নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বলতে চাই

বিদ্রোহী কণ্ঠ

বিদ্রোহী কণ্ঠ › বিস্তারিত পোস্টঃ

১৭০০ বছর আগে হারিয়ে যাওয়া রোমান শহর বাইয়ার পুনর্জন্ম

০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৯


সম্প্রতি পুরাতত্ত্ববিদগণ ইতালির পশ্চিম উপকূলে অবস্থিত হারিয়ে যাওয়া প্রাচীন রোমান শহর বাইয়া আবিষ্কার করেছেন। বিজ্ঞানীরা এই শহরটিকে আধুনিক লাস ভেগাসের সাথে তুলনা করছেন, যেখানে সমৃদ্ধ নাগরিকেরা তাদের সময় কাটাতেন।
১৭০০ বছর ধরে শহরটি ইতিহাস থেকে একেবারে হারিয়ে গেছে বলে মনে করা হতো। বিজ্ঞানীরা আধুনিক ইতালির পশ্চিম উপকূলে শহরটি আবিষ্কার করেছেন। বাইয়া শহরটি ভিসুভিয়াস আগ্নেয়গিরির কারণে ধ্বংস হয়ে যাওয়া আরেক বিখ্যাত নগরী পম্পেই থেকে ৮০ কিলোমিটার এবং আধুনিক রোম থেকে ২৪০ কিলোমিটার দূরে অবস্থিত।

প্রত্নতাত্ত্বিকগণ মনে করেন যে, প্রথম শতাব্দীতে বাইয়া অনেকাংশেই লাস ভেগাসের অনুরূপ ছিল। শহরটি অনেকগুলি ব্যয়বহুল এবং বিলাসবহুল প্রাসাদ দ্বারা সুসজ্জিত ছিল। বিজ্ঞানীরা ধারণা করছেন প্রাচীন এই নগরীর পানির নিচে হারিয়ে যাওয়ার প্রধান কারণ ছিল আগ্নেয়গিরির অগ্নুৎপাত।

ডুবুরিদের মাঝে একজন স্থানীয় ছিলেন যিনি এন্টোনিও বুসিয়েলো নাম পরিচিত। তিনি মনে করেন এতো বছর পানির নিচে ডুবে থাকার পরও স্ট্যাচু এবং মোজাইকগুলো এখনো সেই আগের মতোই আছে।
তিনি বলেন, “পানির নিচে ডুবে থাকা সুন্দর মোজাইক, ভিলা এবং মন্দির এগুলো এই এলাকার শৌর্য বীর্যের প্রতিচ্ছবি প্রকাশ করে।” সেই সময় বায়াকে ওই শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ রোমান শহরগুলির একটি বিবেচনা করা হতো।

ধ্বংসপ্রাপ্ত স্মৃতিস্তম্ভগুলোর মাঝে ইথাকা ওডিসিস এর রাজা উলিসেসের মূর্তিও পাওয়া যায়।

বিখ্যাত রোমান দার্শনিক, রাজা বাদশা থেকে শুরু করে অনেক বিখ্যাত ব্যাক্তিরা প্রায়ই বায়া পরিদর্শনে আসতেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জুলিয়াস সিজার, নিরো, মহান পম্পেয়াস, মারিয়াস এবং আদ্রিয়ান যিনি এই শহরেই মৃত্যুবরণ করেছিলেন।

প্রাচীন বসতিগুলোর সবচেয়ে বিখ্যাত দর্শনীয় স্থানগুলো হল পিসেনি এবং প্রোথিরো, যেগুলো উজ্জ্বল মোজাইক দিয়ে সাজানো।

ডুবুরিরা পানির নিচে অবাক করা এক শিলালিপি আবিষ্কার করেন। এই শিলালিপিতে খোদাই করে লিখা আছে: “এল পিসনি” যা পিসনি পরিবারের চিহ্ন হিসেবে পরিচিত। এই শহরে অভিজাত পিসনি পরিবারের দুটি বিশাল স্নানাগার সহ অনেক সয়সম্পত্তি ছিল।

