখেছি। তবুও প্রায়ই দেখতে ইচ্ছা করে।
৮। জীবনে আমি দেশে-বিদেশে অনেক বিচিত্র মানুষ দেখেছি। আমার এই ক্ষুদ্র জীবনে দেখা বিচিত্রতম মানুষ ছিলেন হুমায়ুন আহমেদ। আমার কাছে হুমায়ুন ভাই। উনি একাধারে ছিলেন আমার এক সময়ের প্রতিবেশী, পরবর্তীতে পারিবারিক কিছু যোগাযোগ ছিল। আরো পরে কর্মসূত্রেও উনার সাথে আমার দেখা-সাক্ষাৎ হতো। একবার এক মিটিং থেকে বের হয়ে বাইরে এক গাছতলায় দাড়িয়ে সিগারেট ফুকছি। উনি ড্রাইভারকে ডেকে বিদায় করে দিলেন। আমি বললাম, ঘটনা কি? ড্রাইভারকে বিদায় করলেন যে? হুমায়ুন ভাই বললেন, এই রোদের মধ্যে ক্ষুধাপেটে রাস্তায় রাস্তায় হাটো, অনেক ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবে। তারপর আমাকে হতবাক অবস্থায় রেখে উনি দুপুর ২টার সময় এপ্রিল মাসের পিচগলা রাস্তায় নেমে পরলেন। মিটিং শেষে লান্চের জন্য উনাকে অনেক জোড়াজুড়ি করা হয়েছিল। তখন কিছুই না খাওয়ার মাজেজা বুঝলাম।
এই ছিলেন ওয়ান এন্ড ওনলি হুমায়ুন আহমেদ। আমার মনে হয়না, বাকী জীবনেও আমি এতো বিচিত্র কোন মানুষের সান্নিধ্য পাবো। উনার প্রতিটা বই আমার কালেকশানে আছে। আজও যখনই উনার কোন বই পড়ি, হুমায়ুন ভাইকে যেন চোখের সামনে দেখি।
৯। বিয়ের আগে প্রেমিক-প্রেমিকার কথোপকথনঃ
প্রেমিকঃ যাক, অবশেষে তুমি রাজি হলে। আমি আর অপেক্ষা করতে পারছিলাম না।
প্রেমিকাঃ তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে?
প্রেমিকঃ অবশ্যই না। এ নিয়ে ভুলেও চিন্তা করবে না তুমি!
প্রেমিকাঃ তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো?
প্রেমিকঃ অবশ্যই.. .. ..সারা জীবন
প্রেমিকাঃ আমাকে কখনও ধোকা দেবে?
প্রেমিকঃ প্রশ্নই আসে না, এ ধরনের কথা তোমার মাথায় আসছে কোথা থেকে?
প্রেমিকাঃ তুমি কি আমার চুল নিয়ে খেলবে?
প্রেমিকঃ নিশ্চয়ই.. .. যতোবার সুযোগ পাবো।
প্রেমিকাঃ তুমি কি আমাকে কখনও আঘাত করবে?
প্রেমিকঃ তুমি কি পাগল? আমি মোটেই সে ধরনের মানুষ নই।
প্রেমিকাঃ আমি কি তোমাকে পুরাপুরি বিশ্বাস করতে পারি?
প্রেমিকঃ হ্যা।
প্রেমিকাঃ প্রিয়তম!
আর বিয়ের পরে?
উপরের লেখাটা নিচ থেকে উপরের দিকে পড়ে যান।
৬ নং, ৯ নং এবং ছবিটা নেট থেকে নেয়া।
১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৩
ভুয়া মফিজ বলেছেন: ঠিকই বলেছেন, চানাচুর আরো বেশী মজা! বিশেষ করে জামাই বৌ চানাচুর!
২| ১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৩
সাইন বোর্ড বলেছেন: ১ ও ৮ নং ভাল লেগেছে ।
১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৪
ভুয়া মফিজ বলেছেন: মন্তব্যে ধন্যবাদ।
৩| ১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৬
বাকপ্রবাস বলেছেন: দারুণ, ২ আর ৯ খুব ভাল লেগেছে, প্রত্যেকটাই দারুণ
১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৬
ভুয়া মফিজ বলেছেন: যাক, মিশন তাহলে সাকসেসফুল!
