নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুয়া মফিজ

ভুয়া মফিজের সাথে ভুয়ামি না করাই ভালো...

ভুয়া মফিজ › বিস্তারিত পোস্টঃ

ফেরা………..

২৯ শে মার্চ, ২০২২ দুপুর ১:৫২



আমার এই পোষ্টটা মূলতঃ একটা ছবি ব্লগ।

তবে ছবিগুলোতে যাওয়ার আগে এই পোষ্টের উদ্ভব কোথা থেকে হলো, সেই ব্যাপারে কিছু কথা বলে নেই। বিগত দিনগুলোতে আমি বেশ কিছু সময় মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। খাই, দাই, অফিসে যাই…….দৈনন্দিন কাজ-কর্ম সবই করি; কিন্তু কোথায় যেন একটা ছন্দপতন ছিল। জীবনের সুরটা কেটে গিয়েছিল যেন। কোন কাজেই উৎসাহ পাচ্ছিলাম না, করতে হবে তাই করছিলাম। আমি যে আমার সহজাত স্বাভাবিকতাতে নাই…….এটা পারিবারিকভাবে, কর্মক্ষেত্রে, বন্ধুমহলে সবখানেই ক্রমাগত শুনতে হয়েছে। বিষয়টা যে আমিও অনুভব করি নাই, তা না; তবে আমার করার কিছুই ছিল না। সেটা ছিল আমার ''বিয়ন্ড মাই কন্ট্রোল'' অধ্যায়। সৃষ্টিকর্তার কাছে আমরা শ্রেষ্ঠতম সৃষ্টি হলেও উনি আমাদেরকে কিছু সীমাবদ্ধতা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। সেটা বেশ উপলব্ধি করেছি তখন। ইনফ্যাক্ট, এখনও করি।

সে যাই হোক, একদিন সকালে আমার সুযোগ্য সহধর্মিণী আমাকে ইনিয়ে-বিনিয়ে জানালো যে, সে সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলে একটা এপয়েন্টমেন্ট নিয়েছে। আমি যেন যাই। তো, গেলাম। এর আগেও ভিন্নকারনে কয়েকটা সেশান নেয়াতে এই ব্যাটা আমার মোটামুটিভাবে পরিচিত। তার সাথে কথোপকথনটা সংক্ষেপে তুলে দিলাম। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই বুড়োটা লাফিয়ে উঠলো,

- হ্যালো ইয়াংম্যান! আসো আসো…..তোমার অপেক্ষাতেই ছিলাম!

- আমার সৌভাগ্য! তবে আমি ইয়াংম্যান না, কাজেই এটা বললে যে আমি খুব খুশী হবো তেমনটা মনে করার কোন কারণ নাই।

- আরে চ্যাত দেখাও ক্যান? ইয়াং-ওল্ড এসব রিলেটিভ টার্ম। আমার কাছে তুমি ইয়াংম্যানই। যাই হোক…..লেটস গেট ডাউন টু দ্য বিজনেস ডাইরেক্টলি। তোমার বউ আমাকে সবই বলেছে। আমার মনে হয়, ভিন্ন একটা পরিবেশে তুমি যদি সপ্তাহ দু'য়েক সময় কাটিয়ে আসো, তাহলে ইউ উইল ফিল মাচ বেটার। এখন চোখ বন্ধ করে ভাবো, কোন জায়গায় তুমি নিজেকে দেখলে সবচাইতে ভালো বোধ করবে?

- অবশ্যই বাংলাদেশে! কিন্তু এই মূহুর্তে সেখানে যাওয়া সম্ভব না। পরিবারের সবাই এই সময় একসাথে যেতে পারবে না। তাছাড়া এই বছরের সব ছুটি আমার ইতোমধ্যেই নেয়া হয়ে গিয়েছে, নতুন বছর শুরু হবে ৬ই এপ্রিল, তার আগে আমি ছুটিও পাবো না।

- ছুটির বিষয়টা তুমি আমার উপরে ছেড়ে দাও। আর সবাইকে নিয়ে যেতে হবে কেন? তুমি একাই যাও। তোমার বউয়ের সাথে আমার কথা হয়েছে। সে তোমাকে একা ছাড়তে রাজি। নিজের মতো করে দুই সপ্তাহ কাটিয়ে আসো। বেস্ট অফ লাক!!!

ডাক্তারকে অসংখ্য ধন্যবাদ দিয়ে বের হয়ে এলাম। চোখে রঙ্গীণ স্বপ্ন। আবার দেশে যাবো!!!

প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, পশ্চিমা বিশ্বে মানসিক স্বাস্থ্য, স্ট্রেস, ট্রমা……..এসবকে খুবই গুরুত্ব দিয়ে দেখা হয়। সাইকিয়াট্রিস্টের এডভাইজরী নোট কোন প্রতিষ্ঠানই অগ্রাহ্য করে না, করতে পারেও না। বাংলাদেশের যারা এসব দেশে থাকেন, তারা বিষয়টা জানেন (অবশ্য দু'য়েকজন বাদে!!!)।

