নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বলতে চাই

বিদ্রোহী কণ্ঠ

বিদ্রোহী কণ্ঠ › বিস্তারিত পোস্টঃ

পরীক্ষার ফলাফল কখনোই মেধা যাচাইয়ের একমাত্র মাপকাঠি হতে পারে না

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৬


সম্প্রতি পিএসসি আর জেএসসি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। অনেকের পরিবারের মধ্যেই হাহাকার কাজ করছে। কেনো তাদের সন্তান জিপিএ ফাইভ পেলোনা, তাদের ভবিষ্যৎ তো অন্ধকার এমন অনেক কিছুই শুনছি আশপাশ থেকে। আমরা আমাদের ভবিষ্যৎ ফেরেস্তাগুলোকে ছোটবেলা থেকেই একটি দৌড়ের উপর রাখি কারণ আমাদের দেশে জব সেক্টরটি খুব অসাধ্য সাধন করার মতো একটি ব্যাপার। ভালো একটি চাকুরী পেতে হলে ভালো রেজাল্ট ছাড়া কোনো গতি নেই। কিন্তু এই দুর্দিনে যা দেখছি তা হলো অনেকের ভালো রেজাল্টও বেশিরভাগ ক্ষেত্রেই ভালো কোনো চাকুরী দিতে সক্ষম হচ্ছে না। জানি অবস্থার একদিন পরিবর্তন হবে ইনশাহআল্লাহ।
কিছুদিন আগে "ব্লেজ" খুব সুন্দর একটি ভিডিও বানিয়েছে পরীক্ষার ফলাফর বিষয়টি নিয়ে। চাইলে দেখতে পারেন। মনোভাব অনেকটাই পাল্টে দেয় ভিডিওটি।
ভিডিও লিংক: https://youtu.be/vtrxZjYux68

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৮

প্রামানিক বলেছেন: কথা সত্য, মেধা আর পরীক্ষার রেজাল্ট এক নয়।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৪

বিদ্রোহী কণ্ঠ বলেছেন: ধন্যবাদ প্রামানিক

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৯

রাকু হাসান বলেছেন:

আমাদের গার্ডিয়ানরা সচেতন না । আজ একজন শিক্ষার্থীর গল্প শুনে মনটা খারাপ হয়ে গিয়েছিলো । বিশ্বাস করতে পারছিলাম না । ফাস্ট গার্ল এ + মিস করায় ,তার িএকজন নিকটজন ,রেজাল্প হওয়ার পর থেকে কথা বলছে না ,মেয়েটি কান্না ভাসছিলো বারবার । ভাবলাম কখন একজন কোমলমতি শিক্ষার্থী আত্মহত্যার পথে চলে যায় !!!গুড শেযার ।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৪

বিদ্রোহী কণ্ঠ বলেছেন: ধন্যবাদ রাকু হাসান

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৪

কালীদাস বলেছেন: আমাদের জব সেক্টর আমাদের নিজেদের দোষেই এরকম কম্পটিটিভ!! এই যে ধরে/বেঁধে/পিটিয়ে সবাইকে কম্পলসারি মাস্টার্স পর্যন্ত পড়ানো হচ্ছে, এর কতটুকু আসলে প্রয়োজন? এপ্লাসের নহর বইয়ে দেয়া হচ্ছে অনেক বছর ধরেই, মান কোথায় গেছে সেটা জাজ করে কে? এই যে প্রায় শতভাগ গ্রাজুয়েট পয়দা করা হচ্ছে, এত চাকরি কোথাকে আসবে এই ছোট গরীব দেশে? এই উত্তরগুলো না খুঁজে, উচ্চশিক্ষাকে করা হয়েছে সোশ্যাল ট্যাবু। এর ফল হল যে চাকরিতে সিম্পল ব্যাচেলরই সাফিশিয়েন্ট, এমপ্লয়াররা ডাবল মাস্টার্স চাইতেও এখন কুন্ঠা বোধ করে না, কারণ জানে পাবে। সামনে আরও খারাপ হবে আমাদের এই মেন্টালিটি চেন্জ না হলে। দেশ এজিং সোসাইটিতে চেন্জ হবে আগামী ত্রিশ বছরের মধ্যে, কাজ করবে কে তখন কারখানাগুলোতে? একজন পোস্টগ্রাজুয়েটকে যদি ফ্যাক্টরিতে পাঠাতে চান, যাবে সে?

শিক্ষা মৌলিক অধিকার, উচ্চশিক্ষা না।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৫

বিদ্রোহী কণ্ঠ বলেছেন: অসাধারণ মন্তব্যের জন্য ধন্যবাদ কালীদাস

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: সহমত।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৬

বিদ্রোহী কণ্ঠ বলেছেন: ধন্যবাদ জুনায়েদ বি রাহমান

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২১

রাজীব নুর বলেছেন: চাকরী করতে যান তখন বুঝবেন।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৬

বিদ্রোহী কণ্ঠ বলেছেন: ধন্যবাদ রাজীব নুর

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩১

নতুন বলেছেন: সমাজের মানুষের দৃস্টিভঙ্গী পাল্টানো দরকার।

চাকুরীতে যোগ দানের সময় সাটিফিকেট দেখতে চায়.... কিন্তু কাজের সময় দরকার সব বিষয়ে কতটুকু শিখেছে সেই শিক্ষা...

আমাদের দেশে কাজের সল্পতার কারনেই এমন বিরাট প্রতিযোগিতার শুরু হয়েছে।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৭

বিদ্রোহী কণ্ঠ বলেছেন: ধন্যবাদ নতুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.