নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয়

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয় › বিস্তারিত পোস্টঃ

হৃদয়ের পরিধি বৃত্ত না হোক

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৪


হৃদয়ের পরিধি বৃত্ত না হোক,
হোক অসীম।
দুর দেশের রূপকথায়
অরূপ রতনের মতো।

মন্তব্য ৬৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৩

নুরএমডিচৌধূরী বলেছেন:
হৃদয়ের পরিধি বৃত্ত না হোক,
হোক অসীম।
দুর দেশের রূপকথায়
অরূপ রতনের মতো।

ভাল লাগা
+++

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫

বিজন রয় বলেছেন: স্বাগতম এবং ধন্যবাদ।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৭

মেজদা বলেছেন: খুবই সুন্দর।

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫

বিজন রয় বলেছেন: আপনার উপস্থিতি ভাল লাগল।
ধন্যবাদ।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৯

এযুগেরকবি বলেছেন: খুবই সুন্দর।

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০০

বিজন রয় বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
সাথে থাকুন।

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: কনসেপ্টটা দারুন।
কিন্তু রুপকথার অরুপ রতনের হঠাৎ উপমায় কেমন অচেনা ঠেকল ;)

অরুপ রতনের জন্য ক'টা শব্দ বা একটা লাইন কি আরও বেশি ব্যঞ্জনা দিতো না!!!! এটা আমার মনে হল!
লেখকতো এভার স্বাধীন! আর পাঠক না বুঝলে সেটা পাঠকের ব্যর্থতা বটে ;)

++

৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৪

বিজন রয় বলেছেন: কি ভীষণ সুন্দর করে বললেন!!
কিছু কিছু ছোট লাইন, ছোট শব্দ অনেক সময় অনেক বেশি অর্থময় হয়ে ওঠে।
সেই চেষ্টা আর কি।

আপনার মতো পুরানো ব্লগার পেয়ে ধন্য হলাম।
শুভকামনা।

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০২

সুমন কর বলেছেন: দুর < দূর

আরো একটু হলে মন্দ হতো না....

৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৫

বিজন রয় বলেছেন: ওহো কোন অবেলায় দূর, দুর হয়ে গেল!! ধন্যবাদ ধরিয়ে দেওয়ার জন্য সুমনদা।

আরো একটু বেশি হলে ক্ষতি হতো না!!

ভাল লাগল আপনার উপস্থিতি।

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০০

শুভ্র বিকেল বলেছেন: এককথায় দারুণ প্রকাশ। শুভেচ্ছা কবি।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৪

বিজন রয় বলেছেন: সুন্দর। ধন্যবাদ। আবার দেখা হবে।

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগল অনুকাব্য

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৫

বিজন রয় বলেছেন: শুধু অনুকাব্য নয়। একক।
ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৮| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৩

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর অণু ভাবনা । ছবির লালে তো চোখেও এখন লাল দেখছি !! হা হা

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৫

বিজন রয় বলেছেন: হা হা হা সবকিছু লাল হয়ে উঠুক। সামনে বসন্ত।

৯| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫

ফেরদৌসা রুহী বলেছেন: ছোট হলেও পড়তে ভালো লেগেছে।

আরও একটু হলে মন্দ হত না।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৬

বিজন রয় বলেছেন: আরো একটু বড় হতে পারতো, নিশ্চয়ই।
ধন্যবাদ।

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৭

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।
শুভ কামনা জানবেন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৭

বিজন রয় বলেছেন: আপনাকেও শুভকামনা।
ভাল থাকুন।

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: বাহ! বেশ ভাল অনুকাব্য! শুভেচ্ছা।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৭

বিজন রয় বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম।
ধন্যবাদ।

১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৩

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৮

বিজন রয় বলেছেন: ভাললাগার জন্য ধন্যবাদ।
ভাল থাকুন।

১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪

অগ্নি কল্লোল বলেছেন: চার লাইন।
চার নয়।
অসীম তার গণনা।

ললিপপ খাওয়ার দাওয়াত দিলাম।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৮

