নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানাতে চাই ।এই দুনিয়াটা ক্ষণস্থায়ী,দুনিয়া হল আখেরাতের শস্য ক্ষেএ, যা পারা যাই তাই জোগাড় করুণ,মৃত্যু খুবই নিকটে।

সাহেদ সারোয়ার ভুঁইয়া

Apprentice Lawyer At Chittagong judge court বাস্তবতায় বিশ্বাসী,আমি মুসলিম হয়ে গর্বিত।

সাহেদ সারোয়ার ভুঁইয়া › বিস্তারিত পোস্টঃ

ভাবনা

০৩ রা মার্চ, ২০১৮ রাত ১০:১৫

আচ্ছা, তোমার দাদু বৃন্দাবন থাকেন কেন?
দাদুর মধ্যে হঠাৎ একধরনের সংসারবৈরাগ্য দেখা দেয়। তখন থেকে তিনি ওখানে থাকার সিদ্ধান্ত নেন।
ওখানে কেন?
ভগবানের সান্নিধ্যলাভ করতে।
ভগবান বৃন্দাবন থাকেন, এই বুদ্ধি উনাকে কে দিল?
চুপ থাকেন আপনি! উনি উনার বিশ্বাস নিয়ে বেঁচে আছেন। আপনার সমস্যা কী? শয়তান লোক একটা!
কুল আইডিয়া! আমারও বিয়ের পর সংসার ত্যাগ করার প্ল্যান আছে।
মানে? কোথায় যাবেন আপনি?
লাস ভেগাসে।
ওটা আবার কী?
জীবাত্মার সাথে পরমাত্মার মিলনের মহাতীর্থস্থান!
সিরিয়াসলি?
হ্যাঁ, যুগেযুগে অনেক গৃহবিবাগী সন্ন্যাসীই ভেগাসবাসী হয়েছেন।
না! আপনি আমাকে ছেড়ে কোত্থাও যেতে পারবেন না! ধরে বেঁধে রাখব একদম!
কেন? তুমি কি চাও না আমিও তোমার দাদুর মতো পরমজ্ঞান লাভ করি?
না, আমি আপনাকে জীবনেও ইন্ডিয়া যেতে দেবো না। বাংলাদেশে থেকে যা ইচ্ছা, লাভ করেন গিয়ে!
(এতক্ষণে অরিন্দম বুঝিলা বিষাদে, অদূর ভবিষ্যৎ অনন্ত দুঃখময়।)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.