৪| ১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫২
বিজন রয় বলেছেন: হা হা হা ........ অনেক মজা।
১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৮
ভুয়া মফিজ বলেছেন: পোষ্ট টা সার্থক মনে হচ্ছে! ভালো থাকবেন দাদা।
৫| ১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৪
কাইকর বলেছেন: ভাল লাগলো
১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৯
ভুয়া মফিজ বলেছেন: ধন্যবাদ পরিচালক সাহেব।
৬| ১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে। শেষের'টা পড়ে তো হাসি আটকাইয়া রাখা মুস্কিল! যদিও এমন পোস্ট আগেও পড়েছি।
১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২১
ভুয়া মফিজ বলেছেন: যদিও এমন পোস্ট আগেও পড়েছি ঠিক বলেছেন। তবে এই ধরনের লেখাগুলোর মূল লেখক যে, সে কত্তোবড় ট্যালেন্ট এটাই চিন্তা করি মাঝে মাঝে।
৭| ১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: হুম। কিছু কিছু লেখা পড়লে মুগ্ধতার সাথে অবাক না হয়েও উপায় থাকেনা।
১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪০
ভুয়া মফিজ বলেছেন: সত্যিই তাই।
৮| ১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৮
যাযাবর চখা বলেছেন: চানাচুরের মতোই লাগলো। মজাদার হইছে।
১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৩
ভুয়া মফিজ বলেছেন: চানাচুরের মতোই লাগলো চেষ্টাটা সেরকমই ছিল।
৯| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০০
নতুন নকিব বলেছেন:
১, ২ পড়লাম। বেশ লাগলো। আচ্ছা, ২ নংটা কি আপনার বাস্তব অভিজ্ঞতার ঘটনা? কোন্ দেশের?
১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৪
ভুয়া মফিজ বলেছেন: ১, ২ পড়লাম। বেশ লাগলো। বাকীগুলো পড়েন নাই?
আমার বাস্তব অভিজ্ঞতাই। ইংল্যান্ডে।
ধন্যবাদ।
১০| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১০
কাওসার চৌধুরী বলেছেন:
ব্যতিক্রমী পোস্ট; ভাল লাগলো +++
১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫০
ভুয়া মফিজ বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
১১| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৫
অচেনা হৃদি বলেছেন: সব শেষেরটা সেরকম হয়েছে! ++
তবে পুরোপুরি রাজীব নূর স্টাইলে হয়নি। কিছুটা হয়েছে।
১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫১
ভুয়া মফিজ বলেছেন: পুরোপুরি রাজীব নূর স্টাইলে হয়নি। কিছুটা হয়েছে কিছু তো হয়েছে, তাতেই আমি খুশি!
১২| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: নাহ, রাজীব নুরের মত হয়নি। তবে আপনার নিজের স্টাইলে লেখাগুলো তো ভালোই হয়। হঠাৎ রাজীব নুর ভাইয়ের স্টাইলে লেখার চিন্তা মাথায় ঢুকল কেন? আপনি এমনিতেই খুব ভালো লিখেন। আর চানাচুরের ব্যাপারটা বোঝা গেল না। কী বিশেষত্ব সেই চানাচুরে?
হুমায়ূন আহমেদ বেশি বেশি পড়ার ফল হল রাজীব নুর ভাই। তার লেখায় হুমায়ূন আহমেদ বেশি বেশি ফুটে বেরোয়। তার লেখাগুলো পড়তে ভালোই লাগে। আপনি হুমায়ূন আহমেদ সব পড়ে থাকলে তাঁর খামখেয়ালিপনার সাথেও নিশ্চয়ই পরিচয় হয়েছে? তাই হুমায়ূন আহমেদের লেখার অনুকরণ করুন আপনি দ্বিতীয় রাজীব নুর হয়ে যাবেন।
১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৯
ভুয়া মফিজ বলেছেন: রাজীব নুরের মত হয়নি বলেন কি, পরিশ্রম দেখি মাঠেই মারা গেল!