তো, আর দেরী না করে হাওয়াই জাহাজে চড়ে বসলাম।

যাচ্ছি আমার প্রিয় কাতার এয়ারওয়েজে। এটাতে আমি কিছু সুবিধাও পাই ফ্রিকোয়েন্ট ফ্লায়ার হিসাবে। সাধারনতঃ প্লেনে আমি ঘুমাতে পারি না। সময় কাটানোর প্রধান মাধ্যম হয় মুভি দেখা। এবার মুভি দেখেও আরাম পাচ্ছিলাম না। আম্মাবিহীন দেশে এই প্রথম যাচ্ছি। মাথায় কতো কথা, কতো স্মৃতি খেলে যাচ্ছিল!! কেমন যেন একটা মিশ্র অনুভূতি! মুভি বাদ দিয়ে বাইরে তাকিয়ে মেঘের খেলা দেখতে দেখতে হঠাৎ মাথায় একটা আইডিয়া এলো। আকাশে মেঘের চেহারা ক্ষণে ক্ষণে বদলায়। এগুলোকে ফ্রেমবন্দী করলে কেমন হয়? ব্লগারদের সাথে এই অভিজ্ঞতা তো ভাগাভাগিও করতে পারি! কাজেই শুরু করলাম, ছবি তোলা। যাওয়া-আসার সময়টা কেটেছে দ্রুত এবং চমৎকার।




দুরের দিগন্তে দেখেন, আরেকটা প্লেনের উড়ে যাওয়া!



দোহাতে অবতরণের প্রস্তুতি!


দোহা থেকে আবার যাত্রা শুরু। এবার দেশের পথে!


''ওই দেখা যায় তালগাছ, ওই আমাদের গা'' দেশের সীমানায় ঢুকলাম। এই সময়টাতে আমি সব সময়েই খুবই আবেগপ্রবণ হয়ে যাই। অনেক সময়ে কোন অজানা কারনে চোখে পানিও চলে আসে। দেশের আকাশসীমায় ঢোকার পর থেকে আমি কখনও জানালা থেকে চোখ সরাই না।


ঢাকায় অবতরণের প্রস্তুতি!


এবং অবতরণ!!


দুই সপ্তাহ কেটে গেল চোখের পলকে। ভাই-বোনেরা সবাই দেশে, আবার একত্রিত হলাম। কিছু নতুন অভিজ্ঞতা হলো। সময় করে আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা রইলো।

এবার ফেরার পালা। রানওয়েতে বিমান। ফিরতি যাত্রা হলো শুরু।


আপাততঃ শেষবারের মতো ঢাকাকে দেখে নিলাম। আবার কবে ফিরতে পারবো, জানি না।


দোহাতে এসে ল্যান্ডিং ক্লিয়ারেন্স পেতে একটু দেরী হয়েছিল। তাতে ভালো হলো। কয়েকটা ছবি তুললাম, যেটা স্বাভাবিকভাবে পেতাম না, হয়তো।

উপর থেকে দেখলে সমুদ্র উপকুলের গভীরতা-অগভীরতা সম্পর্কে এই রকমের চিত্র পাওয়া যায়।


পাখির চোখে সমুদ্রে গড়ে তোলা কৃত্রিম দ্বীপ লুসাইল সিটি।


পার্ল কাতারের দু'টা ছবি। এটাও কৃত্রিমভাবে গড়ে তোলা।



অবশেষে দোহায় অবতরণ। নামার সময়ে মনে হয় যেন সমুদ্রে নামছি!


এবার যাত্রা শুরু লন্ডনের উদ্দেশ্যে। মেঘের এই ছবিটা দেখলে মনে হয় না……...তুষারে আবৃত কোন এলাকা?


মেঘের আরো তিনটা রুপ!




দিগন্তে সূর্য অস্ত যাচ্ছিল। আর মেঘের চেহারা পাল্টাচ্ছিল ঘন্টায় ঘন্টায়!!!








এই ছবিটা খুবই ইন্টারেস্টিং। হোভারক্রাফট যেভাবে সমুদ্রের বুক ছুয়ে উড়ে উড়ে যায়, প্লেনটাকেও পাইলট সেভাবেই উড়াচ্ছিল! ঠিক মেঘের উপরিভাগ ছুয়ে ছুয়ে, প্রায় ঘন্টাখানেক!! ছবিতে ততোটা বোঝা যাচ্ছে না সম্ভবতঃ। তবে, আমি সন্দেহাতীতভাবেই খুব রোমাঞ্চিত হয়েছিলাম।


মার্চের মাঝামাঝি দুই সপ্তাহ দেশে ছিলাম। আমার জন্য খুবই দরকার ছিল এই ট্রিপটা; নিজের মনকে, মানসিক অবস্থাকে রিকনসাইল করার জন্য। নিজেকে আবার ফিরে পাচ্ছি। যাদের যাদের কারণে এটা সম্ভব হয়েছে, তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।

জয় বাংলা!!!


শিরোনামের ছবিটা হিথ্রো, টারমিনাল ফাইভ এর (প্লেনের পেটের ভিতর থেকে তোলা)। সবগুলো ছবির কৃতিত্বই আমার মোবাইল ফোনের।

মন্তব্য ৬৮ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হিংসুটে বদ দুষ্টু আর কী কী গালি দিব মনে করতে পারছি না
জানালে কী ক্ষতি হয়ে যেত। আর শাপলা চত্বর তো বেশী দূরে ছিল না হুহ

নাকে ঘুষি চোখে কিল বন্ধ চোখে ভেবে নেন কী অবস্থা আপনার

আল্লাহ আপনার মানসিক অবস্থার উন্নতি করে দিন দোয়া করলাম। ভালো থাকুন স্বপরিবারে ফি আমানিল্লাহ।

২৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:৪৩

ভুয়া মফিজ বলেছেন: গালাগালি দিয়া লাভ কি? নিজের আখের নষ্ট!!! B-)
শাপলা চত্বরের নাম শুনলেই ভয় পাই..........কি কি সব নাকি ঘটেছিল সেখানে!!!

