নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানাতে চাই ।এই দুনিয়াটা ক্ষণস্থায়ী,দুনিয়া হল আখেরাতের শস্য ক্ষেএ, যা পারা যাই তাই জোগাড় করুণ,মৃত্যু খুবই নিকটে।

সাহেদ সারোয়ার ভুঁইয়া

Apprentice Lawyer At Chittagong judge court বাস্তবতায় বিশ্বাসী,আমি মুসলিম হয়ে গর্বিত।

সাহেদ সারোয়ার ভুঁইয়া › বিস্তারিত পোস্টঃ

দুটি সংসদ আইনগতভাবে বিদ্যমান বলা যাবে কি..?

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৬

বাহাত্তরের সংবিধান নির্দিষ্ট করেছে যে সংসদ বহাল রেখে নির্বাচন করা হলে নির্বাচিতরা সংসদের মেয়াদ পূর্তি পর্যন্ত অপেক্ষা করবেন।
অনুচ্ছেদ ১৪৮(২)(ক) (ফল গেজেট ছাপা থেকে তিন দিনের মধ্যে নবনির্বাচিতরা শপথ নেবেন) বিধান টি বিদ্যমান তিনটি অনুচ্ছেদের সঙ্গে সরাসরি সংঘাত নয় কি...?

১) অনুচ্ছেদ ১২৩(৩)(ক) উপধারা মতে, "মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সংসদ সদস্য হিসেবে কার্যভার গ্রহণ করবেন না"

২) অনুচ্ছেদ ১৪৮ (৩) মতে, "শপথ নেওয়া মাত্রই কার্যভার গ্রহণ করেছেন বলে গণ্য হবে।"

২) অনুচ্ছেদ ১৪৮(২) মতে,"যে রকম ব্যক্তি ও স্থান নির্ধারণ করবেন,সেই ব্যক্তির কাছে সেই স্থানে শপথ হবে" এটি কি স্পিকারের এখতিয়ারকে সংকুচিত করে না...?

যেহেতু দশম সংসদ শেষ হবে ২৮ জানুয়ারি,তাহলে প্রশ্ন হল দুটি সংসদ আইনগতভাবে বিদ্যমান আছে বলা যাবে কি না...?
দশম সংসদ কি প্রজ্ঞাপন দিয়ে বাতিল করা হয়েছে...?

উচিত ছিল ২০১১ তে আওয়ামী লীগ ১৪৮(২)(ক) বিধানটা বাতিল করা এতে করে বঙ্গবন্ধুর সংবিধান রক্ষা পেত।

এখন অপ্রিয় হলেও এটাই সত্য যে খালেদা জিয়ার বিতর্কিত চতুর্দশ সংশোধনীকে[১৪৮(২ক)] বাহাত্তরের সংবিধানের ওপরে স্থান দেওয়া হলো।
বোঝা যায়, ক্ষমতা যাতে পাকাপোক্ত হয়,সেটা নিতেই হবে,সেখানে কোন বাছবিচারের বিষয় নেই।

অলিখিত সংবিধানের দেশ হয়েও ব্রিটেন তাদের ওয়েবসাইটে লিখেছে, ''সাংসদ বিলোপের অর্থ হাউস অব কমন্সের প্রতিটি সদস্যের পদ শূন্য হওয়া।"
#আইনেরছাত্রহিসাবেবিশ্লেষণ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.