|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
আমার দুই পর্বের এই পোষ্ট মূলতঃ বৃহত্তর লন্ডনকে কেন্দ্র করে। 
সামু ব্লগে আমার আগমনের প্রধান হেতু ছিল ভ্রমন-বিষয়ক লেখার আকর্ষন। অন্যান্য ব্লগারদের এই সংক্রান্ত অভিজ্ঞতা পড়বো আর নিজের অভিজ্ঞতাও বিজ্ঞ ব্লগারদের সাথে যথাসম্ভব শেয়ার করবো; এটাই ছিল মূল উদ্দেশ্য। কালের পরিক্রমায় সেই উদ্দেশ্য থেকে অনেকটা বিচ্যুত হয়েছি। বিভিন্ন ধরনের লেখা লিখেছি, কিন্তু মোটামুটি নিয়মিত বিরতিতে একটা ভ্রমন পোষ্ট নিজে না দিতে পারলে কেমন যেন শান্তি পাই না। অনুভূতিটা অনেকটা একজন ভেতো বাঙ্গালী দুই তিনদিন ভাত না খেলে যেমন হয়, তেমনটা। যতোই অন্যান্য খাওয়া-দাওয়া করি না কেন, কদিন ভাত না খেলে মনে হয়, কি যেন একটা খাই নাই…...সে যতোই পেট ভরা থাকুক!
এই বছরের শুরুর দিকেই তুরস্কের কাপাডোকিয়া যাওয়া ফাইনাল করে ফেলেছিলাম। এয়ার টিকেট, হোটেল বুকিং সব রেডি; শুধু জুনের প্রথমভাগে যাওয়াটা বাকী ছিল। কিন্তু করোনা আমাকে করুনা করলো না। যদি করতো, তাহলে আপনাদের জন্য এখন একটা টাটকা ভ্রমন কাহিনী ব্লগে পরিবেশন করতে পারতাম। করোনা ভাইরাসের এই হৃদয়বিদারক আচরণ ক্ষমার অযোগ্য। অবস্থা যা দাড়াচ্ছে, তাতে মনে হয় এ'বছরে আর কোথাও যাওয়া হবে না। জীবন থেকে একটা বছর চলে যাবে নতুন কোন একটা দেশ না দেখেই; বিষয়টা একেবারেই মানতে পারছি না আমি। বাচবোই আর কয়টা দিন, কতোকিছু দেখা বাকী। এদিকে সময় যেন দ্রুত ফুরিয়ে আসছে!! 
সে যাকগে। ফ্যাদরা প্যাচাল বাদ দিয়ে এই পোষ্টের ছবিগুলোকে আউলা-ঝাউলা বলার কারনটা ব্যাখ্যা করি আগে। বেশ কয়েকমাস আগে আমার একটা ল্যাপটপ পঙ্গুত্ব বরন করে। এক বন্ধুর কল্যানে ডাটা রিকোভারী হয়েছিল আংশিক। গত সপ্তাহে আরো কিছু উদ্ধার করেছে সে। তার মধ্যে ১৪/১৫ বছর আগে তোলা এই ছবিগুলোও ফিরে পাই। সে'সময়ে যেহেতু আমি ব্লগাইতাম না, ছবি তোলার ব্যাপারে চরম আলসেমী ছিল। তখন আমি ফিলোসোফারদের মতো চিন্তা করতাম, যা দেখবো সবই মনের খাতায় বেধে রাখবো। বরং যারা ক্যামেরা নিয়ে ঘুরতো, বিভিন্ন কায়দা-কানুন করে ছবি তুলতো তাদের ক্যারিকেচার দেখলে হাসিই পেতো। কিছু যাও তুলতাম, সেসব হতো আউলা-ঝাউলা। অর্থাৎ উদ্দেশ্যহীন, এলোমেলো। সেগুলোর থেকেই কিছু তুলে দিলাম। ব্লগিং শুরু করার পরে আমার সেই দর্শণ এখন আমুল বদলে গিয়েছে বলাই বাহুল্য। পোলাওয়ের স্বাদ পান্তাভাতে পাওয়া যাবে না…...অর্থাৎ কাপাডোকিয়ার তরতাজা ছবির স্বাদ এটাতে পাবেন না ঠিকই, পাওয়ার কথাও না; তবে আমার বেড়ানোর পোষ্ট না দেয়ার যাতনা কিছুটা মিটবে। তাও কম কি এই করোনাক্রান্ত দিনগুলোতে!!
নীচের ছবি দু'টা লন্ডনের ইম্পেরিয়াল ওয়ার মিউজিয়ামের। মিউজিয়ামে ঢোকার মুখের এই কামান দু'টা যখনই দেখি, ''গানস অফ নাভারন'' মুভিটার কথা মনে পড়ে যায়। পরের ছবিটা ভিতরে প্রথম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বিভিন্ন ফাইটার আর বম্বারের। আমার এ্যাক্রোফোবিয়া (উচ্চতা-ভীতি) থাকলেও এইসব যুদ্ধবিমান দেখে খুব আনন্দ পাই আমি।
  
  
 
এই ছয়টা ছবি লন্ডনের সাবআর্ব এলাকার একটা পার্কের। আপনাদেরকে একটা তথ্য দেই। বৃটেনে রাজহাস হলো রাজকীয় পাখি। দ্বাদশ শতাব্দীতে করা একটা আইন অনুযায়ী এইদেশে যতো আনমার্কড রাজহাস আছে, তার মালিক হলো রানী। এগুলিকে আনুষ্ঠানিকভাবে Swan Upping নামে একটা অনুষ্ঠানের মাধ্যমে জাকজমকের সাথে গণনাও করা হয়। আমার মতে, রাজকীয় যেসব আজাইরা অনুষ্ঠান এখনও চালু আছে, এটা তার মধ্যে অন্যতম।

 


 
  
গ্রীনউইচের রাজকীয় মানমন্দির। এটা একটা পাহাড়ের উপরে অবস্থিত। GMT বা গ্রীনউইচ মীন টাইম এখান থেকেই এসেছে। 
 