নাকে ঘুষি চোখে কিল বন্ধ চোখে ভেবে নেন কী অবস্থা আপনার আপনের যা সাইজ, তাতে ওগুলা আমার কাছে কাতুকুতুর মতো লাগবে। হুদাই এনার্জি নষ্ট করবেন! :-B

দোয়ার জন্য ধন্যবাদ।

২| ২৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: এসব মেঘ আমি পুনে যেতে দেখেছিলাম আহারে কী সুন্দর আকাশটা মাশাআল্লাহ
অসংখ্য ছবি তুলেছি। এই ব্লগেও দিয়েছিলাম। মেঘগুলো আবারও দেখতে ইচ্ছে করছে ।

২৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:৪৬

ভুয়া মফিজ বলেছেন: মেঘগুলো আবারও দেখতে ইচ্ছা করলে আবারও পুনে যান.........আর কি করবেন!! ;)

ছবি তোলা তো আপনার ন্যাচারাল ইন্সটিংট, আমার তুলতে আয়োজন করা লাগে। আর ছবি আমি খুব একটা তুলিও না; টাইম কই?

৩| ২৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: অনেকদিন পরে সামুতে।

২৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:৪৭

ভুয়া মফিজ বলেছেন: ইয়েস........ধন্যবাদ। :)

৪| ২৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:৪৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার যতসব ছবি।

২৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:৪৮

ভুয়া মফিজ বলেছেন: আপনাকেও ধন্যবাদ। :)

৫| ২৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:৪৭

অপু তানভীর বলেছেন: এই মেঘের দৃশ্য দেখার জন্যই আমার প্রেনে উঠার বেশ ইচ্ছে ! ভিডিও করেছেন নাকি কিছু !

এক কাপ চা খাওয়া হল না এইবারও ....

২৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫৫

ভুয়া মফিজ বলেছেন: ভিডিও করি নাই। প্লেন থেকে ভিডিও করলে একঘেয়ে হয়ে যাবে কারন মেঘের চেহারা বদলাতে সময় নেয়। ১০/১৫ মিনিটের ভিডিও একই রকমের হবে। যারা একটু প্রকৃতিপ্রেমী, তাদের কাছে মেঘের এই খেলা ভালো লাগতে বাধ্য। সময় করে একবার উঠে পড়েন পেলেনে!! :)

এক কাপ চা খাওয়া হল না এইবারও .... আসলেই। এবারের ট্রিপটা প্লেজার ট্রিপ ছিল না, ছিল রিকনসাইল ট্রিপ। দুই সপ্তাহ বললেও আসলে ১১ দিন.......টু বি মোর প্রিসাইস। বাসার থেকে সাবধানতার কারনে খুব একটা বেরও হই নাই। পারিবারিকভাবে সময় কাটিয়েছি।

বেচে থাকলে হবেই, কোন একদিন.......ইন শা আল্লাহ।

৬| ২৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:৪৯

জুল ভার্ন বলেছেন: চমতকার ছবি ব্লগ, সেই সংগে অসাধারণ সুন্দর লিখনী!

২৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫৭

ভুয়া মফিজ বলেছেন: ধন্যবাদ ভাইজান!!! :)

৭| ২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৪৮

সোনাগাজী বলেছেন:



সাইক্রিয়াটিষ্ট অবধি গড়ায়েছে, ভাবনার বিষয়!

২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৪:২১

ভুয়া মফিজ বলেছেন: আপনি ভাবতে থাকেন। শব্দটা সাইক্রিয়াটিষ্ট না, সাইকিয়াট্রিস্ট! খাটি বৃটিশ উচ্চারণ অবশ্য কিছুটা ভিন্ন!!

ব্লগে আমার এক বড়ভাই ছিল, খুবই স্নেহ করতো আমাকে। পোষ্ট দিলেই ঢি-চু, ঢি-চু আওয়াজ করতে করতে চলে আসতো। উনার নিক ছিল চাদগাজী। আপনি সোনাগাজী, জমজ ভাই কি? কথায় বেশ মিল আছে। আপনার কাছে দু'টা প্রশ্ন,

১. আপনি ব্লগ লিখছেন, এক মাস তিন সপ্তাহ। এই ব্লগে আপনার কি কোন অবদান আছে?
২. হামাস ক্যান রকেট মারে?