শখ হলো রাজীব নুরের স্টাইলে লেখার, এই আর কি।
এই চানাচুর খেতে খুব মজা লাগে, এটাই বিশেষত্ব।
দ্বিতীয় রাজীব নুর হওয়ার কোন ইচ্ছা নাই। মজা করার জন্যই এই পোস্ট। হুমায়ূন ভাই এর খামখেয়ালিপনার সাথে আমি খুব ভালোভাবেই পরিচিত। ৮ নং এই তো বললাম, তাই না!
ভালো থাকবেন।
১৩| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৭
রাজীব নুর বলেছেন: ৯ নং টা জটিল হইছে।
১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৩
ভুয়া মফিজ বলেছেন: জটিল হইলেই ভালো, বাকীগুলি কেমন হইছে...কইলেন না!
১৪| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার চানাচুর পোস্ট ভালো হয়েছে।
ব্লগে আমার মতো একঘরে মানুষ পাচ্ছিলাম না। আজ আপনার এই পোস্টের ৫ নম্বর চানাচুর পড়ে মনে হচ্ছে আর একজনকে পেয়ে গেছি। আপনাকে অভিনন্দন। ভালো থাকবেন এবং চিরকাল একঘরে হয়েই থাকবেন। ধন্যবাদ।
১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০২
ভুয়া মফিজ বলেছেন: ধন্যবাদ হেনাভাই।
এটা হলো আমার মনের কথা। একঘরে হয়ে থাকাই ভালো। আনন্দে থাকা যায়।
১৫| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৯
সুমন কর বলেছেন: মিক্সড পোস্ট, চানাচুরের মতো !! ভালো লাগেছে। +।
১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
ভুয়া মফিজ বলেছেন: আমাদের এখানে যে চানাচুর পাওয়া যায়, তাতে গুনে দেখেছি; ৯ টা আইটেম থাকে। তাই পোস্টেও ৯টা আইটেম। একেবারেই চানাচুরের মতো। আপনার ভালো লাগায় আমারও ভালো লাগছে।
১৬| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জটিল হইলেই ভালো, বাকীগুলি কেমন হইছে...কইলেন না!
ভাদ্র ও আশ্বিন = শরৎ ।
১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫২
ভুয়া মফিজ বলেছেন: সোজা প্রশ্নের প্যাচাইন্না উত্তর। সোজাসুজি কইলে কি হয়?
১৭| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
চাঙ্কু বলেছেন: জামাই বৌ চানাচুর?
১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৮
ভুয়া মফিজ বলেছেন:
১৮| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ভূয়া পোস্ট..
দাদা আমি তো২৫+,একটা সিগারেট হবে???
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০০
ভুয়া মফিজ বলেছেন: ভূয়া পোস্ট কইলেন ক্যান? এইবার সিগারেট দোকান থিকা কিন্না খান!!
১৯| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৬
তারেক ফাহিম বলেছেন: পোষ্টগুলো পড়তে আমি আগে পরে একনজর দেখে নি।
স্টাইলটি রাজিব ভাইর মত ভাবছি উনি হয়তো
পরে দেখি এতো নকল করছে আমাদের মফিজ ভাই।
চানাচুরের মত পোষ্ট মানে কিন্তু মজা আমারও ভালো লাগে।
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০২
ভুয়া মফিজ বলেছেন: চানাচুরের মত পোষ্ট, চানাচুরের মতই মজা!!!
২০| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার পোস্ট মনে হচ্ছে এটাই প্রথম পড়লাম। একটা ক্লাসিক পোস্ট। নীচের কৌতুকটা পুরোনো
আপনার পোস্ট মনে হচ্ছে এটাই প্রথম পড়লাম। একটা ক্লাসিক পোস্ট। নীচের কৌতুকটা পুরোনো
চানাচুর আমার খুব ফেভারিট। তবে সব চানাচুর না, জয়পাড়ার বিশ্ববিখ্যাত ঝাল চানাচুর আমার অন্যতম প্রিয় মুখরোচক খাবার। নীচে চানাচুর, সাথে জয়পাড়ার বিশ্ববিখ্যাত আমিত্তি/অমৃতি এবং খেজুরের ছবি দিলাম জীবনে একবার হলেও জয়পাড়া যাইয়েন আর এগুলো খাইয়েন
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩০
ভুয়া মফিজ বলেছেন: আপনার পোস্ট মনে হচ্ছে এটাই প্রথম পড়লাম আমার বাসায় প্রথম আসলেন। আমি রং চা খাই, আপনাকেও তাই দিলাম,
মিষ্টি অবশ্য আমি খুব একটা খাই না, তবে চানাচুরের উপরে কোন জিনিস নাই। এটা হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ আবিস্কারগুলোর একটা! জয়পাড়ারটা অবশ্যই খেয়ে দেখবো একদিন।
২১| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৫
ডার্ক ম্যান বলেছেন: @ সোনাবীজ ভাই জয়পাড়া এলাকাটি কোথায় ।
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৭
ভুয়া মফিজ বলেছেন: ধন্যবাদ। প্রশ্নটা আমিই করবো ভাবছিলাম।
২২| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০২
সনেট কবি বলেছেন: ৯ নম্বরটা আসলেই দারুণ হয়েছে।
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৪
ভুয়া মফিজ বলেছেন: ধন্যবাদ কবি ভাই। আমার পোষ্টটা মনে হচ্ছে সার্থক!!
