![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Apprentice Lawyer At Chittagong judge court বাস্তবতায় বিশ্বাসী,আমি মুসলিম হয়ে গর্বিত।
✪ প্রায় আপনি আর আপনার বন্ধু এদিক সেদিক খেতে বা ঘুরতে বেড়ান,এতে সে জানত আপনার আর তার Income প্রায় Same Salary তাই যেখানে যা bill হতো সেটা দুজনে ভাগ-যোগ করে Payment করতেন।
✪ অথবা কোন একদিন এসে বড় অংকের একটা টাকা ধার চেয়ে বসলো আর জানেন যে এত টাকা ধার দিলে তা Return পেতে আপনার বছর ঘুরতে হবে। বা আপনি 'না' ও বলতে পারবেন না অথবা কোন বাহানা দিয়ে যে কাটিয়ে যাবেন তারও কোন সুযোগ নেই। কারন সে তো জানেই এখন আপনার Exactly monthly income কতো.....।।
বেস ফেঁসে গেলেন বা এর উল্টো টাও হতে পারে হয়ত আপনি নতুন চাকরিতে Join করেছে সেখানে আগের মত এত Salary নাও থাকতে পারে সেটা যদি সে জানতে পারে তখন হুট-হাট আপনি কখনো টাকা ধার চাইতে পারেন সেই ভয়েতে সে বন্ধু হয়ত আপনাকে Ignore শুরু করে দিতে পারে....।
✪ সুতরাং টাকা কম থাকলেও বিপদ। বেশি থাকলেও অন্য-রকম বিপদ তাই আপনার কত টাকা আছে বা আপনার Monthly income কত সেটার ঢাক-ঢোল পিঠিয়ে কাউকে জানানোর দরকার নেই,কারন এতে আপনার সমস্যা বাড়বে ছাড়া কমবে না......।।
©somewhere in net ltd.