টেইক ইয়োর টাইম। সময় নিয়ে উত্তর দিয়েন।

৮| ২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৩২

মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দর সব ছবি। কাতার যাইনি কখনো। পার্ল কাতারের ছবি দুইটা বেশ সুন্দর।

২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৫:০৫

ভুয়া মফিজ বলেছেন: কোন একদিন কাতার নিশ্চয়ই যাবেন। অবশ্য বেড়ানোর জন্য কাতার আমার কাছে কোন আকর্ষনীয় ডেস্টিনেশান না। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৯| ২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৩৮

সোনাগাজী বলেছেন:



আপনি গাধার উপর পোষ্ট দেয়াতে সোনাগাজি'র জন্ম হয়েছে।

২। হামাস রকেট মারে কারণ লন্ডনের থেকে পাউন্ড পায়।
১। আমি ব্লগে লগিন করে ১ম পোষ্ট দেয়ার পর, বাকি ব্লগারেরা জেনে গেছেন, আমি কে, ইহাই অবদানের প্রমাণ। আপনি অন্য নিকে পোষ্ট দেন, তখন বুঝতে পারবেন।

মনের মাঝে ধুতরা ফুলের চাষ করেছেন অনেক বছর, ওগুলো তুলে ধানের চাষ করেন; তা'হলে, সাইক্রিয়াটিষ্ট পকেট খালি করার সুযোগ পাবে না।

২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৫:২২

ভুয়া মফিজ বলেছেন: আপনি গাধার উপর পোষ্ট দেয়াতে সোনাগাজি'র জন্ম হয়েছে। বলেন কি? আমার এক পোষ্টের এতো গুন?? না, বড়ভাই......এইভাবে বইলেন না। ব্লগে চাদগাজী নাই! বুকটা কেমন জানি খালি খালি ঠেকতেছে। :P

যাই হোক, আপনার প্রথম পোষ্ট থেকে জানলাম, চাদ ব্যান খাওয়াতে সোনায় পরিনত হয়েছে, তবে গাজী ঠিক আছে। এইটাও কম ভরসার কথা না, কি বলেন!!! =p~

২. আচ্ছা, লন্ডন থেকে কারা পাউন্ড পাঠায়? তাতে কি রকেটের খরচা উঠে?
১. চন্দ্রগ্রহণ হইলে সবাই টের পাবে, এইটা স্বাভাবিক। এইখানে কোন কারিশমা নাই।

আর সাইক্রিয়াটিষ্ট কি জিনিস বুঝতে পারলাম না। এরা পকেটও খালি করে? নিউইয়র্কে পকেটমারদেরকে সম্ভবতঃ সাইক্রিয়াটিষ্ট বলে, নাকি? B-)

১০| ২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৫:১৩

শায়মা বলেছেন: ভাইয়া....

এখন কেমন আছো???

আমি ভেবেছিলাম তুমি রাগ করে আর আসোনা।

২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৫:২৩

ভুয়া মফিজ বলেছেন: দেশ থেকে এসে ভালো.....বেশ ভালো।

রাগ কেন করবো? কার উপরেই বা করবো?

১১| ২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৫:২১

দূরের যাত্রী বলেছেন: চমৎকার লিখেছেন।

২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৫:২৩

ভুয়া মফিজ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

১২| ২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৪৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভুয়া ভাই , কি বলব ।

পোস্টে শুধুই মুগ্ধতা , আর তাই রইলো ধন্যবাদের সাথে সাথে +++

তার সাথে ,

আমারও প্রিয় সেই কাতার এয়ারওয়েজ । এই জীবনে যতবার যেখানে বিমান ভ্রমণ করেছি কাতার এয়ারওয়েজ ছাড়া আর কোনটাতেই যাইনি? কেন - এর জবাব জানা নেই । তবে সব সময় তাই চাই হয়ত এ জন্য।

আর আমারও বিমানে কখনো ঘুম আসেনা এবং পছন্দ করি জানালার পাশের সিট এবং বাংলাদেশ থেকে আসার সময় বিমানের ডান দিকের এবং দেশে যাওয়ার সময় বাম দিকের জানালার পাশের সিট। আল্লাহর রহমতে একবার যাওয়ার সময় ছাড়া (একেবারে শেষমুহূর্ত ও বিমানে কোন সিট খালি না থাকায়) সব সময়ই পছন্দের সিটেই ভ্রমণ করেছি । আর তাই আপনার তোলা ছবির সবগুলিই প্রাণভরে উপভোগ করেছি ।

বিশেষ করে পার্ল কাতার, লুসাই সিটি, পারস্য উপসাগরের মেঘের ভেলা এবং আমার দেশের দৃশ্যাবলী। আমি বাংলাদেশে অবতরনের সময় সব সময় যদি দক্ষিণ দিক থেকে নামে তাহলে যমুনা ফিউচার পার্ক,এ্যাপোলো হাসপাতাল খুজি , কারন বিমান এদের উপর দিয়েই নামে এবং সেখানেই মোর বসত-বাড়ি তাই । আর আশুলিয়া দিয়ে নামলে এজতেমা মাঠ দেখলেই মনে পড়ে হাজারো স্মৃতি । আসলেই ভাই, " কি যাতনা বিষে ,বুঝিবে সে কিসে - কভু আশিবিষে দংশেনি যারে"।

আর সবশেষে দেশে যাওয়াটা যদিও অনেক আনন্দের হয় তবে ফিরে আসাটা সবসময়ই হয় বেদনার । আমার ত ভাই এখনো এই বুইড়া :P বয়সে ও :(( কান্না আসে । ফিরে আসার পরে মাসখানেক লাগে নিজেকে স্বাভাবিক করতে।

২৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

ভুয়া মফিজ বলেছেন: কাতার এয়ারওয়েজের সবকিছুই আমার ভালো লাগে। এটাকে আমার বায়াসনেসও বলতে পারেন। এটা অবশ্য একবারে হয় নাই, সময় লেগেছে। বর্তমানে আমি ওদের একজন লয়াল কাস্টমার, সেজন্যে অনেক সময়ে আমার টিকেট ওরা বিনামুল্যে বা নামমাত্র মুল্যে আপগ্রেডও করে দেয়। লাগেজে ১০ কেজি এক্সট্রা এলাউয়েন্স পাই.......ইত্যাদি ইত্যাদি। মন্দ কি? :)

আমরা, যারা বিদেশে থাকি তাদের দেশের প্রতি অবসেশান মোটামুটি একই ধরনের। কাজেই মিলে যাওয়াটাই স্বাভাবিক।

আমি অনলাইনে আগেই সিটের বুকিং দিয়ে দেই। কাজেই জানালার ধারের সিট পেতে কোন সমস্যাই হয় না।

দেশে যাওয়াটা যদিও অনেক আনন্দের হয় তবে ফিরে আসাটা সবসময়ই হয় বেদনার অবশ্যই। সেটা কি আর বলতে? শতভাগ সহমত। কান্নার কি কোন বয়স আসলেই আছে?

১৩| ২৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০৬

সোনাগাজী বলেছেন:


লেখক বলেছেন:, "আপনি গাধার উপর পোষ্ট দেয়াতে সোনাগাজি'র জন্ম হয়েছে। বলেন কি? আমার এক পোষ্টের এতো গুন?? না, বড়ভাই......এইভাবে বইলেন না। ব্লগে চাদগাজী নাই! বুকটা কেমন জানি খালি খালি ঠেকতেছে । "

-আসলে, আপনি যেইদিন ডাক্তারের কাছে গেছেন, সেদিনও চাঁদগাজী ছিলো, আজকেও আছে; ভয় পাইয়েন না; তা'হলে, আবারও ডাক্তারের কাছে যেতে হবে।

২৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩৫

ভুয়া মফিজ বলেছেন: আরে কি কন! বড়ভাইরে ভয় পামু ক্যান?

তবে সাইক্রিয়াটিষ্ট নিয়া ধন্ধে আছি। এর মধ্যে তো আবার দেখি ক্রিয়াও আছে। এই ক্রিয়া পকেটমাইরের ক্রিয়ার সাথে কি সংশ্লিষ্ট? বিষয়টা কিলিয়ার কইরেন। :-B

বাদ দেন। তারচেয়ে আপনারে একটা জিনিস দেখাই।

এখন বলেন, অন্যের বানান ভুল নিয়া কিছু বলা কি আপনের মুখে শোভা পায়? ক্যান এমুন করেন? বয়স হইছে না!!! আচ্ছা, আপনে কি চালুনী আর সুইয়ের গল্পটা জানেন? না জানলে শোনাইতে পারি। =p~

১৪| ২৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২৪

ইসিয়াক বলেছেন:






শুভকামনা রইলো প্রিয় ব্লগার। পোস্টের ছবিগুলো সুন্দর। ভালো লাগলো।

৩০ শে মার্চ, ২০২২ সকাল ১১:১১

ভুয়া মফিজ বলেছেন: ছবি তোলায় তেমন কোন দক্ষতা আমার নাই। তারপরেও আপনে যখন কইলেন, সুন্দর; তখন নিশ্চয়ই সুন্দর। অনেক ধন্যবাদ। :)

১৫| ২৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২৪

মোস্তফা সোহেল বলেছেন: এবার দেশে আসলে ব্লগারদের সাথেও মিট করার জন্য একটা দিন রাইখেন।আপনার লগে দেখা করতে যামু।
আপনার জন্য অনেক শুভ কামনা রইল।

৩০ শে মার্চ, ২০২২ সকাল ১১:১২

ভুয়া মফিজ বলেছেন: বাইচা থাকলে কোন একদিন দেখা তো হইবোই, ইন শা আল্লাহ। কিছু ব্লগারের সাথে মোলাকাত করার আমার খুবই আগ্রহ আছে। বাকীটা ওপরওয়ালার ইচ্ছা। পোষ্টে আপনেরে দেইখা দিল খোশ হুয়া। :)

১৬| ২৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২৫

মোস্তফা সোহেল বলেছেন: আর হ্যা ব্লগে সময় করে লিখেন কিন্তু।

৩০ শে মার্চ, ২০২২ সকাল ১১:১৩

ভুয়া মফিজ বলেছেন: হ্যা, এইটা একটা মুল্যবান কথা বললেন..........সময় করে। এই সময়েরই বড্ড অভাব। বিভিন্ন কারনে ব্যস্ততা দিনে দিনে শুধু বাড়ছেই। ব্লগটাও দিনে দিনে কেমন জানি হয়ে যাচ্ছে। সব মিলায়ে লিখতে তেমন একটা উৎসাহও পাই না। দেখা যাক। দোয়া রাইখেন।

১৭| ২৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক পোস্ট মিস করেছেন। ফিরে এসে সুন্দর ছবি ব্লগ উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

৩০ শে মার্চ, ২০২২ সকাল ১১:৫৮

ভুয়া মফিজ বলেছেন: জীবনে বহুকিছুই মিস করেছি। যতদিন বাচবো, আরো বহুকিছু মিস করবো। তাই ব্লগের পোষ্ট মিস নিয়ে এখন তেমন একটা আর ভাবি না। হ্যা, একটা সময় ছিল.........খুব ভাবতাম! :)

মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ জানবেন।

১৮| ২৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২৩

মনিরা সুলতানা বলেছেন: শিরোনাম ঠিকঠাক হইছে, ওয়েলকাম ফেরা!