২৩| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার রাঝধানী দোহার। দোহারের রাজধানী জয়পাড়া। গুগলে সার্চ দেইন সৈকত ভাই।
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫১
ভুয়া মফিজ বলেছেন: উত্তরের জন্য ধন্যবাদ। আমার মনেও এই প্রশ্ন ছিল।
২৪| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৮
শাহারিয়ার ইমন বলেছেন: হিচকি এবং দি হ্যাপিনেস অব পারস্যুইট দুটো মুভি দেখছি । অসাধারন মুভি ,সময় থাকলে শশাংক রিডেম্পশন মুভিটা দেইখেন ব্রাদার । বাই দা ওয়ে ,একটা সিগারেট হবে ? ?
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৪
ভুয়া মফিজ বলেছেন: শশাংক রিডেম্পশন সময় করে দেখবো, ধন্যবাদ।
বাই দা ওয়ে ,একটা সিগারেট হবে ? আপনার বয়স জানি কতো?
২৫| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৪
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: অবিকল রাজিব নুরের ফটোকপি।
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৭
ভুয়া মফিজ বলেছেন: ধন্যবাদ।
২৬| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৭
করুণাধারা বলেছেন: চানাচুর পোষ্ট বেশ ভালো লাগলো। অনেকটাই রাজীব নূর এর পোস্টের মত হয়েছে। সবচেয়ে ভালো লেগেছে ৫ নং। এটা ব্লগের পোষ্টের জন্য সবচেয়ে ভালো ভাবে প্রযোজ্য। অনেক সময় দেখি ধর্মীয় পোস্ট নিয়ে ক্যাচাল, কেহ কারে নাহি ছাড়ে সূচাগ্র মেদিনী। অবশেষে গালাগালি, তিক্ততা নিয়ে বিদায়। বাকি আটটাও ভালো লেগেছে।
রাজিব নূরের পোস্ট কিছুটা নকল করতে পারলেও মন্তব্য কিছুতেই রাজীব নূর এর মত অসাধারণভাবে করতে পারবেন না। কি চমৎকার ভাবে উনি যা মনে আসে তাই মন্তব্য করেন। যেমন দেখুন না, উনার আজকের ১৬ নং মন্তব্য। কি সংক্ষেপে উনি শরৎ ঋতু সম্পর্কে বিশদভাবে বলেছেন!!!
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২৫
ভুয়া মফিজ বলেছেন: রাজিব নূর হচ্ছে ট্যালেন্ট মানুষ, তার মতো মন্তব্য আমি কিভাবে করবো? আমি করি আমার মতো। শুধু লেখার স্টাইলটা একটু ফলো করলাম, এই আর কি!
