নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানাতে চাই ।এই দুনিয়াটা ক্ষণস্থায়ী,দুনিয়া হল আখেরাতের শস্য ক্ষেএ, যা পারা যাই তাই জোগাড় করুণ,মৃত্যু খুবই নিকটে।

সাহেদ সারোয়ার ভুঁইয়া

Apprentice Lawyer At Chittagong judge court বাস্তবতায় বিশ্বাসী,আমি মুসলিম হয়ে গর্বিত।

সাহেদ সারোয়ার ভুঁইয়া › বিস্তারিত পোস্টঃ

মুসলিমরা কিভাবে জবাব দিবে যখন প্রিন্ট মিডিয়াসহ নানা ভাবে নবীজী (সঃ) কে অপমান করা হয়

৩০ শে অক্টোবর, ২০২০ রাত ৮:০৯

Time Magazine এর একটা রিপোর্ট অনুযায়ী তা ছাপানো হয়েছিল ১৯৭৯ সালের ১৬ এপ্রিলে গত দেড়'শ বছরের মধ্যে অর্থাৎ ১৮০০-১৯৫০ সাল পর্যন্ত ইসলামের বিরুদ্ধে ষাট (৬০ হাজারেরও বেশি) বই লিখা হয়েছিল তার মানে প্রায় প্রতি দিন ১ টার ও বেশি বই লিখা হয়েছিল এই দেড়'শ বছরে।

এভাবে প্রত্যেকদিন লাখো Article ও লিখা হয় পুরো পৃথিবী ঝুড়ে হতে পারে সেটা অনলাইনে, খবরের কাগজে, স্যাটেলাইট চ্যনেলে, বুকলেটে......!

এটা বাক স্বাধীনতা আমরাও প্রতিবাদ করব আমাদেরও স্বাধীনতা রয়েছে........

এখন মুসলিমরা কিভাব উওর দিবে যখন এখান প্রিন্ট-মিডিয়া সহ নানা ভাবে নবীজীকে অপমান করা হয়....?

১) মিডিয়ায় উওর দিয়ে তাদের ভুল ধারণাটাকে ভেঙে দেওয়া- স্যাটেলাইন চ্যানেল, খবরের কাগজ,বই লিখতে পারেন এভাবে তার উওর দিতে পারেন ইত্যাদি.....!

২) শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ জানানো--হতে পারে সেটা সভা-সমাবেশ, সেই দেশের প্রতিনিধি কে বিষয়টা অবগত করা....!

৩)লিগ্যাল অ্যাকশান-- সেই ব্যক্তি বা দেশের বিরূদ্ধে কোর্টে কেইস করা। এটাও প্রতিবাদের ভাষা হতে পারে.....!

৪) অর্থনৈতিক চাপ বা ব্যবসায়িক চাপ - যেটা বর্তমানে আমরা করছি ফ্রান্সের পন্য বয়কটের ঘোষনা দিয়েছি সমগ্র মুসলিম দেশ।

৫) রাজনৈতিক চাপ- সমগ্র মুসলিম দেশ একত্র হয়ে সেই দেশের সাথে বিষয়টা বন্ধ করার জন্য আলোচনা করা।

৬) এমন কিছু যেটা আপত্তি জানাবে না যেমন আগুন দিয়ে সেই দেশের ফ্ল্যাগ পুড়িয়ে দিয়া। তবে এমন নয় সেই দেশে কাউকে ধরলাম অত্যাচার করলাম আর মেরে ফেল্লাম বিষয়টা মোটেও ইসলাম সমর্থন করে না।

আমার মতে এই হল প্রতিবাদের ভাষা আমার জায়গা থেকে। এর চেয়ে ক্ষমতাধর মানুষ হলে ভিন্ন কৌশল ও অবলম্বন করতে পারেন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.