৩০ শে মার্চ, ২০২২ সকাল ১১:৫৯

ভুয়া মফিজ বলেছেন: এই ফেরা অনেক অর্থ বহন করে। যে যেভাবে বোঝে, সেইটাই ঠিক। আপনে যা বুঝছেন, সেইটাও ঠিক। বুঝছেননি কি কইলাম!!! ;)

ওয়েলকামের জন্য ধন্যবাদ।

১৯| ২৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

সোনাগাজী বলেছেন:



আমার বানান ভুল আছে, ইহা কমে আসছে; আপনি ভালো মানুষ ছিলেন, এখন মানসিক ডাক্তারের কাছে কেন যেতে হচ্ছে? আমার সমস্যা কমছে, আপনার সমস্যা বাড়ছে! ব্লগে থাকেন, মানুষের সাথে থাকেন, মানসিক সমস্যা কমে যাবে।

৩০ শে মার্চ, ২০২২ সকাল ১১:৫৯

ভুয়া মফিজ বলেছেন: আমার বানান ভুল আছে, ইহা কমে আসছে কমে নাই। আপনের সর্বশেষ অল্প কয়েক লাইনের পোষ্টেও দেখলাম ৫টা বানান ভুল। সর্বশেষ কয়েকটা মন্তব্যের অবস্থাও তথৈবচ!!

কার অবস্থা কখন কেমন হবে, কে বলতে পারে? আপনেও তো ভালো মানুষ ছিলেন; এখন সমস্যার জন্য দেশেই যাইতে পারেন না। কাজেই নিজের চিন্তা করেন। আপনের সমস্যা কমে তো নাই-ই, দিনে দিনে আরো বাড়বে। আমার সমস্যা মানুষের সাথে থাকা, না থাকার সাথে সম্পর্কিত না। হাতুড়ে ডাক্তারদের মতো সাজেশান দিয়েন না।

শোনেন, আপনেরে সিরিয়াসলি একটা কথা কই। নতুন নিকে আসছেন, নতুন কইরা শুরু করেন। নিজের যেই সমস্যা আছে, সেই সমস্যা নিয়া অন্যের পিছে লাগা বন্ধ করেন। তাইলে আপনের পিছেও কেউ লাগবে না। আর লজ্জা-শরমের মাথা যদি সত্যি সত্যি পুরাই হজম কইরা ফালান, তাইলে অবশ্য আমার কিছু কওনের নাই। নিজেরে নিজেই বিশাল কিছু ভাবার কোন মানে নাই; অন্যেরা কি বলে, সেইটাও মাথায় রাইখেন। আখেরে আপনেরই ভালো হবে।

২০| ২৯ শে মার্চ, ২০২২ রাত ৮:৩৯

জটিল ভাই বলেছেন:
আল্লাহ্ সহায় হোন।

৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৩:২৪

ভুয়া মফিজ বলেছেন: সেইম টু ইউ!!! :)

২১| ২৯ শে মার্চ, ২০২২ রাত ৮:৪৬

প্রতিদিন বাংলা বলেছেন: ফেরা ভালো লেখা ।
ফেরা
ফিরে দেখা
ফিরে ফিরে আসা যাওয়া

৩০ শে মার্চ, ২০২২ রাত ৮:৫১

ভুয়া মফিজ বলেছেন: ভালো বলেছেন। ধন্যবাদ।

২২| ২৯ শে মার্চ, ২০২২ রাত ১০:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: পোস্ট সেরাম হয়েছে।তার উপরে বাড়তি পাওনা সাত ও নয় নম্বরের প্রতি মন্তব্য। দেখি পদ্মার পানি কতদূর যায়....

৩০ শে মার্চ, ২০২২ রাত ৯:০০

ভুয়া মফিজ বলেছেন: পদ্মার দৌড় তো সমুদ্র পর্যন্ত.........আর যাবেই বা কতোদূর!!! দেখতে চাইতেছেন যখন, দেখেন। পপকর্ণ লাগলে আওয়াজ দিয়েন। ;)

২৩| ৩০ শে মার্চ, ২০২২ রাত ১২:২৯

গরল বলেছেন: সুস্থ হয়ে ব্লগে ফিরে আসায় অভিনন্দন, শুভকামনা রইল।

৩০ শে মার্চ, ২০২২ রাত ৯:০১

ভুয়া মফিজ বলেছেন: অনেক ধন্যবাদ।

২৪| ৩০ শে মার্চ, ২০২২ ভোর ৫:১৪

নেওয়াজ আলি বলেছেন: অনেক দিনপর এসে একটা সুন্দর ছবির পোষ্ট দিলেন

৩১ শে মার্চ, ২০২২ দুপুর ১:২০

ভুয়া মফিজ বলেছেন: আপনার পছন্দ হওয়াতে ধন্য!! :)

২৫| ৩০ শে মার্চ, ২০২২ সকাল ১১:১৮

শামছুল ইসলাম বলেছেন: আপনার সাথে মেঘের দেশে ভ্রমণটা খুব উপভোগ করলাম।

ভালো থাকুন।
আনন্দে কাটুক সময়।

৩১ শে মার্চ, ২০২২ দুপুর ১:২১

ভুয়া মফিজ বলেছেন: আমার উপভোগটা ভাগাভাগি করলাম আপনাদের সাথে, এই আর কি! :)
আপনিও ভালো থাকবেন।