পোষ্ট ভালো লাগা হচ্ছে আসল কথা। অাপনার ভালো লেগেছে, আমি খুশী।
সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
২৭| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৩:১১
চঞ্চল হরিণী বলেছেন: এই প্রথম আপনার পোস্ট পড়লাম। আপনার নামের মতই বেশ মজা পেলাম, ভুয়া মফিজ ভাই । নিজের মত করেই আপনার লেখা আনন্দদায়ক। মন্তব্যগুলো পড়েও বিনোদিত হয়েছি। কয়েকটা অজানা তথ্য পেয়েছি বৃটেনের রানীর ব্যাপারে। 'হিচকি' ছবিটা দেখেছি। রানীর বেস্ট ছবিগুলোর একটা। খুব ভালো কাহিনীর সাথে দুর্দান্ত অভিনয় করেছে। পরিশেষে এমন চানাচুর পোস্ট আরও পড়ার প্রতীক্ষা করি। শুভকামনা ।
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১১
ভুয়া মফিজ বলেছেন: OMG (অর্থাৎ, ও মা গো), আমার মতো সেলেব্রিটির পোষ্ট এই প্রথম পড়লেন! খুবই হতাশ হলাম!!
তবে শেষ পর্যন্ত যে পড়লেন এই জন্য তো আপনাকে মিষ্টিমুখ করানো দরকার। নিন, আপনার জন্য লেমন চীজকেক,
এটা আসলে আমার স্টাইল না, শখের বশে দেয়া। তাই ভবিষ্যতে এমন পোষ্ট আর দিব কিনা সন্দেহ আছে। তবে আপনার প্রশংসা ভালো লাগলো। ভালো থাকবেন।
২৮| ১৩ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:১৮
সোহানী বলেছেন: হাহাহাহাহা.......... রাজিব নুর স্বার্থক কারন তাকে ছাড়িয়ে গেছেন।
আর সেনাবীজ ভাই, অত্তো দূর যাইতে পারুম না। আপনি পোস্ট করেন...
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১৭
ভুয়া মফিজ বলেছেন: ''বাশের থেকে কন্চি বড়'' বলে তো একটা কথা আছে, নাকি!!
আপনাকে অনেকদিন পর দেখলাম। অাপনি ব্লগে কম আসেন, নাকি আমিই কম আসি বুঝলাম না।
যাইহোক, প্রেরণাদায়ী মন্তব্যে আনন্দিত।
রান্না-বান্না, খাওয়া-দাওয়া ঠিক মতো করেন তো!
২৯| ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
চানাচুর পোস্টতো দেখি সুপার ডুপার হিট।
তা চানাচুর কি খালি খাচ্ছেন না বানিয়ে খাচ্ছেন।
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩১
ভুয়া মফিজ বলেছেন: আমি অলস মানুষ, বানানোর ধৈর্য নাই। প্যাকেট খুলি, আর খাই।
৩০| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৪
নীলপরি বলেছেন: ভালো লাগলো
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩২
ভুয়া মফিজ বলেছেন: অাপনাকে ধন্যবাদ।
৩১| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মফি ভাই!
চানাচুর খাওয়ান...
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৬
ভুয়া মফিজ বলেছেন: নেন, খান।
৩২| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ।
মফি ভাই! চলেন, একদিন সময় করে ফাইট করি...
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪১
ভুয়া মফিজ বলেছেন: আমি পোলাপানের সাথে ফাইট করি না। আর মন্ডলবাড়ীর পোলার সাথে তো প্রশ্নই আসে না।
৩৩| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ওকে!
বসে বসে রুপচর্চা করেন......
http://www.somewhereinblog.net/blog/Nabila344
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৮
ভুয়া মফিজ বলেছেন: লিংকটায় গেলাম, এটাতো মেয়েদের রুপচর্চা!
তবে আমার বউ আমাকে রুপচর্চা করতে দেয়না। বলে, তুমি এমনেই অনেক হ্যান্ডসাম। রুপচর্চা করা লাগবে না।
৩৪| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @আমার বউ আমাকে রুপচর্চা করতে দেয়না। বলে, তুমি এমনেই অনেক হ্যান্ডসাম। রুপচর্চা করা লাগবে না।
কে শুনতে চেয়েছে আপনি সালমান খান????
প্রকিউত্তর করেন আর চানাচুর চাবান....
বাই বাই..
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৩
ভুয়া মফিজ বলেছেন: সালমান না, আমার চেহারা আমির খানের মতো।
যাওয়ার আগে এইটা কি খাইতে দিলেন? চানাচুরের মতো তো লাগে না!
৩৫| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১৪
রক বেনন বলেছেন: চানাচুরের মশলা টা হেব্বি হয়েছে। সেই সাথে পুদিনার ফ্লেভার টা তো চরম।
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৫
ভুয়া মফিজ বলেছেন: টেস্টি হয়েছে? খেতে ভালো লাগছে? তাহলে তো আমার পোষ্ট সার্থক!