বিজন রয় বলেছেন: ললিপপ? কবিতার?
ধন্যবাদ।

১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩

অগ্নি কল্লোল বলেছেন: ললিপপ,মানে আমার ব্লগে ঘুরে আসার দাওয়াত দিলাম।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩০

বিজন রয় বলেছেন: হা হা হা, যাবো ভাই, ব্লগিং সবে শুরু করলাম।
নিশ্চয়ই যাবো।

ভাল থাকুন।

১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৩

অগ্নি কল্লোল বলেছেন: ধন্যবাদ।
আপনিও ভাল থাকবেন।।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৫

বিজন রয় বলেছেন: ধন্যবাদ আবারো।

১৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১০

গেম চেঞ্জার বলেছেন: ভাল ও +

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১২

বিজন রয় বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।

১৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

মাটিরময়না বলেছেন: চার লাইনে অনেক কিছু।

+++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৩

বিজন রয় বলেছেন: তাইতো মনে হয়ভ
ধন্যবাদ, ভাল থাকুন।

১৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮

বনমহুয়া বলেছেন: দারুন হইসে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০২

বিজন রয় বলেছেন: ধন্যবাদ বনমহুয়া।
হইসে-হয়েছে।

১৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৯

বনমহুয়া বলেছেন: হয়েছে। :(

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৪

বিজন রয় বলেছেন: খুব করে ধন্যবাদ।
শুদ্ধতায় থাকা যায়।

২০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৫

এহসান সাবির বলেছেন: বেশ তো.....!!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩১

বিজন রয় বলেছেন: খুশি হলাম।
ভাল থাকার শুভকামনা।

২১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২১

সুমন আকরাম বলেছেন: এমনই চাই।।
ধন্যবাদ!! :`> :`> :P

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

বিজন রয় বলেছেন: ভাল লাগল আপনাকে দেখে।
সাথে থাকুন সুমন।

২২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

সুমন আকরাম বলেছেন: সাথেই আছি। তবে ব্লগে একটু কম সময় দেই!!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

বিজন রয় বলেছেন: ও কে।
ভাল থাকুন, আবার কথা হবে।

২৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৪

শুভ্রা হক বলেছেন: বাহ! ভালো লেগেছে !

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৩

বিজন রয় বলেছেন: ভাল লাগল পড়ার জন্য। শুভকামনা।

২৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২১

শুভ্রা হক বলেছেন: ভালো লাগলো কবিতাটা।
আমাদের আসলেই একটু উদার হওয়া দরকার। মানবতার খাতিরেই "হৃদয়ের পরিধি বৃত্ত না হোক,
হোক অসীম।"

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১২

বিজন রয় বলেছেন: আমি আর কি বলবো!!

এই যে আপনি বললেন,......আমাদের আসলেই একটু উদার হওয়া দরকার। মানবতার খাতিরেই "হৃদয়ের পরিধি বৃত্ত না হোক,
হোক অসীম।"


আমার আর কিছু বলার নেই।

পুরানো লেখায় এসে কথা বলার জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।

২৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৪

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: কবিদের হৃদয়তো বৃত্তবন্দি থাকে না দাদা পরিধিবিহীন হৃদয় না হলে কি কবি হওয়া যায়। খুব সুন্দর লিখেছেন দাদা ধন্যবাদ।।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৮

বিজন রয় বলেছেন: দাদা, আপনাকে আবার পেলাম। আমি ধন্য হলাম।

অার আপনার মন্তব্যটি অসাধারণ হয়েছে।

অনেক ভাল থাকুন।

২৬| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৬

মুহাম্মাদ শাথিল বলেছেন: এত ভালো একটা কনসেপ্ট নিয়ে মাত্র চারটে লাইন লিখলেন?
পাঠক অণুকাব্যে তৃপ্ত নয়! কবিতাটা আরও বড় করে দিন না বিজন'দা।

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৫

বিজন রয় বলেছেন: আপনার মতো অনেকেই বলেছেন এটি বড় করতে। আমি আপনাদের কথা রাখবো। তবে আর কিছু দিন পরে এটি নতুন করে বড় করে লিখে পোস্ট করবো।