২৬| ৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৫৬

সোনাগাজী বলেছেন:




আপনার কথা তো বিশ্বাস করা কঠিন; ঘটনা যদি সত্য হয়, পরিচিতদের সাথে যোগাযোগ বাড়ান।

৩১ শে মার্চ, ২০২২ দুপুর ১:২১

ভুয়া মফিজ বলেছেন: ঘটনা যদি সত্য হয় মানে কি? কোনটা মিথ্যা মনে হচ্ছে আপনার কাছে? ইতরামী করার জায়গা পান না?

২৭| ৩০ শে মার্চ, ২০২২ রাত ৯:০৪

ঢাবিয়ান বলেছেন: ওয়েল্কাম ব্যাক। দেশে গিয়ে মানসিক অবস্থা ভাল হবারই কথা। কারন বয়স বাড়ার সাথে সাথে আমাদের শিকড়ের টান বাড়ছে। শিকড়ের কাছাকাছি গিয়ে যে মানসিক শান্তি পাওয়া যায় তা আর কোন কিছুতেই পাওয়া সম্ভব নয়।

৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৫:০৫

ভুয়া মফিজ বলেছেন: দেশে গেলে শারীরিক, মানসিক সব সমস্যা এমনিতেই অর্ধেকটা ভালো হয়ে যায়। বয়স বাড়ার সাথে সাথে আমাদের শিকড়ের টান বাড়ছে এটা ঠিক বলেছেন। আসলে দিনে দিনে বয়স তো বাড়ছে এ্যজ ইউজ্যুয়াল, আর মনও সেইসাথে দূর্বল হয়ে যাচ্ছে। আজকাল তো দেশে যাবো........এটা ভাবতেই মনের মধ্যে কেমন একটা এক্সট্রা উদ্দীপনা অনুভব করি!!

২৮| ৩১ শে মার্চ, ২০২২ রাত ১:১৩

জিকোব্লগ বলেছেন:



ছবিগুলো সুন্দর হইছে।
আপনারে অনেকদিনই ব্লগে দেখা যায় নি। ভাবলাম, আপনার
বড় ভাইয়ের বিপদের কথা শুইনা আবার স্ট্রাইক করলেন কী না!

অফটপিকঃ আপনার পোস্টে একটা মাছি দেখি ভালোই ভন
ভন করে, কাহিনী কী! মাছির নিজের উপদেশ মানার বালাই
নাই, কিন্তু আপনাকে দেখি ভোঁ ভোঁ করে উপদেশ দিয়েই যাচ্ছে।

৩১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫৬

ভুয়া মফিজ বলেছেন: হ্যা, অনেকদিন পরেই আসলাম বলা যায়। কিন্তু আপনে বড়ভাইয়ের বিপদ কই দেখলেন? এই সবই নিউটনের তৃতীয় সূত্রের খেলা। সোজা বাংলায়, যেমন কর্ম, তেমন ফল!!

উহা তো ভো ভো করে না, ঢি-চু ঢি-চু করে। আপনের ভো ভো বলা শুনলে মাছিরা মাইন্ড করতে পারে!!! :P

আমি ছবি তোলায় এক্সপার্ট না, তারপরেও আপনের ভালো লাগলো দেইখা আনন্দ পাইলাম। :)

২৯| ৩১ শে মার্চ, ২০২২ রাত ১:৩০

ধূসর সন্ধ্যা বলেছেন: ছবি গুলো ভাল লাগলো

০৩ রা এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৩

ভুয়া মফিজ বলেছেন: ধন্যবাদ জানবেন।

৩০| ৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৫:০৫

মিরোরডডল বলেছেন:




অনেকদিন পর সেই আগের প্রাণবন্ত ভুমকে দেখে ভালো লাগছে ।
আমারও এরকম কিছু মেঘের ছবি আছে, বিভিন্ন ট্র্যাভেল সময়ে তোলা হয়েছে ।
মেঘের ওপর থেকে সন্ধ্যার আকাশটা খুব ভালো লাগে ।
এতো বেশী লাল, মনে হয় যেনো আকাশে আগুন লেগেছে ।
আশা করি ভুম রেগুলার হবে ।


মেঘ ঝড়ে ঝড়ে বৃষ্টি নামে
বৃষ্টির নাম জল হয়ে যায়
ঘূরে ঘূরে যদি, দূরে দূরে তবু, মেঘে মেঘে থাক ভালবাসা
ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল




০৩ রা এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৪

ভুয়া মফিজ বলেছেন: আমারও এরকম কিছু মেঘের ছবি আছে, বিভিন্ন ট্র্যাভেল সময়ে তোলা হয়েছে সেইসব ছবি জাতি দেখতে চায়। জাতির অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা কি ঠিক?

রেগুলার হওয়ার চেষ্টা অবশ্যই থাকবে, যতই সব কিছু স্বাভাবিক হচ্ছে, ততই ব্যস্ততা বাড়ছে। প্রতিদিন নিয়ম করে ব্লগে উকি দেয়া বোধহয় আর হয়ে উঠবে না। দেখা যাক, বাকীটা ভবিষ্যতই বলে দেবে। কবিতা দেখে ভয় পেয়েছি........ছোট ছোট ছেলেদেরকে ভয় দেখানোর অভ্যাস মিডের আর গেল না!!! এই দুর্ধর্ষ কবিতার রচয়িতা কে?