গ্রীনউইচের মানমন্দির থেকে দেখা বিখ্যাত ইউনিভার্সিটি অফ গ্রীনউইচ। এটা বিশ্ববিদ্যালয়ের পশ্চাদ্দেশের ছবি। 
 
তুষারাবৃত একটা কবরস্থান। সাধারনতঃ লন্ডনে প্রচন্ড তুষারপাত হয় না, তবে সেবার (২০০৭ সালে) হয়েছিল।
এই ছবি দু'টা হাইড পার্কে স্থাপিত রয়্যাল আর্টিলারী মেমোরিয়ালের।
 
  
এই তিনটা ছবি ক্যানারী হোয়ার্ফের। আইল অফ ডগস-এ অবস্থিত এটি লন্ডনের তথা বিশ্বের অন্যতম ব্যবসায়িক কেন্দ্র। অনেক বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় আছে এখানে। ছবিতে এইচএসবিসি ব্যাঙ্ক, সিটিগ্রুপ আর রয়টার্স এর প্রধান কার্যালয়।         

 
 
লন্ডন টাওয়ার ব্রীজ। বড় জাহাজ আসলে এখানে 'খুল যা, সিম সিম' এর মতো কান্ড দেখা যায়। 
 
 
টেমস নদীর ওই পাড়ে বাকিংহাম প্যালেস।
এইটা সবাই চিনেন…...কওনের কিছু নাই। 
 
টেমস নদীর পাড়ে বিলাতি নাগরদোলা; যার গালভরা নাম, লন্ডন আই। ছবির নীচে বদনাটা খেয়াল করেছেন? এই বদনা নিয়ে একটা 'অত্যন্ত বেদনাদায়ক' করুণ কাহিনী আছে। শুনলে আপনারা চোখের পানির নিম্নমুখী পতন ঠেকাতে পারবেন না, তাই বলছি না। সেদিন এই বদনা কেনার জন্যই লন্ডন গিয়েছিলাম। 
  
 
লন্ডনের একটা অত্যন্ত অভিজাত দোকান হলো হ্যারডস। তখন এর মালিক ছিল মিশরীয় ধনকুবের মোহামেদ আল-ফায়েদ। প্রথম ছবিতে দোকানের ভিতরে তার মূর্তি। আপনারা সবাই জানেন, তার ছেলে দোদি আল-ফায়েদ বেক্কলের মতো লেডি ডায়ানার সাথে প্রেম করতে গিয়া ফাইস্যা যায়। দোকানের ভিতরেই একটা জায়গায় তাদের স্মৃতির স্মরনে ব্যাপক আয়োজন করা হয়েছে। পরের ছবিটা সেই আয়োজনের।   
  
 
পিকাডিলি সার্কাস। এটা ট্রাফালগার স্কয়ারের মতো একটা পাবলিক স্পেস। এর আশেপাশে বিভিন্ন বিখ্যাত স্থাপনা আছে। 
আলতাব আলী পার্কে স্থাপিত আমাদের ভাষা আন্দোলনের শহীদ মিনার। এটা এখন যতোটা না শ্রদ্ধার জায়গা, তার চেয়ে বেশী পলিটিক্সের জায়গা। এইটা নিয়া এর চেয়ে বেশী কিছু বলতে চাই না, মেজাজ খারাপ হয়া যায়! 
  
আপনাদের কারো কারো যদি মনে হয়, এইটা একটা ফাকিবাজী পোষ্ট, তাইলে জাইনা রাখেন…..আমারও তাই মনে হয়। এর বেশী আর কিছু কমু না। আজ এ'পর্যন্তই। যতো শীঘ্র পারা যায়, পরের পর্ব দেয়ার চেষ্টা করা হবে। 
লং লিভ দ্য কুইন!!!  
   
 
শিরোনামের ছবিটা আমি তুলি নাই।
 ৬০ টি
    	৬০ টি    	 +১৭/-০
    	+১৭/-০  ২৭ শে জুলাই, ২০২০  সকাল ১১:৫৮
২৭ শে জুলাই, ২০২০  সকাল ১১:৫৮
ভুয়া মফিজ বলেছেন: আছে মোটামুটি, তেমন একটা সুন্দর না।  
 
