![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Apprentice Lawyer At Chittagong judge court বাস্তবতায় বিশ্বাসী,আমি মুসলিম হয়ে গর্বিত।
SMART IDEA -১
✪ ঠিক এরকম আপনার কতবার হয়েছে যে আপনি সবে মাত্র প্রতিদিন সকালে ওঠে দৌড়াতে শুরু করছেন আর হঠাৎ একদিন এক বন্ধুর সাথে কথার কথায় বলে ফেললেন যে- "আমি ত এখন রোজ সকালে দৌড়াতে যাচ্ছি এবার ভাই আমি ১ মাসের মাঝে 5kg ওজন কমিয়েই ছাড়ব।
এবার আপনার বন্ধু শুনে বলল আরে বাহ.! সেরা তো.! আমিও মাঝে বেশ কয়েকদিন যাওয়ার পর এত অলসতা ভর করে বসলো আর Continue করা হল না........।
✪ আর তার ঠিক দুই,তিন পর কোন এক অজানা কারণে আপনিও আর সকালে ওঠে দৌড়াতে যাওয়াটা Continue করতে পারছেন না....
এমনটা কেন হয় জানেন......?
✪ রিসার্চ বলছে আমরা যদি আমাদের কোন Future Goal এর কথা অন্যদের সাথে Share করি তখন সেই মুহুর্ত থেকে আমাদের মাঝে একটা গর্বিত, তৃপ্তি দায়ক বা Proud Satisfied অনুভূতি কাজ শুরু করে দেয়। যেটা আসলে সেই Goal টা Achieve করার পর যেধরণের অনুভূতি হওয়ার কথা তার সঙ্গে প্রায় একই রকম..................।।
যার ফলে সেই Future Goal Achieve করার আগেই শুধুমাত্র সেটার ব্যাপারে Share করে সেই তৃপ্তিদায়ক অনুভূতি টা পেয়ে যায় তখন আমাদের মাঝে সেই Goal টাকে Achieve করার খিদেটা অনেকটা মিঠে যায়। ফলে আমরা পরিশ্রম করাটা অনেকটা বন্ধ করে দি..........।।
✪ Psychologist রা এই ঘটনাকে বলেন "Social reality".তাই বুদ্ধিমানের কাজ হল Goal টা Achieve হওয়ার পর খুব প্রয়োজন হলে শেয়ার করা........।।
✪ আর তাছাড়া আপনি যদি বড় বড় স্বপের কথা বলে সেগুলা পূরণ করতে না পারেন তবে অসংখ্য মানুষ ঘাপটি মেরে বসে থাকবে For Criticize you..
©® সাহেদ সারোয়ার ভূঁইয়া
©somewhere in net ltd.