৩৬| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৬
জাহিদ অনিক বলেছেন:
হা হা হা, রাজীব ভাইএর মত হয়েছে একদম। চানাচুর !!!!!!!
হিচকি মুভিটা দেখেছি----------- লিখুন
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৮
ভুয়া মফিজ বলেছেন: ধন্যবাদ, কবি সাহেব।
হিচকি মুভিটা দেখেছি----------- লিখুন বলছেন! তাহলে লিখেই ফেলি।
৩৭| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বিদেশে বসে দেশের ছোট্ট ছোট্ট জিনিসগুলোকেও ভাবতে অসাধারণ লাগে।
পোস্ট ভালো হয়েছে।
১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১০
ভুয়া মফিজ বলেছেন: বিদেশে বসে দেশের ছোট্ট ছোট্ট জিনিসগুলোকেও ভাবতে অসাধারণ লাগে সঠিক বলেছেন। ধন্যবাদ।
৩৮| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১:৫৫
আরণ্যক রাখাল বলেছেন: চানাচুর নামের একজন ব্লগার ছিলেন। এখনও তার দেখা পাওয়া যায় মাঝেমাঝে। জানি না, তিনি এই পোস্ট দেখেছেন কিনা।
পোস্ট সেই লেগেছে। চরম
১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩২
ভুয়া মফিজ বলেছেন: আমাদের চানাচুর এই পোষ্ট দেখে নাই নিশ্চিত। দেখলে অবশ্যই কমেন্ট করতো।
ব্লগে তাকে আজকাল খুবই কম দেখা যায়। জীবনে ব্যস্ততা বেড়েছে, মনে হয়।
ভালো থাকুন।
৩৯| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৪
ক্লে ডল বলেছেন: চানাচুর পোস্ট পড়ে চানাচুর খেতে মুঞ্চায়!!
১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৭
ভুয়া মফিজ বলেছেন: আপনার কথা শুনে তো এখন আমারও চানাচুর খেতে মন চাচ্ছে! তবে এখন খাওয়ার উপায় নাই। আপনার জন্য চানাচুরমাখা,
মজা করে খান।
৪০| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৬
হাসান রাজু বলেছেন: এইলন এক্কেরে টাটকা আর ফ্রেস কালকেই কিনছি এখনো খুলি নাই .....
হুম ! যার কাজ তাকেই করতে দিন । তবে একঘেয়েমি কাটাতে ভিন্ন কিছু ট্রাই করা খারাপ না । হিচকি 'র অপেক্ষায় থাকব । ধন্যবাদ জানবেন।
১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৯
ভুয়া মফিজ বলেছেন: যার কাজ তাকেই করতে দিন আমেরিকান বিখ্যাত সাহিত্যিক মার্ক টোয়াইন বলেছেন, সব আইডিয়াই হচ্ছে সেকেন্ডহ্যান্ড। কাজেই সেকেন্ডহ্যান্ড আইডিয়া কাজে লাগানোতে কোন সমস্যা থাকার কথা না।
চানাচুরের জন্য ধন্যবাদ। হিচকি নিয়ে লিখছি। শীঘ্রই দিতে পারবো, আশা করি।
৪১| ১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১৯
আখেনাটেন বলেছেন: ভালো লিখেছেন।
শেষের কৌতুকটা জোস হয়েছে।
এবার আমার পক্ষ থেকে একটা শুনুন:
রোগী: আমার বিছানার পাশে ফুল রাখলেন যে?
সার্জন: আপনিই আমার প্রথম রোগী যাকে আমি অপারেশন করতে যাচ্ছি। অপারেশন সফল হলে এই ফুল আমার আর ব্যর্থ হলে আপনার!
শুনে রোগী অ্যানেস্থেশিয়া ছাড়াই অজ্ঞান।
১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৮
ভুয়া মফিজ বলেছেন: আপনার কৌতুকটাও দারুন!