করোনা যাক, তারপরে কোমর বাইন্ধা ঘুরবেন আর ফটো খিচবেন। বাইচ্চা থাকলে আমারও সেরামই পিলান। 
২|  ২৭ শে জুলাই, ২০২০  সকাল ১১:৫৮
২৭ শে জুলাই, ২০২০  সকাল ১১:৫৮
মরুভূমির জলদস্যু বলেছেন: দেখে নিলাম এক নজরে। জানিনা কখনো যাওয়ার সুযোগ হবে কি না।
  ২৭ শে জুলাই, ২০২০  দুপুর ১২:০০
২৭ শে জুলাই, ২০২০  দুপুর ১২:০০
ভুয়া মফিজ বলেছেন: আল্লাহ চাইলে অবশ্যই হবে। আশা হারাবেন না। আমাদের রাজীব নুরের মতো আশাবাদী থাকুন, আর ভালো থাকুন। 
৩|  ২৭ শে জুলাই, ২০২০  দুপুর ১২:০২
২৭ শে জুলাই, ২০২০  দুপুর ১২:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ জানেন কবে আমাদেরকে মুক্ত করবেন। আল্লাহ ভরসা
  ২৭ শে জুলাই, ২০২০  দুপুর ১২:০৪
২৭ শে জুলাই, ২০২০  দুপুর ১২:০৪
ভুয়া মফিজ বলেছেন: ইয়েস.......আল্লাহ ভরসা!
৪|  ২৭ শে জুলাই, ২০২০  দুপুর ১২:১৩
২৭ শে জুলাই, ২০২০  দুপুর ১২:১৩
সাইন বোর্ড বলেছেন: চমৎকার সব জায়গা আর ছবি !
  ২৭ শে জুলাই, ২০২০  দুপুর ১২:১৫
২৭ শে জুলাই, ২০২০  দুপুর ১২:১৫
ভুয়া মফিজ বলেছেন: ঠিক কথা বলেছেন। 
৫|  ২৭ শে জুলাই, ২০২০  দুপুর ১২:৫২
২৭ শে জুলাই, ২০২০  দুপুর ১২:৫২
ইসিয়াক বলেছেন: 
আউলা ঝাউলা পোস্টে আমার মন হইছে বাউলা
এত সুন্দর ধরনী তুমি কেমন বানাইলা মওলা?
  ২৭ শে জুলাই, ২০২০  দুপুর ১:৫২
২৭ শে জুলাই, ২০২০  দুপুর ১:৫২
ভুয়া মফিজ বলেছেন: কেমন<কেমনে, মওলা<মাওলা.......এমন হইলে আরেকটু ভালো হয়।
আউলা ঝাউলা পোস্টে আমার মন হইছে বাউলা
এত সুন্দর ধরনী তুমি কেমনে বানাইলা মাওলা?
কন.....ঠিক কিনা! 
৬|  ২৭ শে জুলাই, ২০২০  দুপুর ১:১৩
২৭ শে জুলাই, ২০২০  দুপুর ১:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আল-ফায়েদ আর ডায়ানার ছবি পাশাপাশি রাখা হচ্ছে হ্যারডসের ভেতরে। এটা কি সবাই মেনে নিচ্ছে? রাজ পরিবার থেকে কোনো অবজেকশন নাই?
  ২৭ শে জুলাই, ২০২০  দুপুর ১:৫০
২৭ শে জুলাই, ২০২০  দুপুর ১:৫০
ভুয়া মফিজ বলেছেন: ভালো প্রশ্ন করেছেন খলিলভাই। প্রথমেই বলি, এটা বাংলাদেশ বা মালয়েশিয়া না। এখানে আইনের মধ্যে থেকে যে কেউ যে কোনও কিছু করতে পারে, বলতে পারে। সরকার বা জনগন, কারো কিছু বলার নাই। আবার কেউ চাইলে শান্তিপূর্ণ প্রতিবাদও করতে পারে, কোন না নাই।
ফায়েদ প্রথম থেকেই বলে আসছে, দোদি/ডায়ানা প্রতিহিংসার শিকার, রাজপরিবার তাদেরকে মেরে ফেলেছে। রাজপরিবার এটা নিয়ে সরাসরি কিছু বলে নাই। সরকারী এবং বিচারিক তদন্তে সেটা বাতিল হয়েছে। যা হচ্ছে তা পর্দার আড়ালে....ইনডাইরেক্টলী। যেমন, হ্যারডের রাজকীয় চারটা ওয়ারেন্টের মধ্যে একটা বাতিল হয়েছিল। হ্যারড তথা ফায়েদের সাথে রাজকীয় সম্পর্ক নষ্ট হয়েছে। ইত্যাদি। এমনকি একসময়ে ফায়েদ হ্যারডের ভিতরে ''ইনোসেন্ট ভিক্টিম'' নামে দোদি/ডায়ানার মূর্তি স্থাপন করে....সেটা নিয়েও কথা হয়নি।
  
  
সত্যিকারের বাক-স্বাধীনতা থাকলে এসব কোন বড় ইস্যু হয়ে দাড়ায় না।
৭|  ২৭ শে জুলাই, ২০২০  দুপুর ১:৫১
২৭ শে জুলাই, ২০২০  দুপুর ১:৫১
রাজীব নুর বলেছেন: ছবি পোষ্ট আমার অনেক পছন্দ। আমি নিজেও ছবি তুলতে পছন্দ করি। বদনার কাহিনিটা বিস্তারিত লিখবেন। কৌতুহল জেগেছে।
  ২৭ শে জুলাই, ২০২০  দুপুর ১:৫৪
২৭ শে জুলাই, ২০২০  দুপুর ১:৫৪
ভুয়া মফিজ বলেছেন: ''বদনা কাহিনী'' বলবো কোন এক সময়ে। বিস্তারিত লিখতে সময় লাগবে। 
৮|  ২৭ শে জুলাই, ২০২০  দুপুর ১:৫৪
২৭ শে জুলাই, ২০২০  দুপুর ১:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার ফাঁকিবাজি দিয়া আমরা পুরানা লন্ডন ফাঁকে দিইখ্যা নিলাম ফাও  
 
আহা বেচারা দোদি আল ফায়েদ!
পিরীতের সাম্পানে চইড়া জীবনটাই দিয়া দিল!
ছবিতে আর দারুন বর্ণনায় 
+++
  ২৭ শে জুলাই, ২০২০  দুপুর ২:০৩
২৭ শে জুলাই, ২০২০  দুপুর ২:০৩
ভুয়া মফিজ বলেছেন: দোদি বড়লোক বাপের পোলা। মনে করছিল, রাজ-পরিবার খুব বেশী হইলে কয়দিন চিল্লা-ফাল্লা করবো, তারপরে আর কিছু কইবো না। ট্যাকা থাকলে এগুলি কোন সমস্যাই মনে করে না কেউ। কিন্তু হ্যারা যে খাড়ার উপ্রে দুইজনরেই মাইরা ফালাইবো, ভাবে নাই। এইডা ভাবলে কি আর সাম্পানে চড়তো? দুইন্নায় কি সাম্পানের অভাব পড়ছিল?? 
৯|  ২৭ শে জুলাই, ২০২০  দুপুর ২:৩০
২৭ শে জুলাই, ২০২০  দুপুর ২:৩০
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর আর ভালোবাসা
  ২৭ শে জুলাই, ২০২০  বিকাল ৪:২৭
২৭ শে জুলাই, ২০২০  বিকাল ৪:২৭
ভুয়া মফিজ বলেছেন: আপনার জন্যও ভালোবাসা আছে। তবে কার তরফ থেকে জানি না!! 
১০|  ২৭ শে জুলাই, ২০২০  দুপুর ২:৪৬
২৭ শে জুলাই, ২০২০  দুপুর ২:৪৬
ফুয়াদের বাপ বলেছেন: ছবির সাথে সুন্দর বর্ননা মুগ্ধ হয়েই দেখলাম-পড়লাম। পরবর্তী পোষ্টের অপেক্ষায় রইলাম।
  ২৭ শে জুলাই, ২০২০  বিকাল ৪:৩০
২৭ শে জুলাই, ২০২০  বিকাল ৪:৩০
ভুয়া মফিজ বলেছেন: ধন্যবাদ। আশা করছি, আপনাকে বেশীদিন অপেক্ষায় রাখবো না।  
  