খোদায় করা শিলালিপি থেকে জানা যায় সাম্রাজ্য লাভের উচ্চভিলাষে পিসনি সে সময় নিজ ভিলাতে সম্রাট নিরোকে খুন করার পরিকল্পনা করে কিন্তু নিরো তা জানতে পারেন এবং পিসনিকে নিজেকেই নিজের হত্যা সংঘটিত করার নির্দেশ প্রদান করেন।

বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে আবিষ্কারগুলোর মধ্যে রয়েছে সম্রাট ক্লডিয়াসের জন্য নির্মিত একটি প্রাসাদ যা তারা নির্দিষ্ট করে বলতে পারেননি।

ম্যাক্সিমাম আপলোড লিমিট শেষ হওয়ার কারণে সম্পূর্ণ আর্টিকেলটি ব্লগে দেয়া সম্ভব হচ্ছে না। সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে ক্লিক করুন Rare বাংলা

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৩

তারেক ফাহিম বলেছেন: শেয়ারের জন্য ধন্যবাদ।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ ভোর ৪:০২

বিদ্রোহী কণ্ঠ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২| ০৩ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২১

শাহ আজিজ বলেছেন: অসাধারন আবিস্কার । আগেই পড়েছি ন্যাট জিও তে । একদিকে পুরাতন সভ্যতার সংরক্ষন আরেকদিকে মেসোপটেমিয়া সভ্যতার ধ্বংস টেরোরিসটদের হাতে । দারাউসের এই ছবি স্কুলের বইতে ছিল সেই পাক আমলে । কত স্বপ্ন ছিল দেখার -----আর হবেনা।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ ভোর ৪:১১

বিদ্রোহী কণ্ঠ বলেছেন: স্যার মনে হয় অনেক কিছুই দেখেছেন, অনেক দেশ ঘুরেছেন। দোআ রইলো এসব যেন দেখে যেতে পারেন। ধন্যবাদ

৩| ০৩ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

কাছের-মানুষ বলেছেন: চমৎকার । আগে জানতাম না, ধন্যবাদ শেয়ারের জন্য।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ ভোর ৪:০৩

বিদ্রোহী কণ্ঠ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৪| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ শেয়ারের জন্য।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ ভোর ৪:০৪

বিদ্রোহী কণ্ঠ বলেছেন: ধন্যবাদ

৫| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:১৫

ঢাকার লোক বলেছেন: সূরা আল ইমরান, আয়াত ২৬: বলুন ইয়া আল্লাহ! তুমিই সার্বভৌম শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছা রাজ্য দান কর এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মান দান কর আর যাকে ইচ্ছা অপমানে পতিত কর। তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই তুমি সর্ব বিষয়ে ক্ষমতাশীল।

৬| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:১১

শায়মা বলেছেন: অনেক ভালো লাগলো!

০৪ ঠা এপ্রিল, ২০১৮ ভোর ৪:০৫

বিদ্রোহী কণ্ঠ বলেছেন: ধন্যবাদ

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১২:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালোই হত, যদি পানি সরিয়ে শহরটাকে আবার জাগিয়ে তোলা যেত...

০৪ ঠা এপ্রিল, ২০১৮ ভোর ৪:০৬

বিদ্রোহী কণ্ঠ বলেছেন: তাহলে আসলেই অনেক ভালো হতো। ধন্যবাদ

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩১

তিহাম বলেছেন: নতুন কিছু জানলাম । ধন্যবাদ ।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৯

বিদ্রোহী কণ্ঠ বলেছেন: ধন্যবাদ

৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৭

ভুয়া মফিজ বলেছেন: দারুন............. জানলাম। কিছুদিন আগেই এর আশ-পাশ দিয়ে ঘুরে আসলাম!!
অাগে জানলে একটু ঢু মারা যেতো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.