৩১| ৩১ শে মার্চ, ২০২২ রাত ৮:৪৪

আহমেদ জী এস বলেছেন: ভুয়া মফিজ,




সু্উচ্চ মেঘের মিনার থেকে যেন ঝাঁপ দিয়ে ফিরে এলেন এই বাংলায়!
বাংলার এই ব্লগের মাঠে-ঘাটে-হাটে, ডানা ঝাঁপটে গেলেন আবার দারূন দাপটে! ওয়েলকাম ব্যাক..............

০৩ রা এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৫

ভুয়া মফিজ বলেছেন: সু্উচ্চ মেঘের মিনার থেকে যেন ঝাঁপ দিয়ে ফিরে এলেন এই বাংলায়! এইরকমের ভয়-ধরানো কথা যে কেন বলেন!! আমার এমনিতেই এক্রোফোবিয়া আছে। প্লেন টেইক অফ করার পর থেকে নামার আগ পর্যন্ত আমার জানে এমনিতেই পানি থাকে না। সেখানে সু্উচ্চ মেঘের মিনার থেকে ঝাঁপ!! নো ওয়ে!!!

আপনি সাধারনতঃ এতো ছোট মন্তব্য করেন না। তারপরেও দাপুটে মন্তব্যে প্রমাণ করলেন, সাইজ ডাজ নট ম্যাটার.........!!!!

ওয়েলকামের জন্য ধন্যবাদ।

৩২| ০২ রা এপ্রিল, ২০২২ সকাল ১১:০৭

জুন বলেছেন: এই পোস্টে জানলাম আপনার আম্মা ইনতেকাল করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন উনার সকল গুনাহ মাফ করে উনাকে জান্নাত নসীব করুন।
আসলে ব্লগে নিয়মিত না হওয়ায় অনেক কিছুই চোখ এড়িয়ে যায়।

আপনার তোলা ছবিগুলো খুব সুন্দর হয়েছে ভুয়া মফিজ। আমিও প্লেন থেকে ছবি তুলতে ভালোবাসি।
+

০৫ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:১১

ভুয়া মফিজ বলেছেন: আম্মা চলে গিয়েছেন গত বছরের অক্টোবরে। সেই থেকে ব্লগে আমিও একেবারেই অনিয়মিত আপা। তবে নিয়মিত হওয়ার চেষ্টা অবশ্যই থাকবে।

মনকে ডাইভার্ট করার আর সময় কাটানোর জন্য তোলা; নয়তো আরো ভালো হতে পারতো হয়তোবা। আপনার ছবিগুলোও কোন একদিন দেখার আশা থাকলো। মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন।

৩৩| ০৩ রা এপ্রিল, ২০২২ সকাল ৯:৩২

সোহানী বলেছেন: যাক্... ভালোভাবেই ফিরে আসছেন তা দেখতেই পাচ্ছি মন্তব্যের ঘরে........ হাহাহাহা

ছবিগুলো চমৎকার হয়েছে, বুঝাই যাচ্ছে ভালো একটা সিট/পজিশান দখল নিয়েছিলেন।

ব্লগে জানান দিলে একটা পার্টির ব্যবস্থা করা যেত ;)

অনেক ভালো থাকুন।

০৫ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৫৮

ভুয়া মফিজ বলেছেন: ভালোভাবেই ফিরে আসছেন তা দেখতেই পাচ্ছি মন্তব্যের ঘরে........ সবই আপনাদের দোয়া। :)

সিটের দখল অনলাইনে আগেই করি। দেখে-শুনে বেছে নেয়া যায়। কায়দামতো না পেলে মাঝেমধ্যে কিছু টাকা খরচ করি......তাও এতো লম্বা জার্নিতে সিট পছন্দ হওয়া চাই। আমার আবার উইন্ডো সিট বাতিক আছে।
ব্লগে জানান দিলে একটা পার্টির ব্যবস্থা করা যেত ;) পার্টি কি জন্য? দেশে গিয়েছি এই জন্য? আপনে নিজেই তো দেশে নাই। পার্টি অর্গানাইজ করবে কে? :(

৩৪| ০৬ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:১৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার সাথে হয়ত বাংলাদেশে দেখা হবে না, দেখা যাবে আপনাকে বিলাতে গিয়ে সারপ্রাইজ দিচ্ছি। আর বলছি, প্রিয় ভুয়া মফিজ ভাই, আপনি অনুগ্রহ করে পিকাডেলি সার্কাস স্টেশনে আসুন। পাশে কোন পাবে বসে আড্ডা মারি। হা হা হা

০৬ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৪

ভুয়া মফিজ বলেছেন: দেশে দেখা হওয়ার দরকার কি? বিলাতেই চলে আসেন। আজকাল এটাতো ডালভাত। কোন একটা পাবে বসে আড্ডা দিলাম, অথবা রাণীর বাসার সামনে বাদাম খেতে খেতে হাটলাম! চাই কি, রাণী, রাজপুত্র, রাজকন্যাদের সাথে দেখাও হয়ে যেতে পারে!!! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.