আপনাদের সাথে থাকতে পেরে ভাল লাগছে, এই যে হৃদয়ের লেনদেন, একরকম মুগ্ধতা ছড়াচ্ছে।

অনেক ধন্যবাদ আর শুভকামনা।

২৭| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩১

মুহাম্মাদ শাথিল বলেছেন:
আপনার জন্যও শুভকামনা রইলো।

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৬

বিজন রয় বলেছেন: আবারো ধন্যবাদ। ভাল থাকুন নিরন্তর।

২৮| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৩

খায়রুল আহসান বলেছেন: চমৎকার অনুকবিতা, সাথে সুন্দর ছবি। ভালো লেগেছে।
ডাঃ প্রকাশ চন্দ্র রায় এর সাথে একমত, কবিদের হৃদয়ে একটা ভরকেন্দ্র থাকতে পারে, তবে পরিধি নেই। কবির হৃদয় বৃত্তাবদ্ধ নয়।
অন্যান্যদের সাথে আমিও কন্ঠ মেলাচ্ছি, আরেকটু প্রসার করার জন্য।

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২১

বিজন রয় বলেছেন: আপনাকে শ্রদ্ধাবনতা চিত্তে সন্মান জানাচ্ছি।

আপনাদের সবার কথা অবশ্যই ভেবে দেখবো। বড় করে পোস্ট দিব একসময়।

কবির হৃদয় বৃত্তাবদ্ধ নয়...... অসম্ভব সুন্দর বলেছেন।

ভাল লাগল। শুভকামনা সবসময়ের।

২৯| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:

মেইলটা চেক করবেন। প্লিজ।

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৪

বিজন রয় বলেছেন: মেইলে লিংক রাখার চেষ্টা করেছিলাম কিন্তু আপনার মতো হয়নি। তবে হয়েছিল একভাবে। ওভাবে দিলে আপনার কাজ হবে কিনা জানিনা।

জানাবেন।

৩০| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:

মেইলটা চেক করবেন। প্লিজ।

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৫

বিজন রয় বলেছেন: জানাতে ভুলবেন না।

মেইলে রাখবো?
না ফেসবুকে রাখবো?
না ব্লগে ড্রাফ্ট করে রাখবো?

??

৩১| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি ড্রাফট থেকে কপি করেই পাঠিয়েছি।
ব্লগে ড্রাফট করুন।
আপনি কবিতা পড়ার সময়য় যেটা পছন্দ হবে তার লিংক কালেক্ট করে রাখতে পারেন। যেভাবে করে। টাইটেল আর ইউ আর এল। লেখায় যেভাবে লিংক যুক্ত করি সেভাবেই।

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৮

বিজন রয় বলেছেন: ও কে, দেখি চেষ্টা করে।

ধন্যবাদ।

৩২| ১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

উদাসী স্বপ্ন বলেছেন: এই অরুপ রতন কেন? কবিতায় এর আগ পর্যন্ত তো অছাম আছিলো

১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:২৩

বিজন রয় বলেছেন: রূপকথার আসলে তি কোন সত্য রূপ আছে? নেই। হৃদয়ের পরিধিরও কোন রূপ নেই।
বোঝা গেল এবার।

৩৩| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:২৯

উদাসী স্বপ্ন বলেছেন: অরূপ রতন = রূপকথা?????


এই শব্দ দুটো দিয়ে দেশে একজনের নাম ছিলো বোধ হয়, খুব বেশী পরিচিতি নাই মিডিয়াতে কিন্তু শব্দ দুটো পড়লে তার কথাই মনে পড়ে যায়। তাই এটার সমার্থক যে রূপকথা হতে পারে মাথায় আসেনি

২১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৫

বিজন রয় বলেছেন: হা হা হা ......... আরে না না, অরূপ রতন রূপকথা হতে যাবে কেন?

রূপ কথার কোন বাস্তব রূপ নেই, ঠিক তাকেই আমি অরূপ বললাম এবং সেটা অনেক মূল্যবান রতন। যার অর্থাৎ হৃদয়ের কোন সীমা নেই।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.