ফুয়াদের দিনকাল কেমন যাচ্ছে? ঠিকমতো পড়ালেখা করে?
১১|  ২৭ শে জুলাই, ২০২০  দুপুর ২:৪৬
২৭ শে জুলাই, ২০২০  দুপুর ২:৪৬
জুন বলেছেন: সারা সকাল আপনমনে মাথা ঠান্ডা করে বসে বসে একটা ছবি ব্লগ দেয়ার জন্য সব কিছু ঠিকঠাক করছি, এর মাঝে ব্লগে ইন করে দেখি আপনার আউলা ঝাউলা ছবি ব্লগ   
     
এইটা দেখার পর আমার পুরা মাথাটাই এক্কেবারে আউলা ঝাউলা হয়া গেলো ভুয়া    
   
লন্ডনের অন্ধকার অন্ধকার সব ছবি দেখলাম খালি হ্যারডসের ছাড়া, দোদি ফায়েদই মনে হয় দোকানে  এট্টু হারিকেন জ্বালাইয়া রাকছে    
   
এর পর আমার অসাধারণ পোস্টটা দেইক্ষেন কিন্ত   
   
+
  ২৭ শে জুলাই, ২০২০  বিকাল ৪:৩৫
২৭ শে জুলাই, ২০২০  বিকাল ৪:৩৫
ভুয়া মফিজ বলেছেন: সক্কালবেলা মাথা ঠান্ডাই থাকনের কথা। ঠান্ডা মাথা আউলা ঝাউলা কইরা দেওনের জন্য স্যরি হইলাম।  
 
লন্ডনে রোইদ পাওন মুশকিল। যাও ইকটু আছিল, ক্যামেরা আর ক্যামেরাম্যানের গুনে সেইটাও ঠিকমতো বুঝন যাইতাছে না। আবারও স্যরি হইলাম।  
 
আপনের অসাধারন পোষ্টটা কবে নাগাদ আইতে পারে?
১২|  ২৭ শে জুলাই, ২০২০  বিকাল ৩:৩১
২৭ শে জুলাই, ২০২০  বিকাল ৩:৩১
চাঁদগাজী বলেছেন: 
বাংগালী রেষ্টুরেন্টগুলোর অভ্যন্তর কিভাবে সাজানো হয়?
  ২৭ শে জুলাই, ২০২০  বিকাল ৪:৪১
২৭ শে জুলাই, ২০২০  বিকাল ৪:৪১
ভুয়া মফিজ বলেছেন: এর কি কোন ঠিক-ঠিকানা আছে? যে যার রুচি, পছন্দমতো সাজায়। দুইটা ফটো দিলাম। দেখেন, কোন আন্দাজ পান কিনা। 
 
 
১৩|  ২৭ শে জুলাই, ২০২০  বিকাল ৫:১৯
২৭ শে জুলাই, ২০২০  বিকাল ৫:১৯
মিরোরডডল  বলেছেন: 
আসলেই আউলা ঝাউলা   
 
করোনা আমাকেও করুনা করেনি । আমার ফেব্রুয়ারি আর জুলাইয়ের ট্রিপ ক্যানসেল করতে হয়েছে । আমার মনে হয় শুধু এবছর না, মিড অভ নেক্সট ইয়ার পর্যন্ত কোনকিছু স্মুথ হবেনা । 
সেকি !!! এটাতো আমিও বলি । চোখের ক্যামেরায় ছবি তুলে মনের এ্যালবামে রাখি ।
এই রাজঁহাসটা মনে হয় ডায়েট করে , সাধারণত আরেকটু নাদুস নুদুস হয়   
 
কবরস্থানটা পছন্দ হয়েছে আমার ।
অত্যন্ত বেদনাদায়ক করুন কাহিনীটা শুনতে চাচ্ছি প্লীজ । আমি সিউর ওটাও একটা হিলারিয়াস স্টোরি হবে । 
ডায়ানা দোদি লাভ স্টোরিটা খুবই ট্র্যাজিক । আমার এখনও  ডায়ানার জন্য খারাপ লাগে ।
সেকেন্ড পর্বের অপেক্ষায় ।
  ২৭ শে জুলাই, ২০২০  রাত ১১:২৫
২৭ শে জুলাই, ২০২০  রাত ১১:২৫
ভুয়া মফিজ বলেছেন: আহারে......আপনার জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া উপায় দেখছি না। 
মিড অভ নেক্সট ইয়ার! না, অতোদিন লাগবে না। অক্টোবর নাগাদ ভ্যাকসিন রেডি হয়ে যাবে। তারপরে সবার কাছে পৌছাতে যা সময় লাগে। সেটা আমার মতে বড়জোর ২/৩ মাস। ইনফর্মাল সোর্সের মাধ্যমে পাওয়া ভিতরের খবর হলো, এটার প্রোডাকশান অলরেডি শুরু হওয়ার পথে। সো, ডোন্ট ওয়োরী!
সেকি !!! এটাতো আমিও বলি । চোখের ক্যামেরায় ছবি তুলে মনের এ্যালবামে রাখি। জানেন তো..... গ্রেইট মাইন্ডস থিঙ্ক এলাইক!!!  
 