ধন্যবাদ।
৪২| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জয়পাড়ার বিখ্যাত মোদকের ঝাল চানাচুর খেলে তো আবেগে অজ্ঞান হয়ে যাবেন।
একবার আসুন।
খেয়ে যান।
জয়পাড়ার বিখ্যাত ঝাল চানাচুর।
মোদক ব্রাদার্সের আসল ঝাল চানাচুর।
২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৭
ভুয়া মফিজ বলেছেন: অজ্ঞান হয়ে যাবো! শিওর!! তাহলে খাবো না। চানাচুর খেয়ে অজ্ঞান হওয়ার মধ্যে আমি নাই।
দেখি, পরেরবার দেশে গেলে একটা চেষ্টা অবশ্যই নিবো।
৪৩| ২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৯
ব্লগার_প্রান্ত বলেছেন: চানাচুর খাওয়ার বাসনা হলো!!!
ভাই কেমন আছেন? ব্লগে আসিনা কিন্তু আপনাদের ভুলিনি।
আপনি এরপর কোন দেশে যাবেন?
২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৯
ভুয়া মফিজ বলেছেন: আরে! প্রফেসর প্রান্তর যে!! বহুদিন পরে দেখলাম!
তা, দিনকাল কেমন যাচ্ছে? পড়াশুনা নিয়ে ব্যস্ত থাকা ভালো, কিন্তু তাই বলে যে একবারেই ব্লগে আসা যাবে না, তা তো না। মাঝে-মধ্যে দেখা-সাক্ষাৎ হওয়া উচিত।
আমার ইস্তান্বুলের লেখাগুলো পড়েছেন? পরেরবার দক্ষিন আমেরিকা মহাদেশের কোন এক দেশে যাবো, ইনশাআল্লাহ। দেখা যাক, ইচ্ছা পূরণ হয় কিনা!
এই লেখাটা কেমন লাগলো?
৪৪| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৯
ব্লগার_প্রান্ত বলেছেন: ইস্তান্বুলের লেখাগুলো পড়েছি ভাই, আর এ লেখাটা পড়েই তো চানাচুর খাওয়ার বাসনা হলো
ভাই আর বলবেন না ব্লগে ঢুকলে নাওয়া খাওয়া ছেড়ে পড়ে থাকি! এজন্যই আসি না, তবে আপনার বিশ্ব ভ্রমণের সাথী ছিলাম এবং থাকবো আর কয়েকদিন পর (এই ধরুন মাসখানেক ) প্রফেসরের বাসায় যাবো
২১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৬
ভুয়া মফিজ বলেছেন: নাহ্, কন্ট্রোল করতে না পারলে ব্লগে কম আসাই ভালো। পড়ালেখা আগে। এখন ভালো কিছু করতে না পারলে সারাজীবন এটার জন্য ভুগতে হবে। তাই পড়ালেখা এক নাম্বার প্রায়োরিটি! এই সময় আর ফিরে পাওয়া যাবে না। ব্লগ তো আর পালিয়ে যাচ্ছে না, এর জন্য তো সমস্ত জীবন পড়েই থাকলো!
প্রফেসর সাহেব এবং আপনাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা।
ঈদ মোবারক।
৪৫| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২১
ব্লগার_প্রান্ত বলেছেন: আর ভাই নয় নাম্বারটা সবচেয়ে মারাত্মক লাগলো!
২১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৮
ভুয়া মফিজ বলেছেন: থ্যাংকু থ্যাংকু!!!
৪৬| ২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
অপর্ণা মম্ময় বলেছেন: পোস্ট টা পড়তে পড়তে মনে পড়লো, গতকাল দুই প্যাকেট চানাচুর কিনছিলাম। বিকেলের দিকে অফিসে খিদা লাগে। আবার বাংলাদেশে আসবেন কবে?
৯ নাম্বারটা মজার
৩০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৯
ভুয়া মফিজ বলেছেন: খিদা পেটে চানাচুর খাওয়া ভালো না, এসিডিটি হবে.....এখনও যদি না হয়ে থাকে। বিস্কিট-টিস্কিট খান।
জানুয়ারীতে তো দেশে আসার ইচ্ছা, দেখা যাক আল্লাহর কি ইচ্ছা!
©somewhere in net ltd.
১| ১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৮
মোস্তফা সোহেল বলেছেন: ভাই পোষ্টটি চানাচুরের মত মজা লাগল।তবে আপনার জামাই বৌ চানাচুরের মত মজা হয় নাই।