আমাদের এখানে রাজহাসরা ফিগার সচেতন, এরা জাঙ্কফুড খায়না, পছন্দও করে না। কারন, জবুথবু, মোটাসোটা হলে লোকজন খুব একটা পাত্তা দিতে চায় না। তাছাড়া, ওদের মালিক কে.....সেটাও তো দেখতে হবে। কাজেই স্মার্ট লুকিংটা খুবই গুরুত্বপূর্ণ।
বরফে ঢাকা কবরস্থান পছন্দ! কেমনে কি? এটা সামারে কিন্তু খুব সুন্দর!!
বদনার সাথে ছোটঘরের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ জানেন নিশ্চয়ই, ইনফ্যাক্ট সে তো স্থায়ীভাবে সেখানেই থাকে। কাজেই করুণ কাহিনী ব্লগে পরিবেশনটাও চিন্তার বিষয়। সবকিছু সামলে কিভাবে ঘটনাটা বলা যায়, বুঝতে পারছি না।  
 
ডায়নার জন্য আমারও খারাপ লাগে। বেচারী এই দুনিয়াতে সুখ পেল না। ওই পাড়ে কি হচ্ছে, আল্লাহ ভালো জানেন। তবে, আমার সাথে তার পরিচয় থাকলে এতোটা দুর্গতি হতো না। বাঙ্গালী প্যাচ দিয়ে ব্যাপারটা সামলানো যেতো। যাকগে, এখন আর কপাল চাপড়ায় কি লাভ? শুধু শুধু কপালে ব্যাথাই বাড়বে।  
   
১৪|  ২৭ শে জুলাই, ২০২০  সন্ধ্যা  ৭:১৫
২৭ শে জুলাই, ২০২০  সন্ধ্যা  ৭:১৫
অপু তানভীর বলেছেন: এই সব ফটুক দেখিয়া আর কি লাভ ! জীবনে আর যাওয়া হবে না ! শুধু শুধু আফসোস বাড়বে !
তবে সেই কালেও দেখা যাচ্ছে আপনার কাছে ভাল ক্যামেরা ছিল ! 
ইয়ে মানে শিরোনামের ফটুক কে তুলেছে ?  
  ২৭ শে জুলাই, ২০২০  রাত ১১:৩৫
২৭ শে জুলাই, ২০২০  রাত ১১:৩৫
ভুয়া মফিজ বলেছেন: এমন কইরা কন ক্যান? সামনে আপনের কপালে কি আছে, তা কি আপনে জানেন? কে কইতে পারে.....হয়তো সামনেই কোন একদিন আমি আর আপনে ট্রাফালগার স্কয়ারে বা রাণীর বাড়ির সামনে বইসা চীনাবাদাম খামু!!!  
 
তবে সেই কালেও দেখা যাচ্ছে আপনার কাছে ভাল ক্যামেরা ছিল! হে হে হে....মজা লন? ক্যামেরা আমি এখনই ব্যবহার করি না। তখন করুম কইত্থে? পুষ্টে কি কইছি পড়েন নাই? যদ্দুর মনে পড়ে, তখন একটা সনি এরিকসনের মোবাইল ব্যবহার করতাম। এইগুলি ওইটারই আকাম!!! 
শিরোনামের ফটুক আমারই কোন দোস্তে তুইলা গুগলে পুষ্টাইছে। দোস্তের নাম মনে করতে পারতাছি না।  
  
১৫|  ২৭ শে জুলাই, ২০২০  রাত ৮:৪৭
২৭ শে জুলাই, ২০২০  রাত ৮:৪৭
ঢাবিয়ান বলেছেন: বিনা পয়সায় বিলাত ভ্রমন হয়ে গেল  
  ২৭ শে জুলাই, ২০২০  রাত ১১:৩৬
২৭ শে জুলাই, ২০২০  রাত ১১:৩৬
ভুয়া মফিজ বলেছেন: আচ্ছা যান, এইপর্ব মাগনা। সামনের পর্বে কিছু দিয়েন। 
১৬|  ২৭ শে জুলাই, ২০২০  রাত ১০:০২
২৭ শে জুলাই, ২০২০  রাত ১০:০২
মনিরা সুলতানা বলেছেন: কুনমতে দেখা শেষ করলাম, আউলা তায় আবার ঝাউলা যে  
 
তবে বিনা পয়সায় আর কত !!! 
দেখি পরের পর্ব কিমুন হয়।
  ২৭ শে জুলাই, ২০২০  রাত ১১:৪১
২৭ শে জুলাই, ২০২০  রাত ১১:৪১
ভুয়া মফিজ বলেছেন: যাক, আপনে তাও কুনমতে.......আমি হইলে তো......!!  
 
তবে বিনা পয়সায় আর কত!!! এইতো, আসল কথা বুইজ্জা ফালাইছেন। 
দেখি পরের পর্ব কিমুন হয়। এই পর্ব মাগনা। সামনের পর্বে ঢাবিয়ান ভাইজানে কিছু দিবো! আপনেও যদি খুশী হয়া কিছু দিতেন......গরীবের উবগার হইতো!! 
১৭|  ২৭ শে জুলাই, ২০২০  রাত ১০:৪৯
২৭ শে জুলাই, ২০২০  রাত ১০:৪৯
মুক্তা নীল বলেছেন: 
ভাই ,
ভাই , 
২৫ টি ছবিসহ এবং অল্পবিস্তরভাবে পড়ে মোটেও আওলা 
ঝাওলা পোস্ট মনে হয়নি (মিথ্যা বলছি না) ।
হাঁস একলা কেনো ? একলা হাঁস / পাখি দেখতে আমার 
বড় মায়া লাগে । পোস্টে প্লাস ++++++
  ২৭ শে জুলাই, ২০২০  রাত ১১:৪৭
২৭ শে জুলাই, ২০২০  রাত ১১:৪৭
ভুয়া মফিজ বলেছেন: আমি একবার বললেও ভাই, দুইবার বললেও ভাই। পিলারে দুইটা 'এল' দিলেই কি পিলার পোক্ত হয়!!  
 
আপনার কাছে পোস্ট আউলা ঝাউলা মনে হয় নাই জেনে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
হাসকে একলা দেখে মন খারাপ করবেন না। ওইটা পুরুষ হাস। আমাদের সামনেই ওর বউ ওকে চাকু নিয়া তাড়া করেছিল। দৌড়ায়া.....থুক্কু, সাতরায়া আমার কাছে চলে এসেছিল। ওর বউ মনে হয় ব্লগার সোহানীর ভাবশিষ্য!!!  
 
১৮|  ২৮ শে জুলাই, ২০২০  রাত ১২:০২
২৮ শে জুলাই, ২০২০  রাত ১২:০২
মুক্তা নীল বলেছেন: 
ভুলে দুইবার ভাই গেছে ভাগ্য ভালো বোন তো বলি নাই।
গলা ব্যথা করছে তাই আমারও মাথা কিছু আউলাঝাউলা।
আহা শুনে বড় কষ্ট লাগলো সেই হাঁসের বউটার জন্য।
এই পুরুষ বুইড়া হাঁস নিশ্চয়ই পরকীয়া করছে, আমি 
নিশ্চিত । দ্বিতীয় পর্ব পড়ার অপেক্ষায় রইলাম।
  ২৮ শে জুলাই, ২০২০  রাত ১২:০৯
২৮ শে জুলাই, ২০২০  রাত ১২:০৯
ভুয়া মফিজ বলেছেন: বিশ্ববিখ্যাত জ্যোতিষ সম্রাট প্রফেসর হাওলাদার মানুষের হাত দেখে অগ্র-পশ্চাৎ সব বলে দিতে পারেন। আপনি তো দেখি, হাসের চেহারা দেখে বলে দিতে পারেন, হাস পরকীয়া করেছে কিনা! মানুষের চেহারা দেখে কি বলতে পারেন? বিষয়টা জানা খুবই জরুরী।  
 
ভুলে দুইবার ভাই গেছে ভাগ্য ভালো বোন তো বলি নাই। এটাই বড় সান্তনা।
গলা ব্যাথার জন্য লবন গরম পানি দিয়ে গড়গড়া করেন। সাধারন ব্যাথা হলে ঠিক হয়ে যাবে। দোয়া করি, অসাধারন কিছু যেন না হয়। তাড়াতাড়ি ব্যথা দুর করেন।
১৯|  ২৮ শে জুলাই, ২০২০  রাত ১২:২৯
২৮ শে জুলাই, ২০২০  রাত ১২:২৯
মা.হাসান বলেছেন: খুব ভালো। এভাবে চলতে থাকলে একদিন ঠিকই হয়ে যাবে। 
কি ভালো? কি হবে?
ফাতেমা ছবি আপা ছবি ব্লগ করতে করতে কবিতাব্লগ করে ফেলেছেন, আপনিও সেই পথে হাঁটছেন। চরম শুভকামনা। 
গ্রিনউইচের পশ্চাদ্দেশের ছবি?   
 
আমিতো জানতাম আপনি ঢাকাইয়া পোলা।   
 
যা হোক ওখানে জিরো ডিগ্রি দ্রাঘিমা রেখার দুই পারে দুই পা রেখে ফটো তুলে ছাটটিফিকেট নেন নি?
হ্যারডস নাকি গরিবের দোকান। মাত্র হাজার পাউন্ডে চটের বস্তার তৈরি সুট পাওয়া যায়। গরিব মানুষের দোকানে আপনি কি করছিলেন?
অল্ডগেটের পাশের ঐ ইয়ে আরকি ঘেরকিনের ছবি না থাকলে তো লন্ডনই মনে হয় না   
  
ঐটার ছবি হয়তো পরের পর্বে দিবেন। 
লন্ডনে কি পাবলিক টয়লেট নাই? সাথে বদনা নিয়া ঘোরাঘুরি করা লাগে?  ভালো। বেদনা থেকে কবিতার উৎপত্তি । হয়ে যাক। 
পত্রিকায় দেখলাম লন্ডনের রাস্তায় এক যুবক 'মাস্ক' পরে ঘুরে বেড়াচ্ছে। ঐটার সাথে আপনার কোনো সম্পর্ক নাই তো? (মডেল বা ফটোগ্রাফার একটা হলেই হবে)।
জয় কুইনের জয়।
  ২৮ শে জুলাই, ২০২০  রাত ১২:৪৩
২৮ শে জুলাই, ২০২০  রাত ১২:৪৩
ভুয়া মফিজ বলেছেন: আমি গুণীজনদেরকে অনুসরন করার চেষ্টা করছি। আর আমি ঢাকার পোলা ঠিকই, তবে দেশের এদিক-সেদিক কিছু বন্ধু-বান্ধব তো আছে। এটা তার প্রভাব বলতে পারেন!! 
যা হোক ওখানে জিরো ডিগ্রি দ্রাঘিমা রেখার দুই পারে দুই পা রেখে ফটো তুলে ছাটটিফিকেট নেন নি? নিয়েছিলাম। তবে, ফটোতে আমার বদসুরত দেখা যায়, তাই দেয়ার সাহস পেলাম না।
গরীবেরও মাঝে মাঝে ঘোড়ারোগ হয়। এইটা মনে করেন, তারই একটা নমুনা। ঘেরকিন তো চিনলাম, কিন্তু অল্ডগেটের 'ইয়ে'টা কি জিনিস? আপনের ইঙ্গিত তো সুবিধার মনে হচ্ছে না!!  
 
২৪ তারিখ থেকে সবাইকে মাস্ক পড়তে হবে। নইলে ১০০ পাউন্ড ফাইন। আমি হই আর যেই হোক, ফাইন কে দিবে? কোন যুবককে দেখে আমার কথা চিন্তা করে বিভ্রান্ত হওয়ার দরকার নাই। বদনা নিয়া বেশী কিছু বলা যাবে না। লন্ডনের পাবলিক টয়লেট নিয়াও একটা ঘটনা মনে পড়লো। বলা ঠিক হবে কিনা, বুঝতে পারছি না।  
 
জয় কুইনের জয়।
২০|  ২৮ শে জুলাই, ২০২০  রাত ১২:৩২
২৮ শে জুলাই, ২০২০  রাত ১২:৩২
রাজীব নুর বলেছেন: তবে আমি বিদেশ গেলে একটা বদনা অবশ্যই নিয়ে যাবো।
  ২৮ শে জুলাই, ২০২০  রাত ১২:৪৫
২৮ শে জুলাই, ২০২০  রাত ১২:৪৫
ভুয়া মফিজ বলেছেন: অবশ্যই নিবেন, তবে প্লাষ্টিক না....পিতলের নিয়েন। তাহলে বিপদে পড়বেন না। 
২১|  ২৮ শে জুলাই, ২০২০  রাত ১২:৩৭
২৮ শে জুলাই, ২০২০  রাত ১২:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: আমার ল্যাপটপ পঙ্গুত্ব বরণ করেছে। এখন গুরুত্বপূর্ণ কয়েকটি বোতাম অকেজো হয়েছে। এটার কী বোর্ড আবার চেঞ্জ করা লাগবে। ততদিন মুঠোফোন ভরসা।
চমৎকার পোষ্ট।+
  ২৮ শে জুলাই, ২০২০  রাত ১২:৪৯
২৮ শে জুলাই, ২০২০  রাত ১২:৪৯
ভুয়া মফিজ বলেছেন: আপনার ল্যাপটপ মনে হয় করোনায় আক্রান্ত। তাড়াতাড়ি ব্যাকআপ নেন। যে কোনও সময় অক্কা পাইতে পারে!  
 
মুঠোফোনে মানুষ যে কেমনে ব্লগিং করে, আমার মাথায় ঢোকে না। আপনেরা পারেনও!!
চমৎকার পোষ্ট। থ্যাঙ্কু সেলিমভাই। 
২২|  ২৮ শে জুলাই, ২০২০  রাত ১২:৩৯
২৮ শে জুলাই, ২০২০  রাত ১২:৩৯
আরোগ্য বলেছেন: সারা জীবন কি ছবিই দেইখা যামু !   
 
 " থাকবো কত বদ্ধ ঘরে?
দেখবো কবে জগতটাক? " 
  ২৮ শে জুলাই, ২০২০  রাত ১২:৫২
২৮ শে জুলাই, ২০২০  রাত ১২:৫২
ভুয়া মফিজ বলেছেন: জগতটাক টাক দেখলেই টাকা হবে। তারপরে জগৎ দেখবেন। ততোদিন ধৈর্য ধরেন।  
 
ছবি দেখা খারাপ কি? আমি সারাদিন বইসা বইসা কতো জায়গার ছবি দেহি, আর দীর্ঘনিঃশ্বাস ফালাই। ভাবি, আমার যে কবে টাক হবে!!!
২৩|  ২৮ শে জুলাই, ২০২০  রাত ১:৩৫
২৮ শে জুলাই, ২০২০  রাত ১:৩৫
কাতিআশা বলেছেন: সুন্দর ছবি ব্লগ!
  ২৮ শে জুলাই, ২০২০  রাত ১:৫০
২৮ শে জুলাই, ২০২০  রাত ১:৫০
ভুয়া মফিজ বলেছেন: ধন্যবাদ সময় করে দেখার জন্যে। 
২৪|  ২৮ শে জুলাই, ২০২০  রাত ১:৩৫
২৮ শে জুলাই, ২০২০  রাত ১:৩৫
ওমেরা বলেছেন: নাম হল ভূয়া কাজ তো ফাঁকি দিবেন ই। পয়সা ছাড়া আউলা ঝাউলা কত কিছু দেখলাম তাই আর বেশী কথা বল্লাম না শুধু একটা ধন্যবাদ দিলাম । বদনার করুন শুনতে চাই না, বদনার করুন কাহিনী আমাদেরও আছে ——।
  ২৮ শে জুলাই, ২০২০  রাত ১:৫৪
২৮ শে জুলাই, ২০২০  রাত ১:৫৪
ভুয়া মফিজ বলেছেন: হে হে হে.......ভুয়া নাম তো এমনি এমনি নেই নাই। কিছু কিছু কাম যদি নামের সাথে মিল না থাকে, তাহলে কেমন দেখায়?  
 
আমার ''বদনা কাহিনী'' না হয় নাই শুনলেন, আপনারটা তো শোনাতে পারেন! ঘরে ঘরে কতো বদনা কাহিনী আছে। আস্তে আস্তে সবারটা বেরিয়ে আসুক! আপনার কাহিনীর অপেক্ষায় থাকলাম।
২৫|  ২৮ শে জুলাই, ২০২০  ভোর ৫:০৭
২৮ শে জুলাই, ২০২০  ভোর ৫:০৭
বিষন্ন পথিক বলেছেন: কি খাউজানিতে লন্ডন থিকা চলে গেছিলাম...বুক ভরা কান্দন এখন
নষ্টালজিক
  ২৮ শে জুলাই, ২০২০  রাত ৯:১৬
২৮ শে জুলাই, ২০২০  রাত ৯:১৬
ভুয়া মফিজ বলেছেন: সবার জীবনেই কোন না কোন বুকভরা কান্দনের মতোন বিষয় আছে। সেসব এড়িয়ে সামনে দেখাই ভালো।  
 
আপনাকে নষ্টালজিক করে দেয়ার জন্য মনে হচ্ছে দুঃখিত হওয়া উচিত। দুঃখিত হইলাম।
২৬|  ২৯ শে জুলাই, ২০২০  সকাল ৯:৫২
২৯ শে জুলাই, ২০২০  সকাল ৯:৫২
জুন বলেছেন: হা হা হা এই বদনা কিনতেই কি হ্যারডসে গিয়েছিলেন নাকি ভুয়া   
  
জিগাইলাম এই কারনে যে বদনার নীচেই হ্যারডসের ছবি মানে আলোর নীচেই অন্ধকার  
  ৩১ শে জুলাই, ২০২০  সন্ধ্যা  ৬:৪০
৩১ শে জুলাই, ২০২০  সন্ধ্যা  ৬:৪০
ভুয়া মফিজ বলেছেন: হ আপা, ভাবছি দোকান যখন.....বদনা থাকতে পারে। কিন্তু ব্যাটারা বদনাই চিনে না। ছবি দেখানোর পরে কয়, এইটা দিয়া তো মনে হইতাছে পানি খায়। টয়লেটে এইটার কাম কি? সবচেয়ে ভালো হইতো, হ্যাগোরে একটা ডেমো দেখাইতে পারলে। কিন্তু ইনডিসেন্ট এক্সপোজারের ডরে ওইদিকে আর যাই নাই। 
২৭|  ০১ লা আগস্ট, ২০২০  বিকাল ৩:৫৫
০১ লা আগস্ট, ২০২০  বিকাল ৩:৫৫
ইসিয়াক বলেছেন: 
ঈদের শুভেচ্ছা রইলো।
ঈদ মোবারক প্রিয় ভাইয়া।
নিরন্তর শুভকামনা।
  ০১ লা আগস্ট, ২০২০  সন্ধ্যা  ৭:০৮
০১ লা আগস্ট, ২০২০  সন্ধ্যা  ৭:০৮
ভুয়া মফিজ বলেছেন: আপনার জন্যও অনেক অনেক ঈদের শুভেচ্ছা। 
বাসার সবাইকে নিয়ে আনন্দ করেন; তবে, রেডমিট কম খাবেন। সারা বছরেরটা একবারে না খেয়ে পুরো বছর ধরে অল্প অল্প করে খান।  
 
ঈদ মুবারক।
২৮|  ১৭ ই আগস্ট, ২০২০  রাত ১০:১৫
১৭ ই আগস্ট, ২০২০  রাত ১০:১৫
করুণাধারা বলেছেন: আসতে একটু দেরি করে ফেললাম, তাও বলি, এই রকম আউলা ঝাউলা পোস্ট আমার খুব ভালো লাগে। মাথাটা যে সারাক্ষণ আউলায় থাকে...
  ১৭ ই আগস্ট, ২০২০  রাত ১০:৩৪
১৭ ই আগস্ট, ২০২০  রাত ১০:৩৪
ভুয়া মফিজ বলেছেন: মাথাটা যে সারাক্ষণ আউলায় থাকে... ঠিক বলেছেন। আউলানো মাথার জন্য আউলা-ঝাউলা পোষ্ট, অনেকটা বিষে বিষক্ষয়ের মতো ব্যাপার! রাজীব নূরের মতো করে বলি......দেরী হোক, তবু যায়নি সময়!!  
 
আগামীকাল পরের পর্ব (শেষ পর্ব) দিবো। স্টে টিউনড.....পিলিস!!! 
২৯|  ২৫ শে আগস্ট, ২০২০  রাত ১২:০৩
২৫ শে আগস্ট, ২০২০  রাত ১২:০৩
খায়রুল আহসান বলেছেন: আউলা ঝাউলা ছবি ব্লগ পোস্টের ভূমিকাটা মন্দ হয়নি!   
  
লন্ডনে কখনো যাওয়া হয়ে ওঠেনি। তবে হাইড পার্ক, পিকাডিলি সার্কাস, ট্রাফালগার স্কোয়ার, টেমস নদী ইত্যাদির নাম সেই ছাত্রজীবন থেকে শুনে এসেছি, অধ্যাপক হাই সাহেবের "বিলেতে সাড়ে সাতশ' দিন" এর কল্যাণে।
''বদনা কাহিনী'' জানার জন্য কৌতুহল রয়ে গেল।
হাঁস একলা কেন? মুক্তা নীল এর এ প্রশ্নটা আমার মনেও এসেছিল। 
পোস্টে প্লাস + +।
  ২৫ শে আগস্ট, ২০২০  সকাল ১১:৪৬
২৫ শে আগস্ট, ২০২০  সকাল ১১:৪৬
ভুয়া মফিজ বলেছেন: প্রথম পর্ব যখন দেখলেনই, দ্বিতীয় পর্বও সময় করে দেখবেন খায়রুল ভাই। দাওয়াত দিয়ে রাখলাম।
''বিলাত'', লন্ডন, ইংল্যান্ড......শব্দগুলোর সাথে আমরা বিভিন্নভাবেই পরিচিত। হাজার হলেও এরা আমাদেরকে দুইশত বছর শাসন করেছে। এদের নাম-নিশানা আমাদের উপমহাদেশ থেকে কোনদিনই মুছে ফেলা সম্ভব না।
''বদনা কাহিনী'' জানার জন্য কৌতুহল রয়ে গেল। দেখি.....কোন একদিন লিখে ফেলবো হয়তো। আপাততঃ আরেকটা কাহিনী পোষ্ট করলাম। আবারও দাওয়াত!!!  
 
ওইটা নির্যাতিত পুরুষ হাস। টেনশান করবেন না......ওই ব্যাটা বেশিদিন একলা থাকবে না। খাটি পুরুষ একটা!!! 
৩০|  ২৫ শে আগস্ট, ২০২০  সন্ধ্যা  ৭:৫৩
২৫ শে আগস্ট, ২০২০  সন্ধ্যা  ৭:৫৩
খায়রুল আহসান বলেছেন: আপনার দুটো দাওয়াতের জন্যই ধন্যবাদ। দাওয়াত সানন্দে কবুল করলাম। আমি জানি, ও দুটো ছাড়াও আপনার ব্লগপাতায় আমার পছন্দ করার মত অনেক মণি মাণিক্য ছড়িয়ে আছে। মাঝে মাঝে সময় করে এসে কিছু কুড়িয়ে নিয়ে যাব।
একসাথে অনেকগুলো লেখালেখি এবং পড়াশুনার কাজ করে যাচ্ছি। তাই হয়তো একটু সময় লাগবে, তবে যাব অবশ্যই।
  ২৫ শে আগস্ট, ২০২০  রাত ৮:০৭
২৫ শে আগস্ট, ২০২০  রাত ৮:০৭
ভুয়া মফিজ বলেছেন: আমি জানি, ও দুটো ছাড়াও আপনার ব্লগপাতায় আমার পছন্দ করার মত অনেক মণি মাণিক্য ছড়িয়ে আছে। এমন কথা বলে আমাকে লজ্জা দিবেন না খায়রুল ভাই। আমার লজ্জা ভাবটা এমনিতেই একটু বেশী!  
 
দাওয়াত কবুল করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার যখন খুশী আসবেন, যা ইচ্ছা নিয়ে যাবেন। আমার বাড়িকে নিজের বাড়িই জানবেন।  
 
একসাথে অনেকগুলো লেখালেখি এবং পড়াশুনার কাজ করে যাচ্ছি। সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০২০  সকাল ১১:৫০
২৭ শে জুলাই, ২০২০  সকাল ১১:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ অনেক সুন্দর পোস্ট

কী সুন্দর জায়গা
কতদিন ঘুরাঘুরি হয় না ছবিও